ভারতে মাথায় চাপড় খেয়ে এড শিরানের আনন্দ আর ধরে না
Published: 5th, February 2025 GMT
ব্রিটিশ পপ তারকা এড শিরান কনসার্টের জন্য এখন আছেন ভারতে। দেশটির বড় বড় শহরে তাঁর কনসার্ট। এর আগে উপভোগ করছেন ভারতীয় সংস্কৃতি। এমনকি মাথাও বানিয়ে নিলেন চেন্নাইয়ে গিয়ে। এমনই এক ভিডিও এখন ভাইরাল ইনস্টাগ্রামে।
এড শিরান চেন্নাইয়ের এক নাপিতের কাছে ‘চাম্পি’ নামের ঐতিহ্যবাহী ভারতীয় ম্যাসাজ করাতে গিয়েছিলেন। নাপিতের ভিন্নধর্মী ম্যাসাজের স্টাইল বেশ উপভোগ যে করেছেন, তা বোঝা যায় ভিডিও দেখলেই।
নাপিত ম্যাসাজ করার সময় এড শিরানের মাথায় চাপড় দিচ্ছিলেন অনবরত। শুরুতে কাতুকুতু লাগার কারণেই হয়তো শিরান ঠিক স্থির থাকতে পারছিলেন না, হাসিও থামছিল না। একসময় তো মুখটা লালই হয়ে গেল! কিছুক্ষণ পর অবশ্য মাথা বানিয়ে নেওয়ার মজাটা তিনি পেয়ে যান। মাঝে তো মজা করে বলে ফেললেন, ‘এটা অত্যাচার!’
মাথা বানিয়ে নিচ্ছেন এড শিরান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১০ হাজারে চুক্তি, নদীতে নেমে প্রাণ গেল যুবকের
১০ হাজার টাকা চুক্তিতে ডুবে যাওয়া নৌকা উদ্ধার করতে গিয়ে আব্দুল মজিদ (৩৮) নামে এক মৎস্যজীবী যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে নিখোঁজ ওই মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দলের সদস্যরা।
এর আগে, একইদিন দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চর-চিথুলিয়া গ্রামের রাউতারা স্লুইচ গেট এলাকা থেকে নিখোঁজ হন তিনি।
আরো পড়ুন:
ঝিনাইদহে ভোট দিতে গিয়ে ভোটারের মৃত্যু
ভূমধ্যসাগরে স্বপ্নের সমাধি গোপালগঞ্জের ৩ যুবকের
মারা যাওয়া আব্দুল মজিদ পোতাজিয়া ইউনিয়নের নুকালী গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী আব্দুল আলীম বলেন, “দুইদিন আগে ইটভাটার মাটিবাহী একটি নৌকা রাউতারা স্লুইচ গেট এলাকায় বড়াল নদীতে ডুবে যায়। স্থানীয় এক ডুবুরি ৫০ হাজার টাকা দাবি করেন নৌকাটির মালিকের কাছে। এতে নৌকার মালিক রাজি না হলে আব্দুল মজিদ ১০ হাজার টাকা চুক্তিতে ডুবে যাওয়া নৌকা উদ্ধারের জন্য আজ দুপুরে নদীতে নামেন। নদীতে প্রথম ও দ্বিতীয় ডুব দিয়ে দুইটি রশি ডুবে যাওয়া নৌকায় বাঁধেন তিনি।”
তিনি আরো বলেন, “নদীতে তৃতীয় ডুব দেওয়ার পর তিনি আর উঠে আসেননি। দীর্ঘ সময় আব্দুল মজিদ উঠে না আসায় নদীর ওপরে থাকা লোকজন তাকে খুঁজতে শুরু করেন। ব্যর্থ হয়ে তারা বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিসকে খবর দেন। বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিসের একটি টিম স্পিডবোড নিয়ে ঘটনাস্থলে পৌঁছে হুকের সাহায্যে আব্দুল মজিদকে খুঁজতে শুরু করে। পরে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেন তারা।”
বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিসের টিম লিডার শাহদত হোসেন বলেন, “ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আব্দুল মজিদকে পাইনি। এ কারণে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছেই উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যার পর নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে।”
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, “রাজশাহী থেকে ডুবুরি দল এসে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে। নৌ পুলিশ ঘটনাস্থলে আসছে।”
ঢাকা/অদিত্য/মাসুদ
ঢাকা/অদিত্য/মাসুদ