সুন্দরবনের নতুন হুমকি বনদস্যু নাকি মহাজন
Published: 5th, February 2025 GMT
সুন্দরবনে অল্প কিছু মানুষের লোভ-লালসা আর অপকর্মের শিকার হচ্ছে বননির্ভরশীল মানুষ ও গোটা বনের জীববৈচিত্র্য। সুন্দরবনের ওপর অত্যাচারের নতুন মাত্রা হিসেবে যোগ হয়েছে বিষ ছিটিয়ে মাছ ধরা।
গত বছরের জুলাই মাসের এক সন্ধ্যায় খুলনার কয়রা উপজেলায় পৌঁছে অটোরিকশায় চড়ে ফিরছিলাম ডাকবাংলোয়। সুন্দরবনে বিষ ছিটিয়ে মাছ ধরার আলাপ উঠতেই অটোরিকশাচালক বললেন, ‘পীর সাহেবদের অনুমতি নিয়ে মুফতি-আউলিয়ারা পানি পড়া দিয়ে মুরিদদের স্বর্গে পাঠায়।’ কৌতূহলী হয়ে জানতে পারলাম, পীর সাহেব মানে বন বিভাগ, মুফতি-আউলিয়া মানে স্থানীয় প্রভাবশালীরা, মুরিদ মানে সাধারণ জেলে, আর পানি পড়া মানে বিষ, যা দিয়ে স্বর্গ, অর্থাৎ সুন্দরবনে মাছ ধরতে যান এই জেলেরা।
খোঁজ নিয়ে জানা গেল, প্রভাবশালীদের মধ্যে বড় মাছ ব্যবসায়ী ও স্থানীয় রাজনীতিবিদ যেমন রয়েছেন, তেমনি আছে প্রশাসন ও সংবাদকর্মীদের মতো নানা চক্র। কিন্তু সাধারণ জেলেরা প্রায়ই বিষ দিতে গিয়ে ধরা পড়লেও মদদদাতা চক্রের নাম প্রকাশ করতে চায় না। কারণ, সে চক্রই তাদের আবারও মুক্ত করে নিয়ে আসে।
কয়রায় বন বিভাগের কাশিয়াবাদ স্টেশনে পৌঁছাতে রাত প্রায় সাড়ে ১২টা বেজে যায়। বিষ দেওয়ার ঘটনা স্বচক্ষে দেখতে ঘুটঘুটে অন্ধকারে সেখানকার স্টেশনমাস্টারের সঙ্গে একটা নৌকায় চড়ে সুন্দরবনের শাকবাড়িয়া নদীতে চুপিসারে আমরা এগোতে থাকলাম। তখন বনে নিষেধাজ্ঞার সময়। নদীর তীরে কিছু লোককে জাল ফেলতে দেখলাম।
জানলাম, বনের সেই স্থানে নিষেধাজ্ঞা নেই। এর বাইরে আর কিছু দেখলাম না। বুঝলাম, টহল দেওয়ার খবর পেলে বিষ দেওয়া চক্র আগেই পালিয়ে যায়। তাই টহল দেওয়া এলাকায় বিষের উৎপাত কম।
পরদিন কয়রার কাটকাটা থেকে নৌকায় সাতক্ষীরার গাবুরার দিকে রওনা হলাম। মাঝে বন বিভাগের বজবজা ফাঁড়িতে যাত্রাবিরতি দিয়ে এরপর কবোদাক স্টেশন। এই দুই স্থান ও গাবুরায় পৌঁছে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেল, আগে তাঁরা নিষেধাজ্ঞার সময় বনে না গিয়েও আশপাশের নদী থেকে মাছ ধরতে পারতেন। কিন্তু বিষ ছিটিয়ে মাছ ধরা শুরু হওয়ার কারণে খালের ছোট-বড় মাছ ও রেণু-পোনাই শুধু নয়, সাপ-ব্যাঙ, পোকামাকড়—সবই মারা যায়। ফলে নদীতে আর মাছ আসে না। তাই নিষেধাজ্ঞার সময় তাঁদের কোনো আয়রোজগার থাকে না।
এ ছাড়া অবৈধ ঘন জাল দিয়ে মাছ ধরার কারণে পোনা বড় হওয়ার সময় পায় না। বন বিভাগের কর্মীদের চার-পাঁচ হাজার টাকা ঘুষ দিলেই এসব অবৈধ ঘন জাল নিয়ে সুন্দরবনে ঢোকার অনুমতি মেলে।
মাছ ধরা নিয়ে অনিশ্চয়তা থেকেই মহাজনেরা জেলেদের হাতে বিষ তুলে দেন বলে জানান। একজন মহাজন তো প্রস্তাব দিয়েই বসেছেন বনের এলাকা মহাজনদের মধ্যে ভাগ করে দেওয়ার। তাহলে অনিশ্চয়তা থাকবে না, বিষ ছিটিয়ে মাছও ধরতে হবে না। অর্থাৎ সাধারণ মানুষের জীবিকা নষ্ট হোক, বিষে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ধ্বংস হোক, বিষযুক্ত মাছ খেয়ে মানুষের প্রাণ যাক, কিন্তু মহাজনদের মুনাফা ঠিক থাকা চাই!কয়েকটা ফাঁড়িতে বন বিভাগের কর্মীদের সঙ্গে আলাপে জানা গেল, তাঁদের অবস্থাও ভালো নয়। রেশন নেই, বেতনের পরিমাণও কম। আবার অপরাধীকে ধরলেও জামিন পেয়ে যান সহজেই। বনের মধ্যে একটা ফাঁড়িতে তাঁরা তিন-চারজন কর্মী। নেই ভালো প্রতিরক্ষাব্যবস্থাও। এমন অবস্থায় স্থানীয় অপরাধীরা অতর্কিত হামলা করে কি না, এ নিয়ে তাঁরা শঙ্কায় থাকেন। তাই অপরাধী ধরতে তাঁদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে।
এ ছাড়া বিষ দিয়ে একবার মাছ ধরেই যাঁরা ৩০–৫০ হাজার টাকা রোজগার করেন, তাঁদের রাজনৈতিক সুবিধা পেতেও সমস্যা হয় না। বন বিভাগের কর্মীরা গত্যন্তর না পেয়ে কম টাকা ঘুষ পেলেই অনুমতি দিয়ে দেন বলে জানান।
তবে এর ফলে সাধারণ মানুষের মনে ধারণা জন্মায় যে বন বিভাগের কর্মীরাই অপরাধীদের ছেড়ে দেন। তাই তাঁরা আর অপরাধীদের ধরিয়ে দেওয়ার ঝুঁকি নিতে চান না; বরং একজন ঘুষের বিনিময়ে ঘন জালে মাছ শিকার করলে অন্যরাও নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে একই কাজ করেন।
বন বিভাগের সঙ্গে স্থানীয় মানুষের আস্থার সম্পর্ক না থাকলে বন রক্ষা করা কঠিন। স্থানীয় মানুষ যেহেতু সরকার বা রাষ্ট্র বলতে বন বিভাগকেই বোঝে, তাই রাষ্ট্র-নাগরিক সম্পর্কে একটা অনাস্থার দুষ্টচক্র তৈরি হয়।
স্থানীয় লোকজন জানান, আগে শুধু বনদস্যুদের টাকা দিলেই হতো। নির্দিষ্ট খাতায় নাম লিখিয়ে তারা দু-তিন মাসের জন্য বনে যাওয়ার অনুমতি দিয়ে দিত। কিন্তু এখন অনেক ‘দস্যু’ (বন বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড)। আবার ডাঙায় গেলে থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশকেও ঘুষ দিতে হয়। যেহেতু রেণুপোনা পরিবহন নিষিদ্ধ, তাই এই ঘুষ। এটা একটা ভয়ানক পরিস্থিতি, যেখানে নাগরিকেরা রাষ্ট্রের চেয়ে বনদস্যুদের ওপর বেশি আস্থা রাখছেন। রাষ্ট্রব্যবস্থার গলদের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।
আগে বনদস্যুরাই মহাজনদের নিয়ন্ত্রণ করত। ২০১৮ সালে সুন্দরবন বনদস্যুমুক্ত হয়। আর ৫ আগস্টের পর এখন মহাজনেরাই বনদস্যুদের নিয়ন্ত্রণ করেন। মহাজনেরা দ্রুত মুনাফার জন্য বিষ ছিটিয়ে মাছ ধরতে জেলেদের প্ররোচিত করেন।
প্রথম আলোর ২৩ জানুয়ারি প্রকাশিত অনুসন্ধান থেকে জানা যায়, বনরক্ষীদের সঙ্গে যোগসাজশে বনের অভয়ারণ্যের নিয়ন্ত্রণ নেন মহাজনেরা। তাঁদের দেওয়া টিকিট ছাড়া কোনো জেলে সেখানে যেতে পারেন না। গেলে বনরক্ষী ও বনদস্যু উভয়ই সাধারণ জেলেদের আটক করে। অর্থাৎ মানুষের অধিকার হরণে রাষ্ট্র ও বনদস্যু এককাট্টা হয়েছে।
বিষ দিয়ে ধরা মাছ স্থানীয় মানুষেরা খায় না। আড়ত থেকে এগুলো চলে আসে রাজধানী ঢাকাসহ অন্য বড় শহরে। ঢাকায় দেখা যায় বড় বড় রেস্তোরাঁ, নামীদামি সুপারশপের পাশাপাশি অনলাইনে সুন্দরবনের মাছ বলে ব্র্যান্ডিং ও বিক্রি হয়।
মাছ ধরা নিয়ে অনিশ্চয়তা থেকেই মহাজনেরা জেলেদের হাতে বিষ তুলে দেন বলে জানান। একজন মহাজন তো প্রস্তাব দিয়েই বসেছেন বনের এলাকা মহাজনদের মধ্যে ভাগ করে দেওয়ার। তাহলে অনিশ্চয়তা থাকবে না, বিষ ছিটিয়ে মাছও ধরতে হবে না। অর্থাৎ সাধারণ মানুষের জীবিকা নষ্ট হোক, বিষে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ধ্বংস হোক, বিষযুক্ত মাছ খেয়ে মানুষের প্রাণ যাক, কিন্তু মহাজনদের মুনাফা ঠিক থাকা চাই!
সুন্দরবনের অসীম প্রাণশক্তি সম্পর্কে অমিতাভ ঘোষ ‘হাংরি টাইড’ উপন্যাসে যা লিখেছেন, তা বাংলা করলে দাঁড়ায় এমন, ‘কিন্তু এখানে, এই ভাটির দেশে রূপান্তরই জীবনের নিয়ম: নদীরা অবিরাম ছুটে চলছে, দ্বীপ জেগে উঠছে, আবার কদিনেই ডুবে যাচ্ছে। অন্যখানে বন পুনরুজ্জীবিত হতে শত শত বছর লাগে, এমনকি লাখ বছরও; কিন্তু বাদাবন ১০-১৫ বছরেই হারিয়ে যাওয়া দ্বীপ পুনরায় দখলে নিতে পারে। এমন কি হতে পারে যে পৃথিবীর ছন্দই এখানে দ্রুতলয়ে ঘটছে, যেন তারা [দ্বীপ] ত্বরিত গতিতে জেগে উঠতে পারে?’
প্রশ্ন হলো, প্রাকৃতিক নিয়মে হওয়া ক্ষত সুন্দরবন নাহয় নিজের প্রাণশক্তির জোরে পুষিয়ে নিল। কিন্তু মুনাফার লোভে চলা বিষের অত্যাচারও তাকে কেন পুষিয়ে নিতে হবে? রাষ্ট্রের কি কোনো দায় নেই?
● খলিলউল্লাহ্ প্রথম আলোর জলবায়ু প্রকল্প ব্যবস্থাপক
[email protected]
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বন ব ভ গ র ক স ন দরবন র র সময় অপর ধ ব যবস
এছাড়াও পড়ুন:
সুন্দরবনে বন্যপ্রাণী দেখা রোমাঞ্চকর
পর্যটকদের কাছে অপার বিষ্ময়ের নাম সুন্দরবন। বিশ্বঐতিহ্য সুন্দরবনের সৌন্দর্য দেখতে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণপিপাসুরা। জীববৈচিত্র্যের প্রাণ-প্রাচুর্যের কারণে সুন্দরবন পৃথিবীর অন্যান্য পর্যটনকেন্দ্র থেকে স্বতন্ত্র। এ বনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগারের নাম। এছাড়া সুন্দরবনে আছে নানা ধরনের পাখি, চিত্রল হরিণ, বন্য শুকর, কুমির, ডলফিনসহ অসংখ্য প্রজাতির প্রাণী। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিবছর অসংখ্য দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। বিশেষ করে শীত মৌসুমে পর্যটকদের আনাগোনা বেশি ঘটে। এখন সেই পর্যটকের সমাগম ঘটছে সুন্দরবনে। বলা যায়, পর্যটকে ভরপুর এখন সুন্দরবন।
নভেম্বর মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরবনে পর্যটকদের আগমন শুরু হয়। শীত যত বাড়তে থাকে, সেই সঙ্গে সুন্দরবনেও বাড়তে থাকে পর্যটকের সংখ্যা। গত ২৭ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের শতাধিক সদস্যের একটি টিম সুন্দরবন ভ্রমণে যায়। তিন দিনের এই ভ্রমণে সুন্দরবনের অভয়ারণ্য আন্ধারমানিক, কচিখালী, কটকা, ডিমেরচর, জামতলা সী বিচ এবং করমজল পর্যটন স্পটে প্রচুর পর্যটক দেখা যায়।
বনবিভাগের সূত্রমতে, হিরণ পয়েন্ট ও দুবলারচরের চেয়ে এ বছর আন্ধারমানিক, কচিখালী, কটকা, ডিমেরচর, জামতলা সী বিচে পর্যটকের আগমন বেশি। তবে এ বছর বিদেশি পর্যটকের সংখ্যা কম। পর্যটন স্পটগুলোতে প্রতিদিন ৭-৮টি ছোট-বড় ভেসেল জাহাজ নোঙন করতে দেখা গেছে।
পর্যটকদের কাছে সরাসরি সুন্দরবনের বন্যপ্রাণী দেখা রোমাঞ্চকর। আন্ধারমানিক, কচিখালী, কটকা, ডিমেরচর, জামতলা সী বিচে যাওয়ার পথে দেখা মিলেছে, বানর ও হরিণের দলবদ্ধ ছোটাছুটি, বন্য শুকর, সুন্দরবনের বিলুপ্ত প্রায় বিশাল আকৃতির মদনটাক ও ঈগল পাখি। করমজলের খালের পাড়ে বিশাল আকৃতির কুমিরকে রোদ পোহাতে ও আরেকটি কুমিরকে পানিতে ভেসে থাকতে দেখা যায়। যা সবাইকে রোমাঞ্চিত করে। এছাড়াও নদীতে ডলফিনের ডুব সাতার ছিল হৃদয়কাড়া। সুন্দরবনের নদী, খালে সাদা বক, মাছরাঙা, শঙ্খচিল, গাংচিলের মাছধরা ও উড়াউড়ি ছিল চোখে পড়ার মতো। সুন্দরবনের লক্ষিপেঁচা, দোয়েল, মৌটুসিসহ বিভিন্ন প্রজাতির পাখির কলরবও মনোমুগ্ধকর।
সুন্দরবনে খুলনা প্রেস ক্লাব থেকে আসা পর্যটক কেএম জিয়াউস সাদাত জানান, সরাসরি সুন্দরবনের জীব-জন্তু দেখে অনেক আনন্দ উপভোগ করা যায়। যা অন্য কোনোভাবে সম্ভব না।
অপর পর্যটক সোহেল মাহমুদ জানান, সরাসরি সুন্দরবনের হরিণ, কুমির, বানর এবং অন্যান্য পশুপাখির দেখা পাওয়া রোমাঞ্চকর। বনের জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখা দরকার। একইভাবে পর্যটক কাজী শামীম আহমেদ জানান, সুন্দরবনের অনেক জায়গার বন উজাড় করা হয়েছে। এ কারণে বন্যপ্রাণীও আগের মতো দেখা পাওয়া যায় না। তবে তারপরও যা দেখা যায়, তার অনুভূতি অন্যরকম।
বনরক্ষী দিলীপ জানান, সুন্দরবনে হরহামেশা বানর, হরিণ, শুকর দেখা যায়। তবে খুব একটা বাঘ-কুমির দেখা যায় না। যে সব পর্যটকের চোখে বাঘ-কুমির পড়ে তারা ভাগ্যবান।
বনবিভাগ সূত্র জানায়, আগে সুন্দরবনের হারবাড়িয়া, কচিখালি, কটকা, হিরণ পয়েন্ট, দুবলারচর, কলাগাছিয়া ও করমজল— এই সাতটি স্থানে পর্যটন স্পট ছিল। নতুন করে শরণখোলার আলীবান্ধা, চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক, খুলনা রেঞ্জের শেখেরটেক ও কৈলাশগঞ্জে আরো চারটি পর্যটন স্পট হয়েছে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সাধারণ সম্পাদক এবং রূপান্তর ইকোট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান ডেভিড বলেন, লাক্সারি লঞ্চগুলোতে ভালো পর্যটক হচ্ছে। তবে ছোট ছোট লঞ্চে তেমন পর্যটক নেই। আন্ধারমানিক, কচিখালি ও কটকা পর্যটন কেন্দ্রে এ বছর পর্যটকদের আগ্রহ বেশি। এছাড়া সুন্দরবনের প্রবেশমুখ করমজল পর্যটন স্পটে স্কুল, কলেজের শিক্ষার্থীরা বেশি যাচ্ছেন।
সুন্দরবন বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে বলেন, ‘‘পর্যটনের জন্য বনবিভাগের পক্ষ থেকে রাজস্ব টার্গেট থাকে না। আমরা চাই, সহনশীল মাত্রায় সুন্দরবনে পর্যটক আসুক। যাতে করে সুন্দরবনের জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব না পড়ে।’’
ঢাকা/বকুল