৭ ফেব্রুয়ারি আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের নারায়ণগঞ্জে সমাবেশ সফল করার লক্ষ্যে ৫ ফেব্রুয়ারি বুধবার  দুপুরে বিজ্ঞ  আইনজীবীদের মাঝে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ ল'ইয়াস কাউন্সিল।

নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী  অ্যাডভোকেট আব্দুল হাফিজ মোল্লার নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন আইনজীবী থানার সভাপতি এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান সেক্রেটারি অ্যাডভোকেট নিজামুদ্দিন,অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা,  অ্যাডভোকেট গোলাম সারোয়ার, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম মর্তুজা, অ্যাডভোকেট মাসুদুর রহমান, অ্যাডভোকেট ফরহাদ জুবায়ের, অ্যাডভোকেট আলামিন, এডভোকেট ওমর ফারুক প্রিন্স, অ্যাডভোকেট রাসেল মিয়া, অ্যাডভোকেট কাউসার মিয়া, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেটুল ইসলাম দিপু সহ অন্যান্য জামায়াত সমর্থিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ।

লিফলেট বিতরণ শেষে এডভোকেট আব্দুল হাফিজ মোল্লা বলেন, নারায়ণগঞ্জে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে  আগামী ৭ তারিখের সমাবেশ জন সমুদ্রে পরিণত হবে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ আইনজ ব আইনজ ব

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ার আদালতে হাস্যোজ্জ্বল ইনু, আইনজীবীদের বললেন ‘কোনো চিন্তা কইরেন না’

কুষ্টিয়া মডেল থানার পৃথক দুটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলা দুটিতে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার দুপুরে তাঁকে কুষ্টিয়া সদর আমলি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার বিকেলে ঢাকা থেকে হাসানুল হক ইনুকে কুষ্টিয়া কারাগারে আনা হয়। রোববার বেলা ২টা ৩৪ মিনিটে কড়া নিরাপত্তায় তাঁকে আদালত ভবনে নেওয়া হয়। সকাল থেকেই আদালত চত্বরে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক এই সংসদ সদস্যকে দেখতে দলীয় শতাধিক নেতা–কর্মী ভিড় করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুলিশের প্রিজন ভ্যানে কড়া নিরাপত্তায় ইনুকে আদালতে নেওয়া হয়। প্রিজন ভ্যান থেকে তাঁকে নামানোর পর দোতলায় আদালতের এজলাসে নেওয়া হয়। এ সময় তাঁর হাতে কোনো হাতকড়া ছিল না। তবে শরীরে পুলিশের ভেস্ট পরানো ছিল। এজলাসের কাঠগড়ায় তিনি ৪ মিনিট দাঁড়িয়ে ছিলেন। সেখানে তাঁর আইনজীবীর সঙ্গেও কয়েকবার কথা বলেন।

ওকালতনামায় স্বাক্ষরের সময় আইনজীবীদের সঙ্গে কথা বলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আজ রোববার কুষ্টিয়া আদালতে

সম্পর্কিত নিবন্ধ

  • তিন জেলায় ধর্ষণের শিকার তিন স্কুলশিক্ষার্থী
  • মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি গণতান্ত্রিক আইনজীবী সমিতির
  • বছরের প্রথম দুই মাসে দেশে ধর্ষণের শিকার ৯৭ নারী-শিশু
  • তারেক রহমানের নির্দেশে ‘চালক দলের’ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • নারী ও কন্যা নির্যাতন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে: মহিলা পরিষদ
  • শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশনসহ অনেক সেবায় সন্তুষ্টি, আছে অসন্তোষও
  • আদালত প্রাঙ্গণে ইনু বললেন, আমি ঠিক আছি, চিন্তা করবেন না
  • ইনু বললেন, আমি ঠিক আছি, আপনারা চিন্তা করবেন না
  • গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্ররক্ষা নির্দেশিকা বাতিল
  • কুষ্টিয়ার আদালতে হাস্যোজ্জ্বল ইনু, আইনজীবীদের বললেন ‘কোনো চিন্তা কইরেন না’