সড়কের পাশে যুবকের লাশ, কারণ খুঁজছে পুলিশ
Published: 5th, February 2025 GMT
চট্টগ্রাম নগরে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। আজ বুধবার সকালে নগরের চান্দগাঁও থানার অনন্যা আবাসিকের ১ নম্বর সড়কের ফেদিয়া পুকুরপাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সড়কের পাশে লাশটি পড়ে ছিল।
নিহত যুবকের নাম সোহেব রুমি (২৫)। তিনি নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার মো. ইকবালের ছেলে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত হতে পারেনি পুলিশ। জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত যুবকের হাতে ক্ষতের চিহ্ন রয়েছে। বৈদ্যুতিক শক থেকে হাতের এই ক্ষত হয়েছে, নাকি অন্য কিছু, তা তদন্ত করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা আমিরুল ইসলাম আরও বলেন, এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সর্বশেষ দিবাগত রাত দেড়টার দিকে একটি অটোরিকশায় সোহেব যাচ্ছিলেন। তিনি কেন, কী কারণে ওই এলাকায় গিয়েছিলেন, তা জানা যায়নি। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে আনা হচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চেয়ারম্যান গ্রেপ্তারকে কেন্দ্র করে জনগণের তোপের মুখে ডিবি পুলিশ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তার করতে গিয়ে জনতার তোপের মুখে পড়ে ডিবি পুলিশ। এ সময় সংঘর্ষে ডিবি পুলিশের তিন সদস্য গুরুতর আহত হন।
বুধবার বিকাল ৩টায় ধলই ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তবে তাকে গ্রেপ্তারের পরপরই স্থানীয় জনগণ প্রতিবাদ জানিয়ে সড়কে নেমে আসে এবং পুলিশের গাড়ি ঘেরাও করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশের একটি দল হাইচ গাড়ি নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘিরে রাখে। গ্রেপ্তারের পর চেয়ারম্যানকে গাড়িতে তোলার সময় স্থানীয় জনগণ বাধা দেয় এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায় এবং অস্ত্র ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার জেরে স্থানীয়রা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের কাটিরহাট বাজার এলাকায় সড়ক অবরোধ করে। পরে সেনাবাহিনী ও র্যাব পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন ও ওসি (তদন্ত) মোস্তাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন বলেন, ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ হামলার শিকার হয়। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।