প্রথমবারের মতো বইমেলার আয়োজন করছে চবি প্রশাসন
Published: 5th, February 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ‘একুশে বইমেলা’র আয়োজন করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিশবিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বইমেলা উপলক্ষে সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, অনুবাদে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হোসেন এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এমএম রিজাউল ইসলাম৷
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “চবি প্রশাসনের উদ্যোগে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত ১৫টি প্রকাশনী অংশগ্রহণের কথা জানিয়েছে। এর সংখ্যা সামনে আরো বাড়বে।”
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব বলেন, “প্রতি বছর চবি শিক্ষক-শিক্ষার্থীদের একাধিক বই প্রকাশিত হয়। একুশে বইমেলাকে কেন্দ্র করেও এবার নতুন বই আসছে অনেকের। কেউ যদি শুধু তাদের বইগুলো নিয়ে আলাদা স্টল রাখতে চায়, আমরা সেই সুযোগও দিব। এতে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবেন।”
ঢাকা/মিজান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপ উপ চ র য বইম ল
এছাড়াও পড়ুন:
জিৎ বনাম প্রসেনজিৎ, প্রথমবার ওয়েব সিরিজে এসে চমকে দিলেন
একসঙ্গে প্রসেনজিত আর জিৎকে ওয়েব সিরিজে দেখা যাবে এমন কথা বছরখানেক আগে কেউ কল্পনাও করেনি হয়তো। সেটাই এখন হচ্ছে। তবে বাংলা নয়, হিন্দি একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাদের। ইতোমধ্যে প্রকাশ হয়েছে তার টিজার। আর তা নিয়েই তোলপাড় সৃষ্টি হয়েছে দর্শকদের মাঝে।
নীরজ পাণ্ডে পরিচালিত এই সিরিজটির নাম ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। যার কাস্টিং নিয়ে প্রথম থেকেই চর্চা ছিল তুঙ্গে। প্রসেনজিৎ-জিৎ ছাড়াও পরমব্রত চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জিদের একসঙ্গে দেখতে পাওয়াটা দর্শকদের জন্য এক বিরাট ‘ট্রিট’ হতে চলেছে। মঙ্গলবার সিরিজের টিজার প্রকাশ পেতেই বোঝা গেল কতটা জমজমাট হতে চলেছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’।
হিন্দি এই ওয়েব সিরিজে পুলিশ অফিসারের ভূমিকায় জিৎ। অন্যদিকে রাজনীতিবিদের চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি। পুলিশের ভূমিকায় আছেন পরমব্রতও। শাশ্বতকে দেখা গেল সাদা পাঞ্জাবিতে। তার ঠোঁটের কোণে চিলতে হাসি। অন্য দৃশ্যে তিনি নিজেই কপালে ঠেকাচ্ছেন পিস্তল।
টিজার জুড়ে একটা উত্তেজনার আবহ দেখা গেছে। শুরুতেই বন্দুক, কার্তুজের ঝলক। পুলিশ, রাজনীতি ও খুনের কোলাজে জমজমাট দৃশ্যগুলি নিঃসন্দেহে কৌতূহলোদ্দীপক।
২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’। করণ ট্যাকার, অবিনাশ তিওয়ারি, অভিমন্যু সিংয়ের মতো অভিনেতারা ছিলেন সেখানে। এরপর থেকেই নাকি ‘খাকি: বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রস্তুতি শুরু করে দেন নীরজ। অবশেষে মুক্তি পেল টিজার।