সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২শ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২শ টন গম নিয়ে এমভি ইলপিডা জিআর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা, জাহাজে রাখা গমের মধ্যে ৩০ হাজার ১২০টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন মোংলা বন্দরে খালাস করা হবে। এরইমধ্যে চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

বিএইচ

.

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

জামিনে মুক্ত সাবেক এমপি আজিজকে মারধর, ফের কারাগারে

সিরাজগঞ্জ-৩ আসনের সদ্য কারামুক্ত সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে আরেক মামলায় আবারও কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ২৪ আগস্টে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে আজিজকে সিরাজগঞ্জের তাড়াশ আমলী আদালতে হাজির করা হলে বিচারক গোলাম ওমর ফারুক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর আব্দুল হাই ও তাড়াশ আমলী আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) শিউলী খাতুন।

এর আগে হাইকোর্ট থেকে একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পান আব্দুল আজিজ। মঙ্গলবার বিকালে এ-সংক্রান্ত আদেশের কাগজপত্র সিরাজগঞ্জ জেলা কারাগারে আসে। রাত পৌনে ৮টার দিকে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়।

সিরাজগঞ্জের কারা তত্ত্বাবধায়ক মো. কামরুজ্জামান জানান, স্থানীয় প্রশাসন, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করে তাকে ছেড়ে দেওয়া হয়। ছাড়া পাওয়ার পর আজিজকে ক্ষুব্ধ ছাত্র-জনতা মারধর করে বলে শুনেছি।

সদর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো. হুমায়ন কবির বলেন, রাত ৯টার দিকে ক্ষুব্ধ ছাত্র-জনতা আজিজকে থানায় দিয়ে যায়।
 
গত ৪ ফেব্রুয়ারি হত্যাচেষ্টা মামলায় ডা. আজিজকে গ্রেপ্তার করে র‌্যাব। ওইদিন ঢাকার বাংলামোটর এলাকার পদ্মা জেনারেল হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


 

সম্পর্কিত নিবন্ধ