জুলাই গণঅভ্যুত্থান ইতিহাসের অনন্য ঘটনা: নাহিদ
Published: 5th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক অনন্য ঘটনা। গণঅভ্যুত্থানের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলা একাডেমি ভবনে কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে প্রকাশনা সংস্থা ‘আদর্শ’-এর আয়োজনে আহম্মদ ফয়েজের লেখা ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।
নাহিদ বলেন, ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ গ্রন্থটি ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের একটি প্রামাণ্য দলিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে সংবাদপত্রের ভূমিকা অবিস্মরণীয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো কোনো পত্রিকা অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে তোলে, যা দুঃখজনক।
উপদেষ্টা প্রকাশক ও প্রকাশনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে বলেন, বইটিতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা মূল্যায়ন করা হয়েছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে কেউ তুলে ধরেছেন ছবির মাধ্যমে, আবার কেউ তুলে ধরেছেন গ্রাফিতি ও ভিডিওর মাধ্যমে। জাতীয় দৈনিকগুলোও ২৪-এর গণঅভ্যুত্থানকে তুলে ধরেছেন স্বমহিমায়। ২৫টি জাতীয় দৈনিক থেকে ২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে সংকলিত ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ গ্রন্থের মাধ্যমে মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের অবদান অম্লান হয়ে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রকাশনা সংস্থা ‘আদর্শ’-এর প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাবুব রাহমান, গ্রন্থের লেখক আহম্মদ ফয়েজ এবং কবি ও সাংবাদিক সালাউদ্দিন শুভ।
বিএইচ
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: গণঅভ য ত থ ন উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
আরো ২ মামলায় ইনু গ্রেপ্তার
কুষ্টিয়ায় ৬ বছর আগে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (০৯ মার্চ) দুপুর আড়াই টায় কুষ্টিয়া অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারান্তরীণ ইনুকে হাজির করা হয়। সেখানে শুনানি শেষে কুষ্টিয়া মডেল থানার দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় শহরের আমলাপাড়ার বাসিন্দা জিন্দার আলীর ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় জেলার শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৬৪ জনের নামোল্লেখ এবং ৭০-৮০জন অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং ২৯। সেই মামলার ৩৭নং এজাহারনামীয় আসামি ইনু। এছাড়া ২০২৪ সালের ১০ অক্টোবর একই থানায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ আওয়ামী লীলের শীর্ষ নেতাসহ ৪৭ জনের নামোল্লেখ এবং ১৫-২০ জন অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। মামলা নং ১০। এ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ০৪নং এজাহারনামীয় আসামি করা হয়েছে।
আরো পড়ুন:
মাগুরার শিশু ‘ধর্ষণের’ ঘটনায় ৪ আসামির রিমান্ডের আবেদন, শিক্ষার্থীদের বিক্ষোভ
বান্দরবানে ধর্ষণ মামলায় ৪ যুবকের যাবজ্জীবন
আদালত এ দুটি মামলায় ইনুকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেন আদালত পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম। পরে তাকে কড়া পুলিশি পাহারায় কুষ্টিয়া জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেন ওই পুলিশ কর্মকর্তা।
ঢাকা/কাঞ্চন/বকুল