ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নারী ফুটবল দলের সদস্য মাতসুশিমা সুমাইয়া। আজ বুধবার দুপুরে রাজধানী মতিঝিল থানায় জিডি করেন তিনি। জিডি করার সময় সুমাইয়ার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমী।

বিস্তারিত আসছে...

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কোটালীপাড়ায় কঙ্কাল চুরির ঘটনায় আটক ২

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কবরস্থান থেকে সাবেক ইউপি সদস্যসহ তিনটি লাশের কঙ্কাল চুরির ঘটনায় দুই জনকে আটক করছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সিকির বাজার ও গচাপাড়া এলাকায় থেকে এই দুই জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো- কোটালীপাড়া উপজেলার গচাপাড়া গ্রামের হোসেন আলী শিকদারের ছেলে নজরুল সিকদার (২৬) ও পূর্বপাড়া গ্রামের সুভাষ বাগচীর ছেলে অনুপ বাগচী (২৫)।

গত মঙ্গলবার রাতে উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামে অবস্থিত কবরস্থান থেকে তিনটি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, “এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা দোষী প্রমাণিত হলে আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

ঢাকা/বাদল/এস

সম্পর্কিত নিবন্ধ