বাংলাদেশ আজ রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’

জানা গেছে, আজ রাতে ছাত্রসমাজের উদ্দেশে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেবেন বলে ঘোষণা দিয়েছেন। তার বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে, অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্টরা ঘোষণা দিয়েছেন, ঠিক যে সময়ে শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবেন, তখনই ধানমন্ডি ৩২ নম্বরে ভবনে ভাঙচুর চালানো হবে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। তার মধ্যেই হাসনাত আব্দুল্লাহ এ ঘোষণা দিলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ধ নমন ড আজ র ত

এছাড়াও পড়ুন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে সিদ্ধিরগঞ্জের ৩৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৯২ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সিদ্ধিরগঞ্জের ৩৩ জন স্থান পেয়েছে।

তারা হলেন, যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত, সদস্য সচিব জাবেদ আলম,  যুগ্ম সদস্য সচিব ইমন আহমেদ ও আব্দুল মমিন সরকার তন্ময়। সংগঠক হিসেবে রয়েছে, মোঃ শহীদুল ইসলাম ইরফান, নাজমুল ইসলাম, সিয়াম রেজা, তানজিম আহম্মেদ সানজান, মোঃ মোজহিদুল ইসলাম, মাসনুন হাসান রিভু, ওমর ফারুখ সানি, শরীফ মাহমুদ, আদনান সামি, গোলাম রাব্বি জোবায়ের, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ তামিম, জুবায়ের সিফাত, তৌফিকুর তুহিন, মাহাদী আল মাহী, কাইয়ুম ইসলাম, সিফাত খান, আব্দুল হামিদ শ্যামল, সারফরাজ মামুন, আবদুল্লাহ আল মাহফুজ, দীন ইসলাম, সিয়াম আহমেদ, আব্দুর রহমান রাতুল, মোহাম্মদ কাইয়ুম, আব্দুল্লাহ, তাসনিম রাতুল, আশরাফুল ইসলাম, ফাতিন ইরফান উৎসব, ফাহিম হাবিব উদয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিরব রায়হানকে আহ্বায়ক এবং মোহাম্মদ জাবেদ আলমকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার ১৯২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল ৬ মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, আমাকে আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেহরাব সিফাত ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার সকল সহযোদ্ধাদের জানাই অভিনন্দন ও শুভ কামনা।

আহবায়ক কমিটির পদগুলোর সাথে জড়িয়ে আছে অনেক দায়িত্ব। এ পদ গুলোর সাথে জড়িয়ে আছে হাজারো ভাই-বোনের রক্ত। জালিমদের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়ানোর দায়িত্ব ।

তিনি আরও বলেন, সংগঠনকে আরো সুসংগঠিত এবং শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
 

সম্পর্কিত নিবন্ধ