বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে অধিনায়ক মেহেদী মিরাজ সাজঘরে ফিরেছেন। পরেই আউট হয়েছেন অ্যালেক্স রস। ফাইনালে যাওয়ার লড়াইয়ে চট্টগ্রামের বিপক্ষে খুলনা ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২০ রানে ব্যাট করছে। 

আউট হওয়া মিরাজ ৬ বলে ২ রান করেছেন। বিনোরা ফার্নান্দোর বলে বোল্ড হন তিনি। অ্যালেক্স রস ৬ বল খেলে শূন্য করে ফিরে যান। ক্রিজে আছেন নাঈম শেখ ও আফিফ হোসেন। 

খুলনা টাইগার্সের একাদশ: মেহেদী মিরাজ, নাঈম শেখ, অ্যালেক্স রস, আফিফ হোসেন, সিমরন হেটমায়ার, মাহিদুল ইসলাম, জেসন হোল্ডার, মোহাম্মদ নওয়াজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুশফিক হাসান। 

চট্টগ্রাম কিংসের একাদশ: পারভেজ ইমন, খাজা নাফি, মোহাম্মদ মিঠুন, হুসাইন তালাত, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, বিনোরা ফার্নান্দো, আরাফাত সানি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও আলিস ইসলাম। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ইস্যুতে বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি বৈঠক

ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা মঙ্গলবার বাতিল করেছে ভারত। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় আজ বুধবার রাত সাড়ে ৯টায় বৈঠকে বসছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছে। এতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সভাপতিত্ব করছেন।

ঢাকার কারওয়ান বাজারের রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে এ বৈঠক হয়েছে। এতে ব্যবসায়ী প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন। আর অনলাইনে যুক্ত রয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার।

ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার জন্য ২০২০ সালের ২৯ জুন একটি আদেশ জারি করেছিল ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) গতকাল মঙ্গলবার সেই আদেশ বাতিল করেছে।

২০২০ সালের ২৯ জুনের পর থেকে বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য কোনো বন্দর বা বিমানবন্দর ব্যবহার করার সুযোগ ছিল। গতকাল ভারত বলেছে, যেসব পণ্যবোঝাই যানবাহন ইতিমধ্যে ভারতের ভূখণ্ডে আছে, সেগুলোকে দ্রুত ভারতের ভূখণ্ড ত্যাগ করতে হবে।

সম্পর্কিত নিবন্ধ