নড়াইলের লোহাগড়ায় লিফলেট বিতরণে বাধা দেওয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এসকে মিন্টুসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার চোরখালী এলাকায় হামলাটি হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আহত মিন্টুর চাচা আবুল কালাম আজাদ ২৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এসকে মিন্টু বলেন, “গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জানতে পারি, চোরখালী এলাকায় আনিস মোল্যার চায়ের দোকানে আওয়ামী লীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছে। বিএনপির কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আনিসের দোকানে গিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করি। শান্ত এলাকাকে অশান্ত না করারও আহ্বান জানাই।”

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে ৬ জনকে পিটিয়ে জখমের অভিযোগ 

ছাগল নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কৃষকের

তিনি আরো বলেন, “এসময় আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সঙ্গে আমাদের কর্মী সমর্থকদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চোরখালী গ্রামের আওয়ামী লীগ কর্মী মনিরুজ্জামান মনির নেতৃত্বে আক্কাস ফকির, ইদ্রিস সরদার, রবিউল মল্লিক, ইব্রাহিম মোল্যা, আনিস মোল্যা ঝন্টু ফকিরসহ ২০-২৫ জন হাতুড়ি, লোহার রড, রামদা ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে আমিসহ ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ঝন্টু মিয়া, বিএনপি কর্মী হাফিজুর রহমান, বাবলু শেখ ও সমর্থক দোলেনা বেগম আহত হন।”

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, “হামলার ঘটনায় চোরখালী গ্রামের আবুল কালাম আজাদ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ নাম না জানা আসামি করে বুধবার দুপুরে থানায় মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত আসামি আক্কাস ফকির ও ঝন্টু ফকিরকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঢাকা/শরিফুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ সমর থকদ র র কর ম আওয় ম

এছাড়াও পড়ুন:

২৮ বলে ১৫ ছক্কায় ১০১—অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দেননি ডি ভিলিয়ার্স

অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং তো জমা দিইনি—কথাটা এবি ডি ভিলিয়ার্সের খুনে মেজাজের ব্যাটিংয়ের সঙ্গেই যায়।

২০১৮ সালে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ডি ভিলিয়ার্স। ২০২১ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দেন। সেই ডি ভিলিয়ার্স কাল আবারও ব্যাট হাতে তুলে নিয়েছেন। চার বছর পর ফিরেই ২৮ বলে সেঞ্চুরি উপহার দিয়েছেন। মেরেছেন ১৫টি ছক্কা, নেই কোনো চার, ডট দিয়েছেন মাত্র দুটি।

প্রতিপক্ষ বোলারদের কচুকাটা করে ডি ভিলিয়ার্স বুঝিয়ে দিয়েছেন, ‘অস্ত্র’ হাতে পেলে এখনো আগের মতোই ভয়ংকর হয়ে উঠতে পারেন। ব্যাট তো তাঁর কাছে অস্ত্রই!  

মাঠের সব পাশে খেলতে পারেন বলে ডি ভিলিয়ার্সকে ডাকা হয় ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। কাকতালীয়ভাবে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির অপরাজিত ১০১ রানে ইনিংসের স্ট্রাইক রেটও ৩৬০!

আরও পড়ুনকোহলি, ডি ভিলিয়ার্স, গেইল থাকার পরও বেঙ্গালুরু কেন শিরোপা জিততে পারেনি১৫ এপ্রিল ২০২৪

গত জানুয়ারিতে ক্রিকেট সাংবাদিক মেলিন্ডা ফারেলকে দেওয়া সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন, আবারও ক্রিকেটে ফিরতে চান। তবে প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো ম্যাচ নয়, খেলতে চান প্রদর্শনী ম্যাচে।

কাল সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টাইটানস লিজেন্ডস ও বুলস লিজেন্ডস ম্যাচ দিয়েই ফিরেছেন ডি ভিলিয়ার্স। তিনি খেলেছেন তাঁর দীর্ঘদিনের ঘরোয়া দল টাইটানসের হয়ে।  

টি–টোয়েন্টি সংস্করণের ম্যাচটিতে সপ্তম ওভারে ৫০ রানে ৩ উইকেট হারায় টাইটানস। এরপর ব্যাটিংয়ে নামেন ডি ভিলিয়ার্স।

মুখোমুখি হওয়া প্রথম বলেই মারেন ছক্কা। সেঞ্চুরিও পূরণ করেন ছক্কা মেরে। তিন অঙ্ক ছোঁয়ার পরপরই তিনি ব্যাটিং থেকে অবসর নেন। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করেই টাইটানস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ২৭৮ রান।

লক্ষ্য তাড়ায় বুলস লিজেন্ডস ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান তোলার পর মুষলধারে বৃষ্টি নামে। আর খেলা সম্ভব হয়নি।

ওয়ানডে ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটা ডি ভিলিয়ার্সেরই। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি।

গত বছর আইসিসির হল অব ফেমে জায়গা করে নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স

সম্পর্কিত নিবন্ধ