জয় দিয়ে ফুটবল দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব শুরু করল দুনিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ১০ জনের দল নিয়ে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল, অন্যদিকে চিলির বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।

ভেনেজুয়েলার কারাকাসের ব্রিগিদো স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে শেষ ৩৩ মিনিট ১০ জন নিয়ে খেলেছে ব্রাজিল। ৫৭ মিনিটে উরুগুয়ের রাইট উইঙ্গার আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের লেফটব্যাক আর্থুর দিয়াস। এরপরই প্রতি–আক্রমণ থেকে ৭৪ মিনিটে ব্রাজিলকে গোল এনে দেন ফরোয়ার্ড পেদ্রো। এক জন কম খেলোয়াড় নিয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারাই হয়তো বড় স্বস্তি রামোন মেনেজেসের দলের। 

সেদিক থেকে ব্রাজিলের চেয়ে তুলনামূলক সহজ জয় পেয়েছে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে ৩৫ মিনিটে উইঙ্গার ইয়ান সুবিয়াব্রের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৭ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন রিভার প্লেট ফরোয়ার্ড অগাস্তিন রুবের্তো। বিরতির পর ৬১ মিনিটের চিলির স্ট্রাইকার হুয়ান রসেল একটি গোল পরিশোধ করেন।

বয়সভিত্তিক এই টুর্নামেন্টে কোনো ফাইনাল নেই। চুড়ান্ত পর্বে খেলা ছয়টি দলের মধ্যে যারা পয়েন্ট টেবিলে শীর্ষে থাকবে, তাদের হাতেই উঠবে শিরোপা। এই মুহূর্তে ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কলম্বিয়া। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আর্জেন্টিনা। এছাড়া ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ব্রাজিল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর জ ন ট ন আর জ ন ট ন

এছাড়াও পড়ুন:

ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার গিল

আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের ওপেনার শুভমান গিল। তিনি অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপসকে পেছনে ফেলে এ স্বীকৃতি অর্জন করেছেন।

ফেব্রুয়ারি মাসে গিল ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন। পাঁচটি ওয়ানডে খেলে তিনি ৪০৬ রান করেছেন, স্ট্রাইক রেট ৯৪.১৯ এবং ব্যাটিং গড় ১০১.৫০। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তার ধারাবাহিক পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। সেই সিরিজে নাগপুরে ৮৭, কটকে ৬০ এবং আহমেদাবাদে ১১২ রান করেছিলেন। শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে তিনি ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন।

এরপর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও গিলের ব্যাটিং দাপট অব্যাহত ছিল। দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে অপরাজিত ১০১ রান করে দলকে জেতান তিনি। পাকিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচেও ৪৬ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

আরো পড়ুন:

৭৫ শতাংশ কমানো হলো পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

এটি গিলের ক্যারিয়ারের তৃতীয় আইসিসি মাসসেরা ক্রিকেটারের পুরস্কার। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরে তিনি এই সম্মাননা অর্জন করেছিলেন।  

অন্যদিকে, নারীদের ক্যাটাগরিতে ফেব্রুয়ারির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার অ্যালানা কিং। তিনি নারী অ্যাশেজে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পেয়েছেন। তার সঙ্গে মনোনীত ছিলেন অস্ট্রেলিয়ারই অ্যানাবেল সাদারল্যান্ড এবং থাইল্যান্ডের থিপাচা পুথাওং।  

টানা তৃতীয় অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার হিসেবে মাসসেরার পুরস্কার জিতলেন কিং। তার আগে জানুয়ারিতে বেথ মুনি ও ডিসেম্বরে অ্যানাবেল সাদারল্যান্ড এই স্বীকৃতি পেয়েছিলেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ