মাথায় তাঁর ফরচুন বরিশালের হেলমেট, গায়ে আবার জাতীয় দলের অনুশীলন জার্সি। তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন। সব কি একটু গোলেমেলে লাগছে? লাগাটা স্বাভাবিকই।

বিপিএল এখনো শেষ হয়নি। নাজমুলের দল পৌঁছে গেছে ফাইনালে, শুক্রবার শিরোপার লড়াই তাদের। কিন্তু এই টুর্নামেন্ট থেকে নাজমুলের চোখটা যে সরে গেছে, তা অনেকটা স্পষ্ট হয়ে গেছে আজ। দুপুর সাড়ে ১২টায় ছিল ফরচুন বরিশালের ঐচ্ছিক অনুশীলন।

কিন্তু এদিন সকাল সাড়ে ১০টা থেকেই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের মাঠে অনুশীলন শুরু করেন নাজমুল। সেখানে ছিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। দুপুর পর্যন্ত চলেছে ওই অনুশীলন।

১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি, এই টুর্নামেন্টেও বাংলাদেশের অধিনায়ক নাজমুল। তিনি যে সেটারই প্রস্তুতি নিচ্ছিলেন, তা বোঝা কঠিন কিছু নয়।

কিন্তু সেটি বিপিএল শেষ হওয়ার আগেই? নাজমুলের জন্য এবারের বিপিএল অলিখিতভাবে শেষ হয়ে গেছে বেশ আগেই। ফরচুন বরিশালে নাম লেখানো এই ব্যাটসম্যান এবার খেলেছেন মাত্র ৫ ম্যাচ, মোট রান করেছেন ৫৬। ফর্মের এমনই পড়তি ছিল যে তাঁকে উইকেটরক্ষকের ভূমিকাও পালন করতে হয়েছে একাদশে থাকতে।

ফরচুন বরিশালের সর্বশেষ ৭ ম্যাচে একাদশে জায়গা হয়নি নাজমুল হোসেনের.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

ছবি: ফেসবুক থেকে নেওয়া

সম্পর্কিত নিবন্ধ