একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মাসউদ আহমাদের নতুন উপন্যাস ‘তিতাসের বুনো হাঁস'। অদ্বৈত মল্লবর্মণের জীবন ও সময় অবলম্বনে লেখা উপন্যাসটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।

ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটে মালো পরিবারে জন্মেছিলেন অদ্বৈত মল্লবর্মণ। ভদ্রলোকেরা ‘গাবরপাড়া’ বলে তাচ্ছিল্য করতো। শৈশবেই বাবা-মাকে হারিয়ে অকূলপাথারে পড়েন। প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাস করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আইএ ক্লাসে ভর্তি হলেও আর্থিক সংকটে পড়ালেখা বন্ধ হয়ে যায়। ভাগ্যান্বেষণে কলকাতায় পাড়ি দেন। ত্রিপুরা পত্রিকায় সাংবাদিকতায় হাতেখড়ি; পরে নবশক্তি, মোহাম্মদী ও সাপ্তাহিক দেশ পত্রিকায় কাজ করেন। আচমকা যক্ষ্মারোগ ধরা পড়লে কাঁচড়াপাড়া যক্ষ্মা হাসপাতালে ভর্তি হয়েও তিনি পালিয়ে যান; লেখার কাজ ও মালো সম্প্রদায়ের মানুষের টানে। অকৃতদার মানুষটির ৩৭ বছরের জীবনের আদ্যোপান্ত সংগ্রামে ভরা।

গল্পকার ও ঔপন্যাসিক হিসেবে তিনি অসামান্য প্রতিভা, তবু রহস্যময় কারণে জীবদ্দশায় ‘ভারতের চিঠি : পার্লবাককে’ ছাড়া আর কোনো গ্রন্থই প্রকাশ করেননি। কেমন ছিল তার ব্যক্তিগত জীবনের লড়াই আর মানসরাজ্য? সময়ের জলছাপে তার নামটি মুছে গেলেও ‘তিতাস একটি নদীর নাম’ স্বমহিমায় ভাস্বর। মাছ ধরে জীবিকা নির্বাহই ছিল জীবনের আরাধনা, সেই অনগ্রসর জনপদ থেকে বেরিয়ে কালের ধুলোয় মিশে যেতে যেতেও নিম্নবর্গের মানুষের প্রতিনিধিই নয়, বাংলা সাহিত্যের পাদপ্রদীপের আলোয় কীভাবে তিনি স্বতন্ত্র ও বিশিষ্টরূপে ধরা পড়লেন? ‘তিতাসের বুনো হাঁস’ উপন্যাসে মন কেমন করা সেই গল্পই ধরা পড়েছে।

আরো পড়ুন:

বইমেলার তৃতীয় দিনে ৩২ নতুন বই প্রকাশিত

বইমেলায় আফরোজা খাতুনের ‘জুলাই গণঅভ্যুত্থান’

বইটির প্রচ্ছদ করেছেন আরাফাত করিম। দাম ৪৭০ টাকা। একুশে বইমেলায় প্রথমা প্রকাশনের ৬ নম্বর প্যাভিলিয়নে উপন্যাসটি পাওয়া যাচ্ছে।

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল বই উপন য স বইম ল য়

এছাড়াও পড়ুন:

যশোর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

যশোর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পুরনো কমিটি ভেঙে আহ্বায়ক এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নয় সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক হয়েছেন এম তমাল আহম্মেদ ও সদস্য সচিব আনসারুল হক রানা। 

কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদ মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন দিয়েছেন। কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, রাজিদুর রহমান সাগর ও মোহাম্মদ ইমদাদুল হক। 

আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

২০১৮ সালে সর্বশেষ জেলা যুবদলের কমিটি গঠন করা হয়। ওই কমিটির সভাপতি হন এম তমাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আনসারুল হক রানা।
 

ঢাকা/রিটন/বকুল

সম্পর্কিত নিবন্ধ