ফাইনালে যাওয়ার লড়াইয়ে ব্যাটিংয়ে খুলনা, একাদশে কারা
Published: 5th, February 2025 GMT
শেষের দোরগোড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফাইনালে যাওয়ার মহারণে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি খুলনা টাইগার্স-চিটাগং কিংস।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টস জিতে বোলিং নিয়েছে চিটাগং। খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। যে দল জিতবে সঙ্গী হবে ফরচুন বরিশালের। ৭ ফেব্রুয়ারি ট্রফির লড়াইয়ে বরিশালের মুখোমুখি হবে আজকের ম্যাচের জয়ী দল।
রাউন্ড রবিন লিগে দু’বার মুখোমুখি হয়েছিল চিটাগং-খুলনা। প্রথম দেখায় খুলনা ৩৭ রানে এবং দ্বিতীয়বার চিটাগং ৪৫ রানে ম্যাচ জিতেছিল। ১-১ এ সমতা দুই দলের লড়াই। তৃতীয়বার কার মুখে হাসি ফোটে সেটাই দেখার।
আরো পড়ুন:
চিটাগং ফাইনালে উঠলে বোলিং করতে পারবেন সানি?
বিপিএলে ফিক্সিং: বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের স্বাধীন কমিশন গঠন
২০১৩ সালের পর কখনোই ফাইনালে উঠতে পারেনি চিটাগং কিংস। সেবার রানার্সআপ হয়েছে। এছাড়া আরও পাঁচবার প্লে’অফ খেলে বিদায় নিয়েছে চট্টগ্রামের দল। শিরোপা তাদের জন্য কতটা আরাধ্য বলে বোঝানো সম্ভব নয়।
খুলনার কোনো ফ্র্যাঞ্চাইজি এ নিয়ে দশমবার বিপিএল আসরে খেলছে। এর আগে চারবার খুলনা প্লে’অফ খেলে একবার মাত্র ফাইনালে উঠতে পেরেছে। ২০২০ সালের বিপিএল ফাইনালে রাজশাহীর কাছে হেরে রানার্সআপ হয়েছে। এবার খুলনার জন্য সুযোগ আরেকবার ফাইনালে ওঠার।
খুলনার হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন জেসন হোল্ডার ও শিমরন হেটমায়ার। চিটাগং কিংস বড় কোনো তারকাকে দলে ভেড়ায়নি।
খুলনা টাইগার্স:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম শেখ, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসুম আহমেদ, অ্যালেক্স রস, মোহাম্মদ নাওয়াজ, মুশফিক হাসান, জেসন হোল্ডার ও শিমরন হেটমায়ার।
চিটাগং কিংস:
পারভেজ হোসেন ইমন, খাজা নাফে, মোহাম্মদ মিথুন, হোসেইন তালাত, শামীম হোসেন, গ্রহাম ক্লার্ক, বিনুরা ফার্নান্দো, আরাফাত সানি ও শরিফুল ইসলাম।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ব প এল
এছাড়াও পড়ুন:
ফেব্রুয়ারিতেই রাকসু নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ও তফসিল চলতি ফেব্রুয়ারি মাসের ঘোষণা করা হবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন।
রাকসু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, “এ পদে আসার পরই একটি ঘোষণা দিয়েছিলাম যে, আমরা রাকসু নির্বাচন আয়োজন করতে চাই। সে লক্ষ্যেই বেশ কিছু প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। আমরা আশা রাখছি, এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাকসু নির্বাচনের রোডম্যাপ, তফসিলসহ একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা উপস্থাপন করতে পারব।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছর সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পরপরই উপাচার্য ৬ মাসের মধ্যে রাকসু নির্বাচনের ঘোষণা দেন। সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং সামাজিক সংগঠনগুলোর সঙ্গে রাকসু নির্বাচন প্রসঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এরপর আর তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি।
গত সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে এক সংবাদ সম্মেলন করে রাকসু আন্দোলন মঞ্চ।
সেখানে লিখিত বক্তব্যে সংগঠনটির সদস্য সচিব আমানুল্লাহ খান আমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গত ৫ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন সময়ে ৫-৬ মাসের মধ্যে রাকসু নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন। তার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে রাকসুর তফসিল ঘোষণার জন্য আমরা রাকসু আন্দোলন মঞ্চ থেকে জোর দাবি জানাচ্ছি।”
ঢাকা/ফাহিম/মেহেদী