সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বিশ্ববিখ্যাত দানবীর আধ্যাত্মিক নেতা প্রিন্স করিম আগা খান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ঘোড়দৌড়, বিপুল পরিমাণ সম্পদ এবং বিশ্বজুড়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য তিনি বেশ পরিচিত। তার দাতব্য সংস্থা আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খবর বিবিসির।

প্রিন্স করিম আগা খান ছিলেন শিয়া ইসমাইলি সম্প্রদায়ের ৪৯তম বংশগত ইমাম। ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে দাদার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। তার দাতব্য সংস্থা জানিয়েছে, পর্তুগালের লিসবনে স্থানীয় সময় মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন। সে সময় পরিবারের সদস্যরা সবাই তার পাশে ছিলেন।

সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করা আগা খান ছিলেন ব্রিটিশ নাগরিক এবং কেনিয়ার নাইরোবিতে তার শৈশব কাটে।পরে তিনি সুইজারল্যান্ডে ফিরে যান এবং লে রোজি স্কুলে পড়াশোনা করেন। এরপর হার্ভার্ডে ইসলামের ইতিহাস নিয়ে পড়ালেখা করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

ফ্রান্সের একটি প্রাসাদে বসবাস করতেন তিনি। এই পরোপকারী এবং দানবীর নেতার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ব্রিটিশ রাজা এবং তার প্রয়াত মা রানি দ্বিতীয় এলিজাবেথের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আগা খান।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের বন্ধু আগা খানের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন রাজা চার্লস। তিনি ব্যক্তিগতভাবে আগা খানের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন।

আগা খান বিলাসবহুল জীবনযাপন করতেন। বাহামায় একটি ব্যক্তিগত দ্বীপ, একটি সুপার-ইয়ট এবং ব্যক্তিগত বিমান ছিল তার। উত্তরাধিকার সূত্রে পাওয়া তার বিপুল পরিমাণ সম্পদ বৃদ্ধি পেয়েছে ব্যবসা, বিশেষ করে ঘোড়া পালন ও রেসিং শিল্পে বিনিয়োগের মাধ্যমে। তার সম্পদের পরিমাণ আনুমানিক ৮০০ মিলিয়ন ডলার থেকে ১৩ বিলিয়ন ডলার।

ঘোড়া প্রতিপালনসহ বিভিন্ন ব্যবসায়িক খাতেও আগা খানের বিশাল বিনিয়োগ ছিল। বিশেষ করে, তিনি ইউরোপের অন্যতম সফল ঘোড়া প্রজননকারী হিসেবে পরিচিত ছিলেন। তার বিখ্যাত ঘোড়া শেরগার ১৯৮১ সালে এপসম ডার্বি জয় করে। তবে ১৯৮৩ সালে ঘোড়াটি অপহরণ করা হয় এবং এটি আর উদ্ধার করা সম্ভব হয়নি।

ব্রিটিশ, ফরাসি, সুইস ও পর্তুগিজ নাগরিকত্বের অধিকারী এই ধনকুবের বিশ্বের দরিদ্র অংশের মানুষের সহায়তায় প্রচুর অর্থ দান করেছেন। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে আগা খানের দাতব্য সংস্থা শত শত হাসপাতাল পরিচালনা করছে। এছাড়া শিক্ষা এবং সংস্কৃতি উন্নয়নেও তার সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আগা খানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি আগা খানকে বিশ্বাসী, দূরদর্শী, উদার এবং অসাধারণ একজন মানুষ হিসেবে উল্লেখ করেছেন।

প্রায় দেড় কোটি ইসমাইলি মুসলমানের ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা হিসেবে আগা খান দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানে প্রায় পাঁচ লাখ ইসমাইলির বসবাস। এছাড়া ভারত, আফগানিস্তান ও আফ্রিকার বিভিন্ন অংশে তারা অবস্থান করছে।

বিএইচ

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: কর ছ ন

এছাড়াও পড়ুন:

ইউএস-বাংলার বিজনেস-টু-কনজিউমার পরিষেবা চালু

একটি প্রিমিয়ার ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ, ইউএস-বাংলা ঢাকা ট্র্যাভেল মার্ট ২০২৫-এ তার বিজনেস-টু-কনজিউমার পরিষেবা চালু করার মাধ্যমে ভ্রমণ বুকিংয়ের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনতে প্রস্তুত। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেলা চলবে। বাংলাদেশের ভ্রমণকারীদের আকর্ষণীয় সেবার নতুনত্ব, নির্বিঘ্ন, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত ভ্রমণ পরিকল্পনা প্রদান করবে ফার্স্টট্রিপ।

বিজনেস-টু-কনজিউমার প্ল্যাটফর্মের প্রবর্তনের মাধ্যমে ফার্স্টট্রিপ ব্যবহারকারীদের তাৎক্ষণিক ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন, ভিসা প্রসেসিং, হলিডে প্যাকেজ এবং আকর্ষণীয় ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করাসহ সবকিছুই একটি সহজ ও সময়োপযোগী ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। ঢাকা ট্র্যাভেল মার্ট ২০২৫-এ ফার্স্টট্রিপ ট্রাভেল পোর্টালটি বিজনেস-টু-কনজিউমার এর সফলতার পর বিজনেস-টু-কনজিউমার উদ্বোধনের মাধ্যমে সব শ্রেণির গ্রাহকদের কাছে পৌঁছাতে সক্ষম হবে।

ফার্স্টট্রিপের চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় ইভেন্ট ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫-এ আমাদের বিজনেস-টু-কনজিউমার পরিষেবা চালু করতে পেরে আমরা আনন্দিত। এছাড়া  আমাদের প্ল্যাটফর্মটি ভ্রমণ পরিকল্পনাকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে, এটি প্রত্যেকের জন্য আরো ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক করে তুলবে।”

“ফার্স্টট্রিপের বিজনেস-টু-কনজিউমার পরিষেবা উদ্বোধন উপলক্ষে একটি অভ্যন্তরীণ টিকিট কিনলে বিনামূল্যে আরেকটি ফ্রি টিকেট উপভোগ করতে পারবেন। টিকিট অফারটি আপনাদের পছন্দের এয়ারলাইন্স ইউএস-বাংলা এবং এয়ার অ্যাস্ট্রার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। মেলা চলাকালীন ৬-৮ ফেব্রুয়ারি বুকিং করে ভ্রমণ করতে পারবেন ফেব্রুয়ারি ৬ থেকে জুন ৩০, ২০২৫ এর মধ্যে। মূল্য ছাড়ের অফারটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য। মেলায় ফ্লাইট ও হোটেল বুকিংএর ওপর আকর্ষণীয় মূল্য ছাড়ের অফারও থাকছে। এছাড়া ফার্স্টট্রিপের প্যাভেলিয়নে প্ল্যাটফর্মের একটি লাইভ ডেমো উপভোগ করতে পারবেন।”

ফার্স্টট্রিপ সম্পর্কে তথ্য: ফার্স্টট্রিপ হল একটি প্রিমিয়ার ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম যা নির্বিঘ্ন এবং সাশ্রয়ী মূল্যের ভ্রমণ সমাধান প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ফ্লাইট, হোটেল, ভিসা সহায়তা এবং অবকাশকালীন প্যাকেজসহ বিভিন্ন পরিষেবাসহ, ফার্স্টট্রিপ ভ্রমণকারীদের তাদের স্বপ্নের গন্তব্যে অনায়াসে সংযুক্ত করেছে। বিস্তারিত তথ্য জানা যাবে www.firsttrip.com  এই ওয়েবসাইটে।
 

ঢাকা/সাজ্জাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ