মুন্সীগঞ্জের মেঘনা নদীতে নৌ-ডাকাত দলের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চাঁদপুরের উত্তর মতলব থানায় দায়ের করা এ মামলায় নৌ-ডাকাত দলের প্রধান জহিরুল ইসলাম ওরফে কানা জহিরকে প্রধান আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাত ১২টায় নিহত রাসেল ফকিরের মা আনোয়ারা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। উত্তর মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি রবিউল হক জানান, মামলায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১২ থেকে ১৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত বৃহস্পতিবার রাত ৭টায় মুন্সীগঞ্জ সদরের ভাষানচর গ্রামের সামনে কলাকান্দি নামক স্থানে মেঘনা নদীতে কানা জহির ও কিবরিয়া মিজির নেতৃত্বাধীন দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষ হয়। গোলাগুলির ফলে মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাষানচরের বাসিন্দা রাসেল (৩২) ও চাঁদপুরের মতলব থানার রিফাত (২৯) নিহত হন। 

এ ঘটনায় আরও একজন, আইয়ুব আলী (৩২), গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মেঘনা নদীর ডাকাত চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়, এবং তাদের দমন করতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: তদন ত ড ক ত দল র

এছাড়াও পড়ুন:

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স৯১’ বাজারে

দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওয়ালটনের ‘জেনন’ সিরিজের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স৯১’ বাজারে এসেছে। দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮২ প্রাইমারি ক্যামেরার ফোনটিতে আছে ৬ ন্যানোমিটারের হিলিও জি১০০ প্রসেসর। গ্রাফাইট গ্রে কালারে ফোনটি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে। 

ওয়ালটন মোবাইলের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানিয়েছেন, দেশের সব ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুমে নতুন মডেলের এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে। পাশাপাশি ঘরে বসেই ওয়ালটনের অনলাইন সেলস প্লাটফর্ম (https://waltonplaza.com.bd/) এবং (https://waltondigitech.com) থেকেও ফোনটি কেনা যাবে। ভ্যাট ব্যতীত ফোনটির দাম ৩০ হাজার ৯৯৯ টাকা।

এই ফোনে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস থ্রি-ডি কারভড অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির টাচ স্যাম্প্লিং রেট ৩৬০ হার্জ। আকর্ষণীয় সেলফির জন্য সামনে আছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে ২৪ জিবি র‌্যাপিড মেমোরি ব্যবহৃত হয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম পর্যন্ত সুবিধা পাওয়া যাবে ডিভাইসটিতে। ব্যবহারকারীরা ২৫৬ জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ সুবিধা পাবেন। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫৭ এমসি২। ফোনটিতে চ্যাটজিপিটি, জেমিনি এআাই, কো-পাইলট ও ডিপসিকের মতো এআই অ্যাপগুলো প্রি-লোড হিসেবে আছে।

পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে আছে পাঁচ হাজার এমএএইচ হাই-ক্যাপাসিটি লি-পলিমার ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং থাকায় দ্রুততম সময়ে চার্জিং সুবিধা থাকছে এই ডিভাইসে।

অন্যান্য ফিচারের মধ্যে আছে—নাইট লাইট, ইন-ডিসপ্লে ফিংগার প্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, থিম স্টোর ও বাইপাস চার্জিং ফিচার।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

ঢাকা/একরাম/রফিক

সম্পর্কিত নিবন্ধ