কয়রায় সরকারবিরোধী লিফলেট বিতরণকালে ৪ আওয়ামী লীগ কর্মী আটক
Published: 5th, February 2025 GMT
খুলনার কয়রায় সরকারবিরোধী লিফলেট বিতরণের অভিযোগে চারজন আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আংটিহারা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোড়ল এবং আওয়ামী লীগ কর্মী মহিদুল ইসলাম।
পুলিশ জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় আটক ব্যক্তিরা স্থানীয় বাজারে সরকারবিরোধী লিফলেট বিতরণ করছিলেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিফলেটসহ চারজনকে আটক করে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ ল ফল ট আওয় ম
এছাড়াও পড়ুন:
পঙ্গু হাসপাতালের কর্মচারীদের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের মারামারি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতাল) কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে দুই পক্ষের মধ্যে মারামারির জেরে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ হাসপাতালে গিয়ে অবস্থান নিয়েছে। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।