চ্যাটজিপিটি চ্যাটবটের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ দিতে গত ডিসেম্বরে হোয়াটসঅ্যাপ থেকে বার্তা পাঠানোর সুযোগ চালু করে ওপেনএআই। এর ফলে হোয়াটসঅ্যাপ থেকে বার্তা পাঠিয়েই চ্যাটজিপিটি চ্যাটবটের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ মিলে থাকে। এবার চ্যাটজিপিটি চ্যাটবটের সঙ্গে আরও সহজে যোগাযোগের সুযোগ দিতে ভয়েস নোট পাঠানোর সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ। সুবিধাটি চালুর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বার্তার পাশাপাশি ভয়েস নোট পাঠিয়ে চ্যাটজিপিটি চ্যাটবটের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটি চ্যাটবটের কাছে ছবি পাঠিয়ে সেখানে থাকা বিভিন্ন স্থান বা ব্যক্তি সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি ভয়েস নোট পাঠিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরও জানা যাবে। হোয়াটসঅ্যাপ থেকে পাঠানো ভয়েস নোট লেখায় রূপান্তর করে প্রয়োজনীয় উত্তর জানাবে চ্যাটজিপিটি চ্যাটবট।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপের নতুন এই ৭ সুবিধা ব্যবহার করেছেন তো?২৩ নভেম্বর ২০২৪

হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি চ্যাটবট ব্যবহারের জন্য প্রথমে ১-৮০০-২৪২-৮৪৭৮ নম্বরটি ফোনের কন্ট্যাক্ট তালিকায় সংরক্ষণ করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপ চালু করলে কন্ট্যাক্ট তালিকায় ওপেনএআইয়ের এই নম্বর দেখা যাবে। সেখান থেকে এই নম্বরের কন্ট্যাক্টে হোয়াটসঅ্যাপেই চ্যাটজিপিটি চ্যাটবটকে প্রম্পট দেওয়া যাবে। নতুন এই সুবিধা ধীরগতির ইন্টারনেট সংযোগ কিংবা কম স্টোরেজ ও সীমিত প্রসেসিং ক্ষমতাসম্পন্ন ডিভাইসের ক্ষেত্রে বেশ কার্যকর হবে।

আরও পড়ুনআলো কম থাকলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন যেভাবে৩১ জানুয়ারি ২০২৫

ওপেনএআই জানিয়েছে, শিগগিরই পেইড চ্যাটজিপিটি চ্যাটবট ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে তাঁদের অ্যাকাউন্টে প্রিমিয়াম সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন। তবে ফোন নম্বরের মাধ্যমে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলতে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই বা পেইড প্ল্যানে সাবস্ক্রাইব করাও বাধ্যতামূলক নয়। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এ সুবিধা উন্মুক্ত করা হলেও পর্যায়ক্রমে অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে অনাকাঙ্ক্ষিত গ্রুপে যুক্ত হওয়া ঠেকাবেন যেভাবে০৫ নভেম্বর ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ য় টসঅ য প থ ক চ য টবট র ক ছ ভয় স ন ট ব যবহ র

এছাড়াও পড়ুন:

‘গোল চুরি’ করে ক্ষমা চাইলেন রাফিনিয়া 

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতেছে বার্সেলোনা। বড় জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে ফেলেছে কাতালানরা। দলের একহালিতে স্ট্রাইকার রবার্ট লেভানডভিস্কি জোড়া গোল করেছেন। রাফিনিয়া ও লামিনে ইয়ামাল করেছেন একটি করে গোল। 

দলের হয়ে রাফিনিয়া ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোলটি করেন। তবে গোলটি হতে পারত কাতালান ডিফেন্ডার পাও কুবার্সির। তিনি বার্সার নেওয়া ফ্রি কিক থেকে গোলের মুখে বল পেয়ে পা বাড়িয়ে শট নেন। তা গোল হয়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে পা বাড়িয়ে বল জালে ঢুকিয়ে দেন রাফিনিয়া। 

সতীর্থ কুবার্সির ওই গোল ‘চুরি’ করায় ক্ষমা প্রার্থনা করেছেন চলতি মৌসুমে বার্সার হয়ে দুর্দান্ত ছন্দে থাকা ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। গোল হবে কিনা দ্বিধা ছিল বলেও জানিয়েছেন তিনি, ‘গোলটা নিয়ে আমি দ্বিধায় ছিলাম। অফ সাইড হয়ে যাওয়ার ভয়ে ছিলাম। শেষ পর্যন্ত তা হয়নি। আমি কুবার্সির কাছে ক্ষমা চেয়েছি। সে বলেছে- আমি কিছু মনে করিনি। এটাকে গোলে সহায়তাই মনে করেছি।’ 

চলতি মৌসুমে রাফিনিয়া চ্যাম্পিয়ন্স লিগে ১২ গোল করেছেন। যা মৌসুমে এখন পর্যন্ত সর্বাধিক। গোল ও গোলে সহায়তা মিলিয়ে সংখ্যাটা ১৯। এক মৌসুমে ইউরোপের লড়াইয়ে মেসির সমান গোল ও গোলে অবদান রেখেছেন তিনি। সতীর্থদের সঙ্গে ভালো বোঝাপড়ার কারণে এমনটা সম্ভব হচ্ছে বলে জানান এই বাঁ-পায়ের ফুটবলার, ‘শীর্ষ পর্যায়ের ফুটবলারদের সঙ্গে খেলা উপভোগ করি। আমরা দলের একে অপরকে খুব ভালো বুঝি। আশা করছি, এভাবে এগিয়ে যেতে পারবো।’ 

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত হলে ইন্টার মিলান নয়তো বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে হবে বার্সার। পূর্বে বায়ার্নে ভীতে দেখা গেছে কাতালানদের। যদিও ফ্লিক এখন শেষ চার নিয়ে ভাবতে রাজি নন, ‘আমরা এখনো জিতিনি। আপনি ফুটবলে কী ঘটবে তা বলতে পারবেন না। পাগলাটে সব ঘটনা ঘটে এখানে। আমরা যেভাবে আজ খেলেছি, এভাবে পরের ম্যাচেও খেলতে হবে।’ বার্সা ও ডর্টমুন্ড দ্বিতীয় লেগে ১৬ এপ্রিল রাতে মুখোমুখি হবে।  

সম্পর্কিত নিবন্ধ