পাবনায় পুলিশের গাড়ি থামিয়ে ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
Published: 5th, February 2025 GMT
পাবনার সুজানগর উপজেলায় পুলিশের গাড়ি থামিয়ে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা আবদুল ওহাবকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার ভায়না ইউনিয়নের মথুরাপুর গাজনার বিল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত রোববার বিকেলে উপজেলা সদরের মথুরাপুর স্কুল গেট এলাকা থেকে আবদুল ওহাবকে গ্রেপ্তারের পর একদল ব্যক্তি পুলিশের গাড়ি থামিয়ে তাঁকে ছিনিয়ে নিয়েছিলেন। এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আবদুল ওহাব সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আবদুল ওহাব গাজনার বিল এলাকার একটি বাড়িতে লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাতটার দিকে অভিযান চালিয়ে তাঁকেসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশের গাড়ি থামিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় আরও ১১ জন গ্রেপ্তার আছেন।
আরও পড়ুনপাবনায় পুলিশের গাড়ি থামিয়ে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছিনতাই০২ ফেব্রুয়ারি ২০২৫আবদুল ওহাবের বাড়ি উপজেলা সদরের মথুরাপুর স্কুল গেট এলাকায়। গত রোববার বিকিলে আসরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মুহূর্তেই তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে কয়েক শ লোক জড়ো হয়ে পুলিশের গাড়ি থামিয়ে আবদুল ওহাবকে ছিনিয়ে নেন। এ ঘটনায় সুজানগর থানার উপপরিদর্শক (এসআই) আজাহার আলী বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় ৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০–৩০০ জনকে আসামি করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর স জ নগর আওয় ম উপজ ল ঘটন য়
এছাড়াও পড়ুন:
‘নিঃশর্ত ক্ষমা’ চেয়ে আইপিএলে থেকে সরে দাঁড়ালেন ব্রুক, হতে পারেন নিষিদ্ধ
টানা দুই মৌসুম আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন হ্যারি ব্রুক। সামাজিক যোগাযোগমাধ্যমে গত রাতে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। আইপিএলে নাম লিখিয়েও না খেলার সিদ্ধান্ত নেওয়ায় নিষেধাজ্ঞায় পড়তে পারেন ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
ব্রুককে ২০২৪ আইপিএলের নিলাম থেকে ৪ কোটি রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু দাদির মৃত্যুতে পরিবারের পাশে থাকতে গত বছর তিনি খেলেননি। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এবারের মেগা নিলামে তাঁর দাম ওঠে ৬ কোটি ২৫ লাখ রুপি। এবারও তাঁকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। কিন্তু আইপিএলের ১৮তম আসর শুরুর মাত্র ১২ দিন আগে সরে দাঁড়ালেন ব্রুক। ২০২৫ আইপিএলে না খেলার কারণ হিসেবে তিনি জাতীয় দলের জন্য প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করেছেন।
সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের ভরাডুবির পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান জস বাটলার। ধারণা করা হচ্ছে, বাটলারের জায়গায় ব্রুককে সাদা বলের দুই সংস্করণের অধিনায়ক বানাবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
২০২৫ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল হ্যারি ব্রুকের