জমি দখলের অভিযোগ নিয়ে মুখ খুললেন পপি
Published: 5th, February 2025 GMT
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও হঠাৎ করে অন্তরালে চলে যান। এর মধ্যে বিয়ে করে সংসারী হয়েছেন। এদিকে, তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন তার মা ও বোন।
পপির বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার বোন ফিরোজা পারভীন। সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়।
জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।
আরো পড়ুন:
টলিউডে ফের অচলাবস্থা!
নায়ক বিদেশে, প্রেক্ষাগৃহে আসছে ‘দায়মুক্তি’
পপিকে কেন্দ্র করে সৃষ্ট নানা ইস্যু নিয়ে চর্চা হলেও এতদিন চুপ ছিলেন এই নায়িকা। অবশেষে অভিযোগ নিয়ে নীরবতা ভাঙলেন পপি। তিনি বলেন, “৬ কাঠা জমি চাচা ও বাবার কাছ থেকে আমার কষ্টার্জিত টাকা দিয়ে কিনেছি। কিন্তু এদের অত্যাচারের জন্য এখনো পর্যন্ত এই জমি ভোগ করতে পারিনি।”
পপির বিরুদ্ধে পেশি শক্তি প্রয়োগ করে জমি দখলের অভিযোগ এনেছে পরিবার। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে নায়িকা বলেন, “আমি কেন জমি দখল করব? আমি একবারও বলেছি ওই জমি নেব, আমার লাগবে।”
পুরো পরিবার পপির উপার্জনে সারাজীবন চলেছে। এ তথ্য উল্লেখ করে পপি বলেন, “এদের শরীরের চামড়া, জামা কাপড় সব আমার পরিশ্রমের টাকায় কেনা৷ আমার পরিবারের কেউ কখনো উপার্জন করে খায়নি৷ আমার বাবা কিন্তু এদেরকে (পরিবার) উপার্জন করে চালায়নি। আমার টাকায় চলেছে।”
বলে রাখা ভালো, পারিবারিক বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে খুলনার শিববাড়ি এলাকায় পপির বাবার ১১ কাঠা জমি। অভিযোগ অনুযায়ী, এর মধ্যে ৫ কাঠা জমি আগে থেকেই নিজের নামে লিখিয়ে নিয়েছেন পপি। এখন বাকি ৬ কাঠার মালিকানা পেতে মা, ভাই ও বোনদের চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, পপির মা যে বাড়িতে থাকেন, সেটির বিদ্যুতের লাইনও নিজের নামে করিয়ে নিয়েছেন এই চিত্রনায়িকা।
১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী। সিনেমাটি সেই সময়ে ৭ কোটি টাকা ব্যবসা করে মাইলফলক অর্জন করে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র চলচ চ ত র পর ব র
এছাড়াও পড়ুন:
সিনেমার আলোচনার ফাঁকে প্রযোজকের আপত্তিকর প্রস্তাব...
বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে আগে কথা বলেছেন অনেক অভিনয়শিল্পী। কেবল কি বলিউড, ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রিতেও প্রায়ই ‘কাস্টিং কাউচ’-এর কথা শোনা যায়। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কীর্তি কুলহারি। বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর সাফ জবাব, ‘কাস্টিং কাউচ নিয়ে ভয় নেই, ওটা তো আমাদের ইন্ডাস্ট্রিতে সাধারণ ঘটনা!’
কীর্তি নিজেও এ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। তখন পেশাজীবনের একেবারে শুরুর দিক। একটি দক্ষিণি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। ছবি নিয়ে প্রযোজকের সঙ্গে কথা বলছেন।
কীর্তি কুলহারি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে