চট্টগ্রাম নগরে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। আজ বুধবার সকালে নগরের চান্দগাঁও থানার অনন্যা আবাসিকের ১ নম্বর সড়কের ফেদিয়া পুকুরপাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সড়কের পাশে লাশটি পড়ে ছিল।

নিহত যুবকের নাম সোহেব রুমি (২৫)। তিনি নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার মো. ইকবালের ছেলে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত হতে পারেনি পুলিশ। জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত যুবকের হাতে ক্ষতের চিহ্ন রয়েছে। বৈদ্যুতিক শক থেকে হাতের এই ক্ষত হয়েছে, নাকি অন্য কিছু, তা তদন্ত করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা আমিরুল ইসলাম আরও বলেন, এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সর্বশেষ দিবাগত রাত দেড়টার দিকে একটি অটোরিকশায় সোহেব যাচ্ছিলেন। তিনি কেন, কী কারণে ওই এলাকায় গিয়েছিলেন, তা জানা যায়নি। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে আনা হচ্ছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্ত্রীসহ রাজশাহীর সাবেক এমপি আয়েনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন ও তার স্ত্রী এলিনা আক্তার পলির দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন (গালিব) এর আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে 
এ আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।  

দুদকের পক্ষে সহকারী পরিচালক বিষাণ ঘোষ তাদের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। 

আবেদনে বলা হয়, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান। রয়েছে। আয়েন উদ্দিনের স্ত্রীর মালিকানায় বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে। 

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও তার স্ত্রী দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পাবেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে। এমতাবস্থায়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

ঢাকা/মামুন/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ