নারী ফুটবলারকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ
Published: 5th, February 2025 GMT
বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড়কে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বুধবার এক বিবৃতিতে নারী ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গভীর উদ্বেগের সঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, দুবার সাফ শিরোপাজয়ী নারী ফুটবলারদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। এমনকি কাউকে কাউকে হত্যা ও ধর্ষণেরও হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদ এ ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশের এই নারী ফুটবলাররা আজ যখন দেশে-বিদেশে সুনামের সঙ্গে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ের শিরোপা অর্জন করে দেশের সুনাম বয়ে আনছেন, তখন এ ধরনের পরিস্থিতি নারী ফুটবলারদের খেলার পরিবেশ বিঘ্নিত করে, যা ফুটবলারসহ কোনো নাগরিকের কাছেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, মহিলা পরিষদ এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করে এই সমস্যার দ্রুত সমাধানের দাবি জানাচ্ছে। একই সঙ্গে জাতীয় দলের ১৮ জন ফুটবলারসহ সব নারী ফুটবলারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট সবার কাছে দাবি জানাচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল র
এছাড়াও পড়ুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে সিদ্ধিরগঞ্জের ৩৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৯২ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সিদ্ধিরগঞ্জের ৩৩ জন স্থান পেয়েছে।
তারা হলেন, যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত, সদস্য সচিব জাবেদ আলম, যুগ্ম সদস্য সচিব ইমন আহমেদ ও আব্দুল মমিন সরকার তন্ময়। সংগঠক হিসেবে রয়েছে, মোঃ শহীদুল ইসলাম ইরফান, নাজমুল ইসলাম, সিয়াম রেজা, তানজিম আহম্মেদ সানজান, মোঃ মোজহিদুল ইসলাম, মাসনুন হাসান রিভু, ওমর ফারুখ সানি, শরীফ মাহমুদ, আদনান সামি, গোলাম রাব্বি জোবায়ের, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ তামিম, জুবায়ের সিফাত, তৌফিকুর তুহিন, মাহাদী আল মাহী, কাইয়ুম ইসলাম, সিফাত খান, আব্দুল হামিদ শ্যামল, সারফরাজ মামুন, আবদুল্লাহ আল মাহফুজ, দীন ইসলাম, সিয়াম আহমেদ, আব্দুর রহমান রাতুল, মোহাম্মদ কাইয়ুম, আব্দুল্লাহ, তাসনিম রাতুল, আশরাফুল ইসলাম, ফাতিন ইরফান উৎসব, ফাহিম হাবিব উদয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিরব রায়হানকে আহ্বায়ক এবং মোহাম্মদ জাবেদ আলমকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার ১৯২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল ৬ মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, আমাকে আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেহরাব সিফাত ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার সকল সহযোদ্ধাদের জানাই অভিনন্দন ও শুভ কামনা।
আহবায়ক কমিটির পদগুলোর সাথে জড়িয়ে আছে অনেক দায়িত্ব। এ পদ গুলোর সাথে জড়িয়ে আছে হাজারো ভাই-বোনের রক্ত। জালিমদের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়ানোর দায়িত্ব ।
তিনি আরও বলেন, সংগঠনকে আরো সুসংগঠিত এবং শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।