ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব ও ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের যৌথ উদ্যোগে ‘গণতন্ত্র ও মানবাধিকার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সেমিনারের আয়োজন করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ বক্তৃতা প্রদান করেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এবং জাতিসংঘের উপ-স্থায়ী প্রতিনিধি এলেনর স্যান্ডার্স।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.

সায়মা হক বিদিশা। বিশেষ অতিথি ছিলেন, ব্রিটিশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি ভ্যানেসা বিউমন্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণতন্ত্র চর্চায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এই ল্যাব কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছি।”

যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স বলেন, “মানবাধিকার সর্বজনীন বিষয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মানবাধিকার রক্ষা করতে হবে। এছাড়া ন্যায়বিচার, জবাবদিহিতা ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে যুক্তরাজ্য সর্বদা কাজ করে যাবে।”

এর আগে, রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁকা বিভিন্ন গ্রাফিতি পরিদর্শন করেন।

ঢাকা/সৌরভ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ষয়ক

এছাড়াও পড়ুন:

যমুনার দিকে যাত্রা করা গণঅভ্যুত্থানে আহতদের পুলিশের বাধা

উন্নত চিকিৎসাসহ দাবি আদায়ে দিনব্যাপী অবস্থান শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে পুলিশের বাধায় পড়েছেন জুলাই আন্দোলনে আহতরা।

রবিবার (২ ফেব্রুয়ারি) সাড়ে ৭টার পর রাজধানীর ভিআইপি সড়কে পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ।

এর আগে, সকাল ১১টা থেকে রাজধানীর শ্যামলীতে মিরপুর রোড অবরোধ করেন আহত আন্দোলনকারীরা। এরপর সন্ধ্যা ৬টার দিকে শ্যামলী রোড ছেড়ে দিলে সেখানে যান চলাচল শুরু হয়।

আরো পড়ুন:

রাজধানীতে মাইক্রোবাসচাপায় নারী নিহত

ছয় খালের সংস্কার কর্মসূচি উদ্বোধন

আহতদের ৭ দাবি হলো-২৪ এর যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার। ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণপূর্বক গ্রেপ্তার। আহতদের কেটাগরি সঠিকভাবে প্রণয়ন। আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন। আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টা সুসংহত করতে হবে।

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • গণঅভ্যুত্থানকারীদের বিক্ষোভ ও সরকারের মনোযোগ
  • ‘জুলাই ঘোষণা’ ও ফিরে দেখা রাজনীতি
  • জার্মানিতে ডানপন্থি উত্থানের আশঙ্কা
  • বইমেলায় আফরোজা খাতুনের ‘জুলাই গণঅভ্যুত্থান’
  • ন্যূনতম সংস্কার ছাড়া ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না: জামায়াত আমির
  •  শেখ হাসিনা এদেশে গণতন্ত্রকে আবারও হত্যা করতে চায় : টিপু 
  • ভোটাধিকার হারিয়ে যাওয়ার কারণেই গণঅভ্যুত্থানের অবতারণা: ইসি সানাউল্লাহ
  • যুদ্ধবিরতির পর ইউক্রেনে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র
  • যমুনার দিকে যাত্রা করা গণঅভ্যুত্থানে আহতদের পুলিশের বাধা