ঢাবির অণুজীব বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত
Published: 5th, February 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিভাগের আনোয়ারুল আজিম চৌধুরী লেকচার গ্যালারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড.
বিভাগের শিক্ষার্থী মো. আরাফাত ইসলাম ও ফজিলাতুন্নেছা অনামিকার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক ড. মো. আনিছুর রহমান খান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের অধ্যাপক ড. সানযুক্তা আহসান।
এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, “বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় সবাইকে পারস্পরিক ঐক্য ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। সব ধরনের অস্থিরতা ও আবেগ পরিহার করে নৈতিক ও মানবিক মূল্যবোধে জাগ্রত হতে হবে। পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানে সদ্ভাব ও সম্প্রীতি বজায় রাখতে হবে। জীবনের সব্ক্ষেত্রে সংযত আচরণ করতে হবে।”
শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যকার পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠানে পরীক্ষায় ভালো ফলাফল ও সহশিক্ষামূলক কার্যক্রমে কৃতিত্বের স্বাক্ষর রাখায় অনুষ্ঠানে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জেলা কালচারাল অফিসার শারমীন জাহানের সাথে মহানগর জাসাস নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাৎ
নারায়ণগঞ্জ জেলায় সদ্য যোগদানকৃত জেলা কালচারাল অফিসার শারমীন জাহানের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃবৃন্দ।
গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে মহানগর জাসাস সভাপতি মোঃ স্বপন চৌধুরীর নেতৃত্বে শারমীন জাহানের সাথে স্বাক্ষাৎ করেন জাসাস নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর জাসাসাস এর সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সহ সভাপতি এম এ সাত্তার ভুট্টো, শাহাদাৎ হোসেন সাধু, মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সদস্য জানে আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।