যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবের পদ স্থগিত
Published: 5th, February 2025 GMT
সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোরশেদ প্রাপ্তির পদ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাম্প্রতিক সময়ে উপজেলা কমিটি গঠন সংক্রান্ত সাংগঠনিক নীতিবহির্ভূত কিছু কর্মকাণ্ড নজরে আসে কেন্দ্রীয় কমিটির। যার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোরশেদ প্রাপ্তির পদটি সাময়িক স্থগিত করা হলো। সেইসঙ্গে আনিত অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।”
কমিটির সদস্যরা হলেন- সংগঠনটির কেন্দ্রীয় নেতা আশরেফা খাতুন, ওয়াহিদুজ্জামান ও আকরাম হোসাইন রাজ। জেসিনা মোরশেদ প্রাপ্তিকে সশরীরে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনটির এক নেতা বলেন, জেসিনা মোরশেদ প্রাপ্তির বিরুদ্ধে সবশেষ ঝিকরগাছার কমিটি গঠন নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এছাড়া, বিভিন্ন উপজেলায় কমিটিতে পদ বণ্টন নিয়ে অর্থ লেনদেনের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। যশোরের ৫৮ জন নেতার সই করা একটি লিখিত অভিযোগ সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে সম্প্রতি যশোরে তদন্ত আসেন কেন্দ্রীয় দুই নেতা। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় জেসিনা মোরশেদ প্রাপ্তির পদ স্থগিত করা হয়েছে।”
এ বিষয়ে জানতে জেসিনা মোরশেদ প্রাপ্তির মোবাইল কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘চিঠিটি পেয়েছি। সেখানে সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডের কারণে সদস্য সচিবের পদ স্থগিত করার কথা উল্লেখ করা হয়েছে।”
গত বছরের ২৬ নভেম্বর রাশেদ খানকে আহ্বায়ক এবং জেসিনা মোরশেদ প্রাপ্তিকে সদস্য সচিব করে ১০১ জনের যশোর জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটি ছয় মাসের জন্যে অনুমোদন দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। এর সপ্তাহ খানেকের মধ্যে নানা অভিযোগে সংবাদ সম্মেলন ও ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে সংগঠনটির ৯ নেতা পদত্যাগ করেন।
ঢাকা/প্রিয়ব্রত/মাসুদ
ঢাকা/প্রিয়ব্রত/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স গঠনট র র সদস য কম ট র য় কম ট স গঠন গঠন ক
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ২৬ সদস্যের নতুন কমিটি
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ২৬ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বাকৃবি ক্যাম্পাসে ছাত্রসংগঠনটির কার্যালয়ে ২৪তম কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সঞ্জয় রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী জায়েদ হাসান ওয়ালিদ।
২৪তম কাউন্সিলে সভাপতিত্ব করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি রিফা সাজিদা। এটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সঞ্জয় রায়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ। এ সময় সেখানে কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক গৌতম কর ও সাবেক সাংগঠনিক সম্পাদক অজিত দাস উপস্থিত ছিলেন।
কাউন্সিলে বক্তারা শিক্ষার বাণিজ্যিকীকরণের নিন্দা এবং জুলাই-আন্দোলনের সব নির্যাতনকারীর শাস্তির দাবি জানান। সেই সঙ্গে নতুন হল নির্মাণ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
নতুন কমিটির সহসভাপতি হিসেবে আছেন মাহবুবা নাবিলা, অর্ণব দাস ও আবদুল আলীম। বিভিন্ন পদে আছেন সহসম্পাদক জাবের ইসলাম, সাংগঠনিক সম্পাদক পুষ্পিতা ভট্টাচার্য্য, দপ্তর সম্পাদক অমৃতা মণ্ডল, অর্থ সম্পাদক শতাব্দী কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সবুজ পাল, গ্রন্থাগার সম্পাদক মাসরুল আহসান, স্কুলবিষয়ক সম্পাদক লক্ষ্মণ রায়, সমাজকল্যাণ সম্পাদক রাতুল হাসান, ক্রীড়া সম্পাদক অন্তর ঢালী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সৌমিত্র পাল ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান। নতুন কমিটির সদস্য হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামিমাইয়সিনুর রহমান ইন্না, জ্যোতি বিশ্বাস, ওয়াকিল খানভী আশরাফসহ ১০ জন।