ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
Published: 5th, February 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোটি টাকার ভারতীয় বিভন্ন ধরনের পণ্য জব্দ করেছে বিজিবি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বুধন্তী এলাকায় অভিযান চালিয়ে এ পণ্য জব্দ করে তারা।
বিজিবি-২৫ এর লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আরো পড়ুন:
দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
৫০ মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ হাজার ৫৮২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, উন্নতমানের শাড়ি ১৫২ পিস, মেহেদী ১৪৪০ পিসসহ আরো বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের মূল্য ১ কোটি ৪ লাখ ৯৮ হাজার ১৪০ টাকা। পণ্যগুলো কাস্টমসে জমা দেওয়া প্রক্রিয়াধীন।
ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারতের সঙ্গে যুদ্ধের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতের সঙ্গে আমাদের যুদ্ধের কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্রিমিনালদের হ্যান্ডওভারের বিষয়ে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো তাকে আনার চেষ্টা করা হবে। ভারতের সঙ্গে আমাদের যুদ্ধের কোনো শঙ্কা নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা আগের তুলনায় অনেক বেড়েছে, আরও বাড়বে। আগ্নেয়াস্ত্রের ব্যবহার যেন রোধ হয় সে বিষয়ে পুলিশ তৎপর থাকবে। যারা পরিস্থিতির অবনতি করতে চায়, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। পরিস্থিতি আস্তে আস্তে আরও উন্নতি হচ্ছে। সাধারণ মানুষ চাচ্ছেন এই সরকার যেন আরও অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।
কৃষি বিষয়ে তিনি বলেন, আমরা শুনেছি এবার সুনামগঞ্জে ভালো ফসল হয়েছে। তবে বেশ কিছু জমি পতিত রয়েছে। আমরা এই পতিত জমি ব্যবহারে এই অঞ্চলে প্রায় ৫শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি।
থানা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ওসি আকরাম আলী প্রমুখ।