নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রিক্সা-মিশুক মালিক সমিতি ঐক্য পরিষদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চাষাড়া শহীদ মিনারে নগরী যানজট মুক্ত করতে লাইসেন্সবিহীন রিক্সা-মিশুক ও অটোরিক্সা চলবেনা, অবিলম্বে বন্ধ করতে হবে এ স্লোগানকে সামনে রেখে সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রিক্সা-মিশুক মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রহমান বিশ্বাস।

সভাপতির বক্তব্যে আবদুর রহমান বিশ্বাস বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শহর। রাজনীতি, ব্যবসা-বানিজ্য সহ সকল ক্ষেত্রে রয়েছে এ জেলার গুরুত্বপূর্ণ অবদান। পৌরসভা পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হওয়ার পরেও আমরা সবসময় সেখান থেকে নাম্বার প্লেট নিয়ে বৈধভাবে আমাদের রিক্সা ও মিশুক গুলো পরিচালনা করে আসছি।

কিন্তু ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে শহরের ভিতরে মাত্রাতিরিক্ত অটো ও মিশুকের সংখ্যা বেড়ে গেছে। যার ফলে নগরীতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে চরম যানজট। সে কারনে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ সমস্যা থেকে পরিত্রান পেতে জেলা প্রশাসক, পুলিশ সুপার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা একমত। যদি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান চক্রান্ত করে তাহলে তাকে আমরা প্রতিহত করবো। প্রয়োজনে শ্রমিকদের সাথে নিয়ে আমরা মাঠে নামবো। প্রয়োজন হলে আমরা পূণরায় আগামীকালও আমাদের কর্মসূচী চলমান রাখবো।

এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রিক্সা-মিশুক মালিক সমিতি ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সানু, যুগ্ম সম্পাদক ইউসুফ খান, নাসির হোসেন, সোহাগ আহমেদ, সোহেল, মঞ্জু ভান্ডারী, রাজু আহমেদ, মোক্তার হোসেন, আফজাল হোসেন, কামরুল ইসলাম, জসিম, সেলিম, নুর ইসলাম, বাবু সহ প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ স ট

এছাড়াও পড়ুন:

বসুন্ধরা শুভসংঘ’র নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন 

অ্যাডভোকেট এমএসএ মনিরকে সভাপতি এবং অ্যাডভোকেট কাজী মামুনকে সাধারণ সম্পাদক করে বসুন্ধরা শুভসংঘ’র নারায়ণগঞ্জ জেলার ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বসুন্ধরা শুভসংঘ’র পরিচালক জাকারিয়া জামান এর সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন রাশেদুল ইসলাম রাজু, শরীফ সুমন, মোবাশ্বির শ্রাবণ, মাহফুজুর রহমান পারভেজ, অ্যাডভোকেট আব্দুল মান্নান ও ডা. ফারুক হোসেন। সিনিয়র সহ-সভাপতি পদে শ্রী রঞ্জিত কুমার মন্ডল, সহ-সভাপতি পদে প্রদীপ কুমার দাস, কামরুল হোসেন, আশরাফুল ইসলাম, আকরামুজ্জামান, কামাল হোসেন কালিম, ইঞ্জিনিয়ার মাহবুবুল ইসলাম জুয়েল রয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দ্বীপ বাপ্পী, জাবেদ কায়সার মিশু, এরশাদুজ্জামান ইমন, সাংগঠনিক সম্পাদক পদে মো: মেহেদী মনজুর বকুল, প্রচার সম্পাদক পদে রাসেল চৌধুরী, সমাজসেবা সম্পাদক পদে রাজু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক এসএম রাসেল, তথ্য বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন, প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আকাশ ডোনার, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কবি আল মনির, ক্রীড়া সম্পাদক পদে আরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনজুর আহমেদ আকাশ, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আলীনুর শরিফ শামিম, দপ্তর সম্পাদক পদে সৌয়াবুল ইসলাম নয়ন, শিশু বিষয়ক সম্পাদক পদে সেনাদ্দুজামান রাব্বি, আপ্যায়ন সম্পাদক পদে মো. শাহজাহান, সহ-আপ্যায়ন সম্পাদক পদে মো. রাকিব রয়েছেন। 

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন লিটন চন্দ্র পাল, ইঞ্জিনিয়ার আমির হোসেন, ইরান আহম্মেদ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আবুল বাশার রাসেল, উচ্ছ্বাস রায়, হাবিবুর রহমান মুন্না, মো.আব্দুল্লাহ (অপু) এবং আমিনুল ইসলাম জাবেদ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সেলিম ওসমান ও আইভীকে গ্রেপ্তারে আল্টিমেটাম দিল টিপু
  • বঙ্গবন্ধু সড়কের নাম পরিবর্তনের দাবি না.গঞ্জ প্রজন্মদলের
  • আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির মিছিল 
  • জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হওয়ায় রূপগঞ্জে দিপু ভুঁইয়াকে সংবর্ধণা
  • আওয়ামী লীগ সম্পর্কিতরা বিএনপিতে থাকার সুযোগ পাবে না: মামুন মাহমুদ
  • রূপগঞ্জে ধাওয়া খেয়ে ৫টি মোটরসাইকেল ও অস্ত্র ফেলে পালালো ডাকাতদল
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা (তালিকা)
  • সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কর্তন করল স্ত্রী
  • বসুন্ধরা শুভসংঘ’র নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন