ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
Published: 5th, February 2025 GMT
‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাদেমুল হারামাইন বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.
সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “লাইব্রেরি একটি প্রাচীন প্রতিষ্ঠান। মুসলিম ইতিহাসের প্রতিটি সময়ে লাইব্রেরির গুরুত্ব ছিল অনন্য। এ উপমহাদেশে মুঘল শাসনামলে অনেক লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে। লাইব্রেরির কোন বিকল্প নেই। মানুষ লাইব্রেরি থেকেই নিজ জ্ঞানকে সমৃদ্ধ করে। পৃথিবীর সমৃদ্ধ বইগুলো লাইব্রেরিতেই সংরক্ষিত থাকে; এটি জ্ঞান ভান্ডার।”
তিনি বলেন, “বর্তমানে প্রযক্তির কারণে প্রতিষ্ঠানিক লাইব্রেরির গুরুত্ব কিছুটা কমেছে। আজ র্যালিতে তেমন শিক্ষার্থী নেই। এটা আমাদের প্রশাসনিক ব্যার্থতা। আগামী বছর থেকে জাঁকজমকপূর্ণ আয়োজনে লাইব্রেরি দিবস পালন করা হবে। আমাদের লাইব্রেরিতে কিছু সমস্যা রয়েছে। তবে এসব সমস্যা কিভাবে কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে কাজ চলছে।”
২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিসভার সিদ্ধান্তে ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ২০১৮ সালে দেশে দিবসটি প্রথম পালিত হয়।
ঢাকা/তানিম/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টস হেরে ব্যাটিং, শুরুতে ফিরলেন মিরাজ-রস
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে অধিনায়ক মেহেদী মিরাজ সাজঘরে ফিরেছেন। পরেই আউট হয়েছেন অ্যালেক্স রস। ফাইনালে যাওয়ার লড়াইয়ে চট্টগ্রামের বিপক্ষে খুলনা ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২০ রানে ব্যাট করছে।
আউট হওয়া মিরাজ ৬ বলে ২ রান করেছেন। বিনোরা ফার্নান্দোর বলে বোল্ড হন তিনি। অ্যালেক্স রস ৬ বল খেলে শূন্য করে ফিরে যান। ক্রিজে আছেন নাঈম শেখ ও আফিফ হোসেন।
খুলনা টাইগার্সের একাদশ: মেহেদী মিরাজ, নাঈম শেখ, অ্যালেক্স রস, আফিফ হোসেন, সিমরন হেটমায়ার, মাহিদুল ইসলাম, জেসন হোল্ডার, মোহাম্মদ নওয়াজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুশফিক হাসান।
চট্টগ্রাম কিংসের একাদশ: পারভেজ ইমন, খাজা নাফি, মোহাম্মদ মিঠুন, হুসাইন তালাত, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, বিনোরা ফার্নান্দো, আরাফাত সানি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও আলিস ইসলাম।