রূপগঞ্জে সরকারী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মানববন্ধন
Published: 5th, February 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার সাবেক কাউন্সিলর হোসেন মিয়াসহ তার লোকজনকে টাকা না দিলেই সরকারী আশ্রয়ণ প্রকল্পের ঘরে তালা দিয়ে বিতাড়িত করার প্রতিবাদে মানববন্ধন ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বাসিন্দারা।
বুধবার (৫ ফেব্রুয়ারী ) সকালে রূপগঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তব্য প্রদান করেন ভুক্তভোগী বিতাড়িত বাসিন্দা আব্দুল বাকি, রিমন মিয়া, শাহেরা, ইয়াছমিন বেগমসহ অর্ধশত নারী পুরুষ। বক্তারা বলেন,সাবেক কাউন্সিলর হোসেন মিয়ার পছন্দের লোক না হলেই মোটা অংকের টাকা দাবী করে। ওই টাকা না দিলেই আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দ পাওয়া ঘরে তালা ঝুলিয়ে দেয়। এ কাজে স্থানীয় কেন্দুয়া ভুমি অফিসের দালাল হাছান মিয়ার মাধ্যমে প্রকৃত হতদরিদ্রদের বঞ্চিত করে হয়রানি করে আসছে। এ ঘটনায় তদন্ত করে বিচারের দাবী করেছেন মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীরা। পরে ইউএনও সাইফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তারা৷ পরে ইউএনওর সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে ভুক্তভোগীরা তাদের কর্মসূচি স্থগিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক কাউন্সিলর হোসেন মিয়া।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
প্রধান আসামির জামিন বাতিল করে শাস্তির দাবিতে বিক্ষোভ
বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর জামিন বাতিল করে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি আয়োজন করা হয়।
দাসেরহাট বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদের সামনের সড়কে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপির বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর জামিন বাতিল করে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। মানববন্ধনে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা বলেন, একাধিক মামলার আসামি বাবু জামিনে এসে আবারও ইউনিয়ন পরিষদের চেয়ার দখলের পাঁয়তারা করছেন। সাধুরপাড়া ইউনিয়নে কোনো খুনি, সন্ত্রাসী থাকবে না। তাঁকে সাধুরপাড়ার জনগণ অবাঞ্ছিত ঘোষণা করেছে। প্রয়োজনে এলাকাবাসী তাঁকে প্রতিহত করবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন রাত ১০টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি এলাকায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে কুপিয়ে জখম করা হয়। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১৭ জুন ২২ জনের নামে থানায় হত্যা মামলা করেন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম। মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপির বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু কয়েক মাস আগে হাইকোর্ট থেকে জামিন পান।
গত বছরের ২৭ আগস্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযুক্তরা হলেন– প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, রাকিবিল্লাহ রাকিব, রেজাউল করিম, শরিফ মিয়া, মনিরুজ্জামান মনির, বাদশা মিয়া, মো. শাহজালাল, শফিকুল ইসলাম ও তোফাজ্জল মিয়া। পুনঃতদন্তের দাবি জানিয়েছেন মামলার বাদী মনিরা বেগম।