রাবিতে ফ্যাসিস্টদের বিচারসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ
Published: 5th, February 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফ্যাসিবাদীদের বিচারসহ তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাবি গণঅভ্যুত্থান মঞ্চ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় আরবি বিভাগের শিক্ষার্থী তামিম বলেন, “অতীতে শিক্ষার্থীদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিস্টদের কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না। ছাত্র-সমাজ দমে যায়নি, তারা ফ্যাসিবাদ প্রতিহত করবে।”
শিক্ষার্থী জাহিদ হাসান জিয়া বলেন, “সরকার ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করেছে, দোসরদের প্রমোশন দিচ্ছে, কিন্তু ন্যায়বিচার নেই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্টদের নামে ভবন-হল পরিবর্তনের উদ্যোগ হলেও রাবিতে তা বাস্তবায়িত হয়নি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট ও তাদের দোসর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিচার নিশ্চিত করা; ফ্যাসিস্টদের প্রমোশন অনতিবিলম্বে স্থগিত করা; ফ্যাসিস্ট ও তাদের পরিবারের সদস্যদের নামে থাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও আবাসিক হলের নাম পরিবর্তন করে সেবার মান বৃদ্ধি করা।
ঢাকা/ফাহিম/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে জাইমা রহমান
যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছান।
জাইমা রহমান ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করছেন।
স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এই প্রথম আন্তর্জাতিক কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
আরো পড়ুন:
ফের ইরানের ওপর সর্বোচ্চ চাপের নীতিতে ট্রাম্প
গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের সামিল: জাতিসংঘ
যুক্তরাজ্যের ‘ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াশিংটন ডিসিতে ৫ ও ৬ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কংগ্রেস ও সিনেটের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছরই প্রেয়ার ব্রেকফাস্ট’র আয়োজন করা হয়। আর এটি এমন একটি আয়োজন, যেখানে বিশ্বের বহু দেশ থেকে বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রণ পেয়ে থাকেন। এই অনুষ্ঠানে ভিন্নমতের রাজনীতিকরা, ধর্মীয় ব্যাক্তিবর্গ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে বিশ্ব শান্তি ও মানবতার জন্য প্রার্থনা করেন।
এ বছরের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ১০ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির ৩ সদস্যেরে একটি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়।
আমন্ত্রিত অন্য দুজন হলেন-দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তারেক রহমানের মা বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে বেগম খালেদা জিয়া হাসপাতাল ছেড়ে বড় ছেলে তারেক রহমানের বাসায় পরিবারের সদস্যদের সান্নিধ্যে আছেন। তাই এই মূহূর্তে তারেক রহমান মায়ের সঙ্গে সময় কাটানোর জন্যই লন্ডন ছেড়ে যুক্তরাষ্ট্রে যেতে চাননি বলেই তার প্রতিনিধি হিসেবে মেয়ে জাইমা রহমানকে পাঠিয়েছেন।
সূত্র: বাসস
ঢাকা/এসবি