স্টেজ শো’ পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন কন্ঠশিল্পী শিল্পী বিশ্বাস। তার কণ্ঠে প্রকাশিত একাধিক গান পার হয়েছে কোটি ভিউ। বিশেষ করে ‘রাগ কইরো না মনের মানুষ’ গানটি এ সময়ে বেশ জনপ্রিয়তা পায়।

এবার শিল্পী বিশ্বাসের কণ্ঠে প্রকাশ হল নতুন গান ‘বন্ধু আমার প্রাণে না আসিলো’। তারেক আনন্দের কথায় গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী। সংগীতায়োজন করেছেন এস ডি সাগর।

নতুন গান প্রসঙ্গে শিল্পী বিশ্বাস বলেন, “অনেক দিন থেকেই গীতিকার তারেক আনন্দের কাছে আমি একটি গান চাচ্ছিলাম। অবশেষে চমৎকার কথার এই গানটি আমাকে দিলেন। খায়রুল ওয়াসী সুন্দর সুর করেছেন। এস ডি সাগরের সংগীতায়োজনে আমার কণ্ঠে ‘বন্ধু আমার প্রাণে না আসিলো’ গানটি আশা করি ভালো লাগবে শ্রোতাদের।”

শিল্পীর কন্ঠে ‘কোমরের বিছা করুম’ গানটি দুই মাসে ৭৫ লাখের বেশি শ্রোতা ইউটিউবে শুনেছেন। এছাড়া ‘আমারও তো মন খারাপ হয়’ গানটিও শ্রোতাদের বেশ পছন্দের।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মাসহ নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দিলেন জিকে শামীম

অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় নিজের ও তার মা আয়েশা আক্তারের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম।

সোমবার (১০ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে তিনি এ সাক্ষ্য দেন । তবে এদিন সাফাই সাক্ষ্য শেষ হয়নি। আগামী ১৮ মার্চ অবশিষ্ট সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।

এর আগে গত ৫ মার্চ আত্মপক্ষ শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান।

গত ১৭ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য ছিলো। তবে জি কে শামীমের আইনজীবী শাহিনুর ইসলাম মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন। মামলাটি রায় থেকে উত্তোলন করে সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়।

২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

২০২১ সালের ১৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন।

২০২২ সালের ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

ঢাকা/মামুন/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ