রাবিতে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় সমন্বয়ক-শিবির নেতা আটক শিরোনামে প্রথম আলোর নামে ভুয়া ফটোকার্ড
Published: 5th, February 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাতটি আবাসিক হল ও কেন্দ্রীয় মসজিদ থেকে গত ১২ জানুয়ারি পোড়া কোরআন শরিফ উদ্ধার করা হয়। এই ঘটনায় এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি নিয়ে প্রথম আলোর নামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ভুয়া ফটোকার্ডে দাবি করা হয়, এ ঘটনায় ফরিদ নামের এক সমন্বয়ক ও ছাত্রশিবির নেতাকে আটক করা হয়েছে। তিনি হিন্দু-মুসলিম দাঙ্গা সৃষ্টির জন্য এই কাজ করেছেন।
বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। এ-সংক্রান্ত প্রতিবেদন আজ বুধবার রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় এক শিক্ষার্থী গ্রেপ্তার’ শীর্ষক প্রথম আলোর প্রতিবেদন স্ক্রিনশট.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ঘটন য়
এছাড়াও পড়ুন:
আকাশসীমায় নজরদারি বাড়িয়েছে পাকিস্তান
ভারতের সম্ভাব্য হামলা নিয়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে নিজেদের আকাশসীমায় নজরদারি জোরদার করেছে পাকিস্তান। পাকিস্তানের বিমানপরিবহন–সংশ্লিষ্ট সূত্রগুলো বুধবার এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) দেশটির আকাশসীমা দিয়ে চলাচলকারী দেশি-বিদেশি সব ফ্লাইট চলাচলের ওপর নজরদারি চালানোর নির্দেশনা দিয়েছে। বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইটগুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিমানবন্দরগুলোতেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, সন্দেহজনক যেকোনো উড়োজাহাজের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ফ্লাইট নিয়ে সন্দেহ হলে উচ্চপর্যায়ের অনুমোদন ছাড়া ক্লিয়ারেন্স দেওয়া হবে না।
গাড়ি তল্লাশি করছেন ভারতের এক পুলিশ। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে, ৩০ এপ্রিল ২০২৫