জামালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
Published: 5th, February 2025 GMT
জামালপুরের বকশীগঞ্জে ট্রাকচাপায় মনিরুজ্জামান মিন্টু (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বকশীগঞ্জ-শেরপুর সড়কের মাষ্টারবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান মিন্টু কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মিয়ারচর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে শেরপুর যাচ্ছিলেন মনিরুজ্জামান মিন্টু। পথে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বকশীগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, ‘‘ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শোভন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যমুনা ব্যাংকে চাকরি, বয়স ৫০ হলেও আবেদন
বেসরকারি যমুনা ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে ল অ্যান্ড রিকোভারি ডিভিশনে চিফ ল অফিসার (সিএলও) পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি)/ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদমর্যাদার এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: চিফ ল অফিসার (সিএলও)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি থাকতে হবে। বার অ্যাট ল স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি থাকতে হবে। আইন পেশায় অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে নেতৃত্বের পর্যায়ে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
বেতন: অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আকর্ষণীয় বেতন দেওয়া হবে।
আরও পড়ুনখাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ, ১৩ থেকে ১৯তম গ্রেডে পদ ১৭৯১১১ মার্চ ২০২৫আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের যমুনা ব্যাংকের ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইট থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For Job বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৯ মার্চ ২০২৫।
আরও পড়ুনইউনিসেফের ইয়ং লিডারস প্রোগ্রাম, বয়স ৩০-এর নিচে হলে করুন আবেদন ৩ ঘণ্টা আগে