রূপগঞ্জে গ্লোবালইডির শিক্ষা ও ক্যারিয়ার মেলা
Published: 5th, February 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্লোবালইডি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টুডেন্ট ভিসায় বিদেশ যাত্রা সহজ করতে শিক্ষক ক্যারিয়ার মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা তারাব পৌরসভার রুপসি হাবিব কনভেনশন সেন্টারে এ শিক্ষা ও ক্যারিযার মেলা অনুষ্ঠিত হয়৷ সোনারগাঁও ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর শামীম আরা হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কলামিস্ট ফোরাম অফ বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম, সোনারগাও ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের সদস্য অ্যাড.
এ সময় শিক্ষার্থীদের বিদেশ যাত্রা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কলাকৌশল শিক্ষার্থীদের কাউন্সিলিং করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
খামারবাড়িতে বদলি ঘিরে উত্তেজনা
রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক (প্রশাসন) ড. মুহাম্মদ মাহবুবুর রশীদের বদলিকে কেন্দ্র উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিক্ষুব্ধ কিছু কর্মকর্তা গেটে তালা ঝুলিয়ে বদলি বাতিলের দাবি জানান।
মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপপরিচালক পদে বদলির প্রজ্ঞাপন বৃহস্পতিবার জারি করে কৃষি মন্ত্রণালয়। তাঁর স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের উপপরিচলক (আমদানি) মো. মুরাদুল হাসানকে। বদলির প্রজ্ঞাপন জারির পরপরই গেটে তালা ঝুলিয়ে দেন কিছু কর্মকর্তা। নতুন দায়িত্বপ্রাপ্ত মো. মুরাদুল হাসানের ২০৭ নম্বর কক্ষে প্রবেশ করে ক্ষোভ প্রকাশ করেন। কয়েকজন উত্তপ্ত বাক্য বিনিময় করেন। বদলি বাতিল না হলে তারা খামারবাড়ি অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে মো. মুরাদুল হাসান বলেন, আমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করে যাব।
প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক মো. হাবিবউল্লাহ্ বলেন, সরকারি চাকরিতে বদলি-পদায়ন স্বাভাবিক নিয়ম। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে আমরা তৎপর থাকব।
এদিকে বিক্ষুব্ধ কর্মকর্তারা বলেন, তারা গেটে তালা দেননি। বদলির প্রজ্ঞাপনের পর ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মাহবুবুর রশীদ বিএনপিপন্থি হওয়ায় আওয়ামী লীগ আমলে বঞ্চিত ছিলেন। ৫ আগস্টের পর তাঁকে প্রশাসন উইংয়ে পদায়ন করা হয়। এখন বদলি করা হয়েছে। এই সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।