মাদারীপুরের কুমার নদে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের তরমুগরিয়া হাইক্কারমার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদের বিভিন্ন অংশে অভিযান চালাচ্ছে।

নিখোঁজ দুই শিশুর নাম মিরাজ মাতুব্বর (৭) ও কুলসুম আক্তার (১২)। তারা দুজন বরিশালের গৌরনদী উপজেলার লিটন মাতুব্বর ও মিনোয়ারা বেগমের সন্তান। দুজনই মাদারীপুর শহরের একটি নুরানি ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের তরমুগরিয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মিনোয়ারা বেগম দম্পতি। তিন মেয়ে ও এক ছেলে নিয়ে তাঁদের সংসার। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙারি কেনাবেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগ মাদ্রাসা থেকে এসে পাশের কুমার নদে গোসল করতে যায় ভাই-বোন। বেলা একটার দিকে গোসল করতে নেমে দুজন নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দুই শিশুর সন্ধানে নদের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। বিকেল পাঁচটা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শিশুদের মা মিনোয়ারা বেগম বলেন, ‘আমাকে না বলেই ওরা গোসলে গেছিল। আশপাশের লোকজন ওদের ডুবে যেতে দেখেছে। হায় আল্লাহ এ আমার কী হয়ে গেল।’

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিয়াকত হোসেন বলেন, ভাই-বোন নিখোঁজের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছেন। বিকেল পাঁচটা পর্যন্ত নিখোঁজ শিশুদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলছে।

এদিকে দুই শিশুর নিখোঁজের খবরে নদের দুই পাড়ে ভিড় করে উৎসুক জনতা। জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, দুই শিশুর নদে ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বুধবার বিকেলে ভুলতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাছির উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম ইমন, তারাব পৌর বিএনপির সাবেক সদস্য সচিব কাজী আহাদ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আলী আহম্মেদ, জেলা ওলামাদলের আহ্বায়ক জাকারিয়া মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. আজাদ, জিয়া পরিষদের আহ্বায়ক কাজী কামাল, রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু, তারাব পৌর বিএনপির সাবেক নেতা আব্দুল মতিন, মহিলা দল নেত্রী হাওয়া বেগম, বিএনপি নেতা সোহেল মিয়া, মোদাস্সের মোল্লা, সেলিম মোল্লা, শুক্কুর আলী, আব্দুল মান্নান পারভেজ, রমজান আলী, দেলোয়ার, নাঈম সহ আরো অনেকে। 

সভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ উপস্থিত রোজাদার ব্যক্তিদের জন্য দোয়া করা হয়। পরে উপস্থিতিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 
 

সম্পর্কিত নিবন্ধ