আর্জেন্টিনা থেকে এল ৫০ হাজার ২০০ টন গম
Published: 5th, February 2025 GMT
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২০০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
খাদ্য মন্ত্রণালয় আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ হাজার ১২০ টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।
এর মধ্যেই চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মাদক মামলায় মায়ের সঙ্গে কারাগারে তিন বছরের ইব্রাহিম
জয়পুরহাটের আক্কেলপুরে মাদক মামলায় নাছরিন আক্তার নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সঙ্গে পাঠানো হয়েছে তার তিন বছরের শিশু ছেলে ইব্রাহিমকেও। একই মামলায় নাজমা বেগম ও রুবেল হোসেন নামে দুজনকেও কারাগারে পাঠানো হয়। আজ বুধবার তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তল্লাশি চালিয়ে প্রাইভেট কার, ৪০ কেজি গাঁজা গাজা ও ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা থেকে একটি প্রাইভেট কার চুরি হয়েছে এমন সংবাদ পায় আক্কেলপুর থানা-পুলিশ। পৌর এলাকার আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে গাড়িটির গতি রোধ করা হয়। পরে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা ও ৩৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার শিশুসহ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লার কোতোয়ালি থানার চকবাজার শুভপুর এলাকার রুবেল হোসেন, জয়পুরহাট সদর উপজেলার সাখিদারপাড়া গ্রামের নাজমা বেগম এবং কুমিল্লার চান্দিনা উপজেলার ছাইকট গ্রামের নাসরিন আক্তার। নাজমা বেগমের নামে আগেও বগুড়া, নাটোর ও কুমিল্লায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে।
ইব্রাহিমের মা নাসরিন আক্তার বলেন, কয়েকদিন আগে তার স্বামী রাকিব হোসেন মারা যান। তিনিও মাদক কারবারী ছিলেন। দারিদ্রতার কারণে স্বামীর এক সহযোগীর পরামর্শে নেমে পড়েন এ কাজে। দুই হাজার টাকার চুক্তিতে কুমিল্লা থেকে গাঁজার চালান আনছিলেন তারা।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।