সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার ও দৈনিক টেলিগ্রাফ ইন্ডিয়া।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের বরাতে জানা যায়, বিমানবন্দরের একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল। হঠাৎ আগুনের ফুলকি থেকে আগুন ধরে যায় এবং বেশ কিছুটা অংশে তা ছড়িয়ে পড়ে। বিষয়টি জানিয়ে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে তাদের আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন বিমানবন্দরের কর্মীরা।
এদিকে বিমানবন্দর সূত্র জানিয়েছে, আবর্জনা ফেলার স্থানে আগুন ছড়িয়ে পড়লেও বিমানের ওঠা-নামায় কোনো সমস্যা হয়নি।
প্রসঙ্গত, আজ থেকে কলকাতায় শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। এতে ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধিসহ পাঁচ হাজার বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন। ইতোমধ্যে তারা কলকাতায় আসতে শুরু করেছেন। এর মধ্যেই বিমানবন্দরে এই অগ্নিকাণ্ড বাড়তি উদ্বেগ তৈরি করে। তবে আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি।
বিএইচ
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: কলক ত
এছাড়াও পড়ুন:
ডিএসইতে পিই রেশিও কমেছে ১.৮৮ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২০ থেকে ২৪ এপ্রিল) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশি কমেছে ১.৮৮ শতাংশ।
শনিবার (২৬ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৫৮ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৪০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.১৮ পয়েন্ট বা ১.৫৪ শতাংশ কমেছে।
এর আগের সপ্তাহের (১৩ থেকে ১৭ এপ্রিল) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৫৮ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.১৫ পয়েন্ট বা ১.৮৮ শতাংশ কমেছে।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৫.৮৮ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.০২ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.২৩ পয়েন্ট, টেক্সটাইল খাতে ৯.৪৪ পয়েন্টে, আর্থিক খাতে ৯.৫২ পয়েন্টে,
ওষুধ ও রসায়ন খাতে ১০.৩৬ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১১.৪১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১২.৫১ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ১২.৭৩ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩.০৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৩.৪৯ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৪.৬৯ পয়েন্টে, আইটি খাতে ১৬.৮৭ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ১৭.৯৭ পয়েন্টে, বিবিধ খাতে ১৮.০৩ পয়েন্টে, পাট খাতে ২৬.০২ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ২৫.৩৩ পয়েন্ট, ট্যানারি খাতে ৪২.৩৪ পয়েন্টে এবং সিরামিক খাতে ১০৬.৭৯ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/ইভা