নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ বিষয়ে শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীনের আদালত এ আদেশ দেন।

এর আগে, ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আনিসুল হককে আদালতে হাজির করে পুলিশ। 

সকালে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

তিনি জানান, সোনারগাঁ থানার আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে উভয়পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক আশিক মিয়া। ২৩ আগস্ট নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১১২ জনের নাম উল্লেখ এবং ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ব ক আইনমন ত র ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুরে কিশোরের লাশ

নারায়ণগঞ্জে জেলা কারাগারের সামনের পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার হয়।

ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কিশোর মাদরাসার শিক্ষার্থী হতে পারে। পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।”

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত জেলা কারাগার। এই কারাগারের সামনের পুকুরে এক কিশোরের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।

আরো পড়ুন:

যুবককে হত্যার পর হাসপাতালে রেখে গেল দুর্বৃত্তরা

মেহেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম বলেন, “মারা যাওয়া কিশোরের বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর। তার পরনে ছিল সাদা রঙের পায়জামা। মুখের এক পাশে আঘাতের চিহ্ন রয়েছে। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে এবং গাল ফোলা ছিল।”

ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পেলে কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারব। তার পরিচয় শনাক্ত করতে পুলিশের পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করছে।”

তিনি আরো বলেন, “পুকুরটি জেলা কারাগারের সামনে হলেও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে পুকুরটিতে দিনে রাতে যখন তখন বহিরাগত নারী-পুরুষ ও শিশু-কিশোররা গোসল করেন।”

নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, “পুকুরটি কারাগারের সামনে হলেও এটি সড়ক বিভাগের স্থানে হওয়ায় আমরা নিরাপত্তার ব্যবস্থা করতে পারছি না। আজকের ঘটনার পর পুকুরটির নিরাপত্তার জন্য আমরা সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছি।”

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • সার্ভার জটিলতায় রোগীদের আবেদনে ভোগান্তি
  • নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 
  • ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার মহানগর বিএনপির র‌্যালি
  • ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বৃহস্ মহানগর বিএনপির র‌্যালি
  • দেশের বিভিন্ন জায়গায় হামলা-ভাঙচুরে ১০ মামলা, গ্রেপ্তার ৭২
  • মাফিয়াতন্ত্র এখন বিএনপির দখলে : রফিউর রাব্বি
  • ওসমান পরিবারের বিদেশে পালিয়ে যাওয়ার দায় সরকার এড়াতে পারে না : রফিউর রাব্বি
  • নারায়ণগঞ্জ জেলা কারাগারের পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার
  • নিতাইগঞ্জে কোকাকোলার গুদামে হামলার চেষ্টা, আটক ৪  
  • নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুরে কিশোরের লাশ