সাবেক আইনমন্ত্রী আনিসুল ৩ দিনের রিমান্ডে
Published: 5th, February 2025 GMT
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ বিষয়ে শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীনের আদালত এ আদেশ দেন।
এর আগে, ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আনিসুল হককে আদালতে হাজির করে পুলিশ।
সকালে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
তিনি জানান, সোনারগাঁ থানার আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে উভয়পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক আশিক মিয়া। ২৩ আগস্ট নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১১২ জনের নাম উল্লেখ এবং ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ব ক আইনমন ত র ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে মেঘনায় কারা চাঁদাবাজি করে আমরা জানি : ইমতিয়াজ বকুল
সোনারগাঁয়ের মেঘনায় কারা চাঁদাবাজী করে আমরা জানি। আপনি চাঁদাবাজী করবেন আপনি বসুন্ধরার মালিকের গাড়িতে চড়বেন এ দায় বিএনপি নেবে না। এ দায়ভার খালেদা জিয়া কিংবা তারেক রহমান নেবে না। যারা চাঁদাবাজী করছেন তাদের জন্য এলামিং।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর সোনারগাঁ এক জনসভায় মেঘনার চাদাবাজীর কথা বলে গেছেন।
তিনি বলেন ৫ আগষ্টের আগে যেসব নেতাকর্মী আমাদের সাথে ছিল সেসব নেতাকর্মীই আমাদের জন্য যথেষ্ট। আওয়ামীলীগের দোসরদের আমাদের দলে প্রয়োজন নেই। আমরা আওয়ামীলীগের মেম্বারদের চেয়ারম্যান বানাবো না। আমরা চাঁদার জন্য শিল্প কারখানা বন্ধ করবো না।
আমরা নিজের দলেরর লোকদের নামে মামলা দেব না। আমাদের বুকে যে সাহস আছে তা জাতীয়তাবাদের সাহস এটা তারেক রহমানের সাহস।
তিনি বলেন, তারেক রহমান বলেছেন হিন্দু মুসলমান বৈদ্ধ খ্রিষ্টান সবাইকে নিয়ে একটি মালা গাঁথার জন্য। এ মালা হবে ঐক্যের মালা।
তিনি একটি পক্ষের সমালোচনা করে বলেন, আমাদের কিছু রাজনৈতিক বন্ধু সুক্ষভাবে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে। বন্ধুরা আপনারা আপনাদের আর্দশ বাস্তবায়ন করেন বিএনপি বিএনপির আদর্শ বাস্তবায়ন করবে। দেশে অনৈক্য সৃষ্টির চেষ্টা করবেন না। আমরা এক সাথে সবাই মিলে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন কিেরছ। এ ঐক্য ধরে রাখুন।
বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনায় সোনারগাঁ উপজেলা বিএনপি সহ- সভাপতি হাজী মো. শফি উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা হারুন অর রশিদ ও আসিফ ভূঁইয়া সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপি সহ-সভাপতি গাজী মো. হারুনুর অর রশিদ, সোনারগাঁ উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক হাজী মো. মোক্তার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক হাজী মোঃ আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁ উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।