বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ““কিছু কিছু উপদেষ্টা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন। তারা একাধিক গাড়ি ব্যবহার করছেন, এটা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত না। এই সরকারের উপদেষ্টারা যদি এভাবে ভোগ-বিলাসে লিপ্ত হয়ে পড়েন সংস্কারের যে এজেন্ডা, সংস্কারের যে লক্ষ্য সেখান হতে আমরা পিছিয়ে পড়ব।”

তিনি বলেন, “যে সব উপদেষ্টা এভাবে ভোগ-বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন, তাদের অন্তর্বর্তীকালীন সরকার হতে বাদ দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাব। তা না হলে দেশ গভীর সংকটের মধ্যে পড়ে যাবে।” 

বুধবার (৫ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাচগাঁও বাজার সংলগ্ন বালুর মাঠে শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

কারাগারে পিন্টুর মৃত্যু
রাজশাহীতে শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

কোটালীপাড়ায় বিএনপির এক পক্ষের সভা পণ্ড করল অপর পক্ষ

আসাদুজ্জামান রিপন বলেন, “যে অন্তর্বর্তী সরকার বর্তমানে ক্ষমতায় আছে, আমরা সবাই তাদের সমর্থন করেছিলাম। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দেখতে পারছি, স্বৈরশাসকরা যেভাবে ভোগ-বিলাসে ব্যস্ত ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা একইভাবে ভোগ-বিলাসে লিপ্ত হয়েছেন।” 

 

টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির বেপারীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সহ-সভাপতি আক্তার হোসেন লাকুরিয়া, আলী আহমদ শেখ, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা, যুবদলের সদস্য সচিব মহাসিন খান বাবু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু।

ঢাকা/রিটন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ উপদ ষ ট ব এনপ র সরক র উপজ ল

এছাড়াও পড়ুন:

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনে জামায়াতে নেতৃবৃন্দের মাঠ পরিদর্শন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ৭ ফেব্রয়ারি নারায়ণগঞ্জ শহরের ইসদাইর ওসমানী পৌর স্টোডিয়ামে আগমনে ৫ ফেব্রুয়ারি বুধবার বিকালে নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা জামায়াতের মাঠ পরিদর্শন। 

এসময় নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও জনসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক  মাওলানা আবদুুল জাব্বার এর নেতৃত্বে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রেীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিন অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন।

 

জনসভা সফল করার লক্ষ্যে মাঠ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, মহানগরী নায়েবে আমীর মাওলানা  আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না প্রমূখ।

সম্পর্কিত নিবন্ধ