ফরচুন বরিশাল সবার আগে ফাইনালে উঠে অপেক্ষা করছে প্রতিপক্ষের জন্য। সম্ভাব্য প্রতিপক্ষ কে হতে পারে, এ নিয়ে জল্পনা-কল্পনা চলছে সমর্থকদের মধ্যে। খুলনা টাইগার্স, নাকি চিটাগং কিংস– কে ফাইনালে উন্নীত হবে, তা জানা যাবে আজ রাতে। সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের জয়ী দল হবে দ্বিতীয় ফাইনালিস্ট। 

সেদিক থেকে কোয়ালিফায়ার ম্যাচ হলেও উভয় দলের জন্য অলিখিত ফাইনাল। কারণ হেরে গেলেই টুর্নামেন্ট শেষ। জিতে গেলে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। তাই সম্ভাবনার নিক্তিতে দেখা হলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার জয়ের সম্ভাবনা বেশি। কারণ, টানা তিন ম্যাচে অপরাজিত তারা। রংপুর রাইডার্সকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছিল দলটি। ঢাকা ক্যাপিটালের বিপক্ষে লিগের শেষ ম্যাচটি রূপ নিয়েছিল সেমিফাইনালে। গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে দারুণ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা করে নেয়। দুর্বার রাজশাহীর পয়েন্ট সমান হলেও রান গড়ে এগিয়ে থাকার পুরস্কার পায় মেহেদী হাসান মিরাজের দল। রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনার এলিমিনেটর ম্যাচের পারফরম্যান্স টাটকা। এক দিন আগেই টুর্নামেন্টের অন্যতম সেরা দলকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালের জন্য দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করে।

একাদশ বিপিএলে ঢাকার ওপেনার তানজিদ হাসান তামিম লিগ পর্বে বিদায় নিলেও রান সংগ্রাহকের তালিকার শীর্ষেই ছিলেন। রংপুরের বিপক্ষে শেষ ম্যাচে হার না মানা ৪৮ রান করে তানজিদকে হটিয়ে শীর্ষস্থানের দখল নেন খুলনার ওপেনার নাঈম শেখ। টুর্নামেন্টজুড়েই ভালো ব্যাটিং করছেন জাতীয় দলের সাবেক এ ব্যাটার। মেহেদী হাসান মিরাজ, নাসুমদের সঙ্গে বিদেশি কোটায় শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডার যোগ দেওয়ায় খুলনা ভারসাম্য দল হয়ে উঠেছে। 

সে তুলনায় চিটাগং একটু হলেও পিছিয়ে। প্রথম কোয়ালিফায়ার খেললেও বরিশালের বিপক্ষে লড়াই জমাতে পারেনি। শামীম পাটোয়ারি ছাড়া মেরে খেলার ব্যাটার কম। তবে কিংসের বোলিং বিভাগ দারুণ। শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, আরাফাত সানি, আলিস আল ইসলামের সঙ্গে বিনুরা ফার্নান্দো ভালো বোলিং করেন। শামীম হোসেনও স্পিন কাজে লাগাতে জানেন। 

তাই আজকের হাইভোল্টেজ ম্যাচে যে দলের খেলোয়াড়রা চাপ নিয়ন্ত্রণ করে খেলতে পারবেন, জয়ের সম্ভাবনা বেশি তাদের। চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের চেয়ে মেহেদী মিরাজের আন্তর্জাতিক অভিজ্ঞতা বেশি। চাপ সামলে দল পরিচালনায়ও দক্ষ তিনি। তাই দ্বিতীয় কোয়ালিফায়ারে মিরাজদের দিকেই জয়ের পাল্লা ভারী।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

চেয়ারম্যান গ্রেপ্তারকে কেন্দ্র করে জনগণের তোপের মুখে ডিবি পুলিশ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তার করতে গিয়ে জনতার তোপের মুখে পড়ে ডিবি পুলিশ। এ সময় সংঘর্ষে ডিবি পুলিশের তিন সদস্য গুরুতর আহত হন।

বুধবার বিকাল ৩টায় ধলই ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তবে তাকে গ্রেপ্তারের পরপরই স্থানীয় জনগণ প্রতিবাদ জানিয়ে সড়কে নেমে আসে এবং পুলিশের গাড়ি ঘেরাও করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশের একটি দল হাইচ গাড়ি নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘিরে রাখে। গ্রেপ্তারের পর চেয়ারম্যানকে গাড়িতে তোলার সময় স্থানীয় জনগণ বাধা দেয় এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায় এবং অস্ত্র ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার জেরে স্থানীয়রা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের কাটিরহাট বাজার এলাকায় সড়ক অবরোধ করে। পরে সেনাবাহিনী ও র‍্যাব পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন ও ওসি (তদন্ত) মোস্তাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন বলেন, ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ হামলার শিকার হয়। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।

সম্পর্কিত নিবন্ধ