একটা বেঞ্চি। পাশাপাশি বসে আছেন প্রীতম হাসান ও তানজিন তিশা। একটু দূরত্বে বেঞ্চির এক কোণে বসেছেন পারশা মাহজাবীন। ছবির ক্যাপশনে লেখা, ‘কারও মায়া কাটে না! কারও মন মানে না!’ আজ সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে জাহিদ প্রীতমের ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র নতুন পোস্টার। চরকির এ বিশেষ সিনেমাটি মুক্তি পাবে ভালোবাসা দিবসে।

ভালোবাসা আর মমতায় মাখানো রূপকথার ঘুমপরির গল্প। তার যেমন সৌন্দর্য, তেমন সুরেলা কণ্ঠ।

‘ঘুমপরী’র নতুন পোস্টার। চরকির সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জেলা কালচারাল অ‌ফিসার শারমীন জাহানের সা‌থে মহানগর জাসাস নেতৃবৃ‌ন্দের সৌজন‌্য স্বাক্ষাৎ

নারায়ণগঞ্জ জেলায় সদ‌্য যোগদানকৃত জেলা কালচারাল অ‌ফিসার শারমীন জাহানের সা‌থে সৌজন‌্য স্বাক্ষাৎ ক‌রে‌ছে বাংলা‌দেশ জাতীয়তাবাদী সামা‌জিক সাংস্কৃ‌তিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃবৃন্দ।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারী) বি‌কে‌লে জেলা শিল্পকলা একা‌ডেমী‌তে মহানগর জাসাস সভাপ‌তি মোঃ স্বপন চৌধুরীর নেতৃ‌ত্বে শারমীন জাহা‌নের সা‌থে স্বাক্ষাৎ ক‌রেন জাসাস নেতৃবৃন্দ।

এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন মহানগর জাসাসাস এর সাধারন সম্পাদক জাহাঙ্গীর হো‌সেন স্বাধীন, সহ সভাপ‌তি এম এ সাত্তার ভু‌ট্টো, শাহাদাৎ হো‌সেন সাধু, মিজানুর রহমান, সহ সাংগঠ‌নিক সম্পাদক ইকবাল হো‌সেন, সদস‌্য জা‌নে আলম সহ অন‌্যান‌্য নেতৃবৃন্দ। 

সম্পর্কিত নিবন্ধ