‘শেখ হাসিনার কোনো বক্তব্য যদি মিডিয়াতে প্রচার করা হয়, সেটার পরিণতি সেই মিডিয়াকেই নিতে হবে।’ বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলা হয়েছে। এতে লেখা হয়েছে, ‘খুনি, গণহত্যাকারী, ফ্যাসিস্ট হাসিনার কোনো বক্তব্য যদি মিডিয়াতে প্রচার করা হয়, সেটার পরিণতি সেই মিডিয়াকেই নিতে হবে।’

একই কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও।  ‘৫ আগস্টের পর শেখ হাসিনা ও ছাত্রলীগ চ্যাপ্টার ক্লোজড’ এই মন্তব্য করে তিনি বলেছেন, ‘শেখ হাসিনা ও ছাত্রলীগ প্রসঙ্গ এ দেশে আর নেই। তাঁর কোনো ভাষণ যদি এখন কোনো গণমাধ্যমে প্রচারিত হয়, তাহলে সে গণমাধ্যম শেখ হাসিনাকে সহযোগিতা করছে বলে ধরে নিতে হবে। সুশীলতাকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে বলেই গণঅভ্যুত্থান হয়েছে। হাসিনার প্রশ্নে কোনো সুশীলতা নয়।’

 

বুধবার রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে এক জনমত কর্মসূচি চালু প্রসঙ্গে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

গণমাধ্যমের উদ্দেশে হাসনাত বলেন, ‘মিডিয়ায় এখনও দেখি ভাশুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে। এখনো সাবেক প্রধানমন্ত্রী লেখা হয়। উনি কি সাবেক, নাকি ফ্যাসিবাদের “বুচার অব দিস মাদারল্যান্ড”? তিনি এই বাংলাদেশের বুচার (কসাই)। তিনি চেয়ার টিকিয়ে রাখতে দুই হাজার মানুষকে হত্যা করেছেন। কেন মিডিয়াতে ফ্যাসিবাদী খুনি হাসিনা লেখা হয় না? ফ্যাসিবাদী খুনি হাসিনা যদি না লেখেন বা না বলেন, আপনারা আওয়ামী কাঠামো বা মিডিয়া রয়েছে, সেটির সিলসিলা অব্যাহত রাখছেন।’

তিনি বলেন, ৫ আগস্টের পর ফ্যাসিবাদবিরোধী যে দলগুলো আছে, তাদের সঙ্গে আমাদের মতের পার্থক্য হবে, রাজনৈতিক মতপার্থক্য হবে, বিভাজন থাকবে। কিন্তু এক জায়গায় স্পষ্ট, হাসিনা ও ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবে এ দেশে হতে দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন প্রমুখ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ট র পর

এছাড়াও পড়ুন:

মিরাজ-তাইজুলের ব‌্যাটে তাকিয়ে বাংলাদেশ

:: সংক্ষিপ্ত স্কোর ::
বাংলাদেশ ১ম ইনিংস: ২৯১/৭ (তাইজুল ৫ , মিরাজ ১৬)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২২৭/১০

বাংলাদেশের স্কোরবোর্ডে রান ৭ উইকেটে ২৯১। লিড কেবল ৬৪। স্কোরবোর্ডের এই চিত্রটা আরো সুন্দর হতে পারত। লিডটা আরো বাড়তে পারত। কিন্তু চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলায় হঠাৎ ব‌্যাটিং ধসে সবকিছুই পাল্টে গেল। 

বাংলাদেশের ভরসা এখন মিরাজ, তাইজুল। অপরাজিত এই দুই ব‌্যাটসম্যান বুধবার তৃতীয় দিনের খেলা শুরু করেছেন। তাদের পর আছেন হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। লেজের এই দুই ব‌্যাটসম‌্যানও ব‌্যাটিংয়ে সামর্থ‌্য রাখেন। শেষ দিকের লড়াইয়ে বাংলাদেশ লিড কোথায় নিয়ে যেতে পারে সেটাই দেখার।

আরো পড়ুন:

বেসামাল বিসিবি ডেকেছে জরুরি বোর্ড মিটিং  

৩০ কোটির স্পনসরশিপ, ৫ শতাংশ মুনাফা-আর্থিক অনিয়মের অভিযোগে বিসিবির

গতকাল শেষ বিকেলে মাত্র ৪ ওভার দ্বিতীয় নতুন বলে খেলা হয়েছে। আজকের সকালে  ব‌্যাটসম‌্যানদের নতুন বলে কঠিন পরীক্ষা দিতে হবে। মুজারাবানি, এনগাভারার পেসের সঙ্গে অভিষিক্ত মাসেকেসার ঘূর্ণিতে টিকে থাকতে হবে দলকে। 


 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ