মেঘনায় ডাকাত দলের গোলাগুলিতে নিহতের ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা
Published: 5th, February 2025 GMT
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে নৌ-ডাকাত দলের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চাঁদপুরের উত্তর মতলব থানায় দায়ের করা এ মামলায় নৌ-ডাকাত দলের প্রধান জহিরুল ইসলাম ওরফে কানা জহিরকে প্রধান আসামি করা হয়েছে।
মঙ্গলবার রাত ১২টায় নিহত রাসেল ফকিরের মা আনোয়ারা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। উত্তর মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি রবিউল হক জানান, মামলায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১২ থেকে ১৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত বৃহস্পতিবার রাত ৭টায় মুন্সীগঞ্জ সদরের ভাষানচর গ্রামের সামনে কলাকান্দি নামক স্থানে মেঘনা নদীতে কানা জহির ও কিবরিয়া মিজির নেতৃত্বাধীন দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষ হয়। গোলাগুলির ফলে মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাষানচরের বাসিন্দা রাসেল (৩২) ও চাঁদপুরের মতলব থানার রিফাত (২৯) নিহত হন।
এ ঘটনায় আরও একজন, আইয়ুব আলী (৩২), গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মেঘনা নদীর ডাকাত চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়, এবং তাদের দমন করতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: তদন ত ড ক ত দল র
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, প্রতিবেশী গ্রেপ্তার
চাঁদপুরের মতলব দক্ষিণে সরকারি খালে মাছ ধরা ও খালপাড় দখল নিয়ে প্রতিপক্ষের মারধরে বশির প্রধানীয়া (৪০) নামের এক কৃষক নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মামলাটি করেন নিহত ব্যক্তির স্ত্রী।
নিহত বশির প্রধানীয়ার বাড়ি উপজেলার বহরী গ্রামে। গতকাল বুধবার দুপুরে বাড়ির পাশে খালেরপাড়ে তিনি খুন হন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, আজ সকাল ১০টায় নিহত কৃষকের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে রমিজ উদ্দিন বয়াতীসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।
ওসি সালেহ আহাম্মদ জানান, প্রধান আসামি রমিজ উদ্দিন বয়াতীকে গতকাল দুপুরে উপজেলার বহরী এলাকা থেকে আটক করা হয়। আজ সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পরিবার, পুলিশ ও মামলার এজাহার সূত্র জানায়, নিহত বশির এলাকায় কৃষিকাজ করতেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। অভিযুক্ত রমিজ উদ্দিন বয়াতীর বাড়িও বহরী গ্রামে। বশির ও রমিজ পরস্পরের প্রতিবেশী। দুজনের মধ্যে বাড়ির পাশে একটি সরকারি খালপাড়ের দখল ও খালের মাছ ধরা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে এর আগে ওই দুই পক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটে।
গতকাল দুপুর ১২টায় ওই সরকারি খালে মাছ ধরতে যান বশির প্রধানীয়া ও তাঁর দুই ছেলে। এতে বাধা দেন রমিজ উদ্দিন ও তাঁর লোকেরা। এ নিয়ে বশির ও রমিজ উদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে রমিজ উদ্দিন ও তাঁর লোকেরা বশির প্রধানীয়া ও তাঁর ছেলে বিল্লাল হোসেন ও মো. জয়নালকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। সেখান থেকে বশিরকে উদ্ধার করে স্বজনেরা চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিল্লাল হোসেন ও মো. জয়নাল স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন।