ইউএস-বাংলার বিজনেস-টু-কনজিউমার পরিষেবা চালু
Published: 5th, February 2025 GMT
একটি প্রিমিয়ার ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ, ইউএস-বাংলা ঢাকা ট্র্যাভেল মার্ট ২০২৫-এ তার বিজনেস-টু-কনজিউমার পরিষেবা চালু করার মাধ্যমে ভ্রমণ বুকিংয়ের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনতে প্রস্তুত। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেলা চলবে। বাংলাদেশের ভ্রমণকারীদের আকর্ষণীয় সেবার নতুনত্ব, নির্বিঘ্ন, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত ভ্রমণ পরিকল্পনা প্রদান করবে ফার্স্টট্রিপ।
বিজনেস-টু-কনজিউমার প্ল্যাটফর্মের প্রবর্তনের মাধ্যমে ফার্স্টট্রিপ ব্যবহারকারীদের তাৎক্ষণিক ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন, ভিসা প্রসেসিং, হলিডে প্যাকেজ এবং আকর্ষণীয় ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করাসহ সবকিছুই একটি সহজ ও সময়োপযোগী ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। ঢাকা ট্র্যাভেল মার্ট ২০২৫-এ ফার্স্টট্রিপ ট্রাভেল পোর্টালটি বিজনেস-টু-কনজিউমার এর সফলতার পর বিজনেস-টু-কনজিউমার উদ্বোধনের মাধ্যমে সব শ্রেণির গ্রাহকদের কাছে পৌঁছাতে সক্ষম হবে।
ফার্স্টট্রিপের চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় ইভেন্ট ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫-এ আমাদের বিজনেস-টু-কনজিউমার পরিষেবা চালু করতে পেরে আমরা আনন্দিত। এছাড়া আমাদের প্ল্যাটফর্মটি ভ্রমণ পরিকল্পনাকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে, এটি প্রত্যেকের জন্য আরো ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক করে তুলবে।”
“ফার্স্টট্রিপের বিজনেস-টু-কনজিউমার পরিষেবা উদ্বোধন উপলক্ষে একটি অভ্যন্তরীণ টিকিট কিনলে বিনামূল্যে আরেকটি ফ্রি টিকেট উপভোগ করতে পারবেন। টিকিট অফারটি আপনাদের পছন্দের এয়ারলাইন্স ইউএস-বাংলা এবং এয়ার অ্যাস্ট্রার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। মেলা চলাকালীন ৬-৮ ফেব্রুয়ারি বুকিং করে ভ্রমণ করতে পারবেন ফেব্রুয়ারি ৬ থেকে জুন ৩০, ২০২৫ এর মধ্যে। মূল্য ছাড়ের অফারটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য। মেলায় ফ্লাইট ও হোটেল বুকিংএর ওপর আকর্ষণীয় মূল্য ছাড়ের অফারও থাকছে। এছাড়া ফার্স্টট্রিপের প্যাভেলিয়নে প্ল্যাটফর্মের একটি লাইভ ডেমো উপভোগ করতে পারবেন।”
ফার্স্টট্রিপ সম্পর্কে তথ্য: ফার্স্টট্রিপ হল একটি প্রিমিয়ার ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম যা নির্বিঘ্ন এবং সাশ্রয়ী মূল্যের ভ্রমণ সমাধান প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ফ্লাইট, হোটেল, ভিসা সহায়তা এবং অবকাশকালীন প্যাকেজসহ বিভিন্ন পরিষেবাসহ, ফার্স্টট্রিপ ভ্রমণকারীদের তাদের স্বপ্নের গন্তব্যে অনায়াসে সংযুক্ত করেছে। বিস্তারিত তথ্য জানা যাবে www.
ঢাকা/সাজ্জাদ/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ল য টফর ম র ব জন স ট ইউএস ব র জন য ভ রমণ
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জ নীট কনসার্ন অনুর্ধ্ব-১৭ ফুটবল কাপ টুর্নামেন্টের উদ্বোধন
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো সিদ্ধিরগঞ্জ নীট কনসার্ন অনুর্ধ্ব-১৭ ফুটবল কাপ-২০২৫ টুর্নামেন্টের। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ জয়নাল আবেদীন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীট কনসার্ন গ্রুপের পরিচালক আলহাজ¦ মনির হোসেন মোল্লা, আলহাজ¦ জাহাঙ্গীর হোসেন মোল্লা।
সিদ্ধিরগঞ্জ নীট কনসার্ন অনুর্ধ্ব-১৭ ফুটবল কাপ-২০২৫ টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মোট ১৭ টি দল অংশ গ্রহণ করেন। এর মধ্যে নীট কনসার্ন ফুটবল একাডেমি বনাম চান্দু স্পোটিং ক্লাব উদ্বোধনী খেলায় অংশ নেন। খেলায় নীট কনসার্ন ফুটবল একাডেমি ২-০ গোলে চান্দু স্পোটিং ক্লাবকে পরাজিত করে।
এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সোহেল রানা, সুজন ভূইঁয়া, জাকির হোসেন, স্বপন, হাকিম প্রধান প্রমুখ।