ব্রিটিশ পপ তারকা এড শিরান কনসার্টের জন্য এখন আছেন ভারতে। দেশটির বড় বড় শহরে তাঁর কনসার্ট। এর আগে উপভোগ করছেন ভারতীয় সংস্কৃতি। এমনকি মাথাও বানিয়ে নিলেন চেন্নাইয়ে গিয়ে। এমনই এক ভিডিও এখন ভাইরাল ইনস্টাগ্রামে।

এড শিরান চেন্নাইয়ের এক নাপিতের কাছে ‘চাম্পি’‌ নামের ঐতিহ্যবাহী ভারতীয় ম্যাসাজ করাতে গিয়েছিলেন। নাপিতের ভিন্নধর্মী ম্যাসাজের স্টাইল বেশ উপভোগ যে করেছেন, তা বোঝা যায় ভিডিও দেখলেই।

নাপিত ম্যাসাজ করার সময় এড শিরানের মাথায় চাপড় দিচ্ছিলেন অনবরত‌। শুরুতে কাতুকুতু লাগার কারণেই হয়তো শিরান ঠিক স্থির থাকতে পারছিলেন না, হাসিও থামছিল না। একসময় তো মুখটা লালই হয়ে গেল! কিছুক্ষণ পর অবশ্য মাথা বানিয়ে নেওয়ার মজাটা তিনি পেয়ে যান। মাঝে তো মজা করে বলে ফেললেন, ‘এটা অত্যাচার!’

মাথা বানিয়ে নিচ্ছেন এড শিরান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মিরাজ-তাইজুলের ব‌্যাটে তাকিয়ে বাংলাদেশ

:: সংক্ষিপ্ত স্কোর ::
বাংলাদেশ ১ম ইনিংস: ২৯১/৭ (তাইজুল ৫ , মিরাজ ১৬)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২২৭/১০

বাংলাদেশের স্কোরবোর্ডে রান ৭ উইকেটে ২৯১। লিড কেবল ৬৪। স্কোরবোর্ডের এই চিত্রটা আরো সুন্দর হতে পারত। লিডটা আরো বাড়তে পারত। কিন্তু চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলায় হঠাৎ ব‌্যাটিং ধসে সবকিছুই পাল্টে গেল। 

বাংলাদেশের ভরসা এখন মিরাজ, তাইজুল। অপরাজিত এই দুই ব‌্যাটসম্যান বুধবার তৃতীয় দিনের খেলা শুরু করেছেন। তাদের পর আছেন হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। লেজের এই দুই ব‌্যাটসম‌্যানও ব‌্যাটিংয়ে সামর্থ‌্য রাখেন। শেষ দিকের লড়াইয়ে বাংলাদেশ লিড কোথায় নিয়ে যেতে পারে সেটাই দেখার।

আরো পড়ুন:

বেসামাল বিসিবি ডেকেছে জরুরি বোর্ড মিটিং  

৩০ কোটির স্পনসরশিপ, ৫ শতাংশ মুনাফা-আর্থিক অনিয়মের অভিযোগে বিসিবির

গতকাল শেষ বিকেলে মাত্র ৪ ওভার দ্বিতীয় নতুন বলে খেলা হয়েছে। আজকের সকালে  ব‌্যাটসম‌্যানদের নতুন বলে কঠিন পরীক্ষা দিতে হবে। মুজারাবানি, এনগাভারার পেসের সঙ্গে অভিষিক্ত মাসেকেসার ঘূর্ণিতে টিকে থাকতে হবে দলকে। 


 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ