মিরাজের খুলনাই কি বরিশালের প্রতিপক্ষ
Published: 5th, February 2025 GMT
ফরচুন বরিশাল সবার আগে ফাইনালে উঠে অপেক্ষা করছে প্রতিপক্ষের জন্য। সম্ভাব্য প্রতিপক্ষ কে হতে পারে, এ নিয়ে জল্পনা-কল্পনা চলছে সমর্থকদের মধ্যে। খুলনা টাইগার্স, নাকি চিটাগং কিংস– কে ফাইনালে উন্নীত হবে, তা জানা যাবে আজ রাতে। সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের জয়ী দল হবে দ্বিতীয় ফাইনালিস্ট।
সেদিক থেকে কোয়ালিফায়ার ম্যাচ হলেও উভয় দলের জন্য অলিখিত ফাইনাল। কারণ হেরে গেলেই টুর্নামেন্ট শেষ। জিতে গেলে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। তাই সম্ভাবনার নিক্তিতে দেখা হলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার জয়ের সম্ভাবনা বেশি। কারণ, টানা তিন ম্যাচে অপরাজিত তারা। রংপুর রাইডার্সকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছিল দলটি। ঢাকা ক্যাপিটালের বিপক্ষে লিগের শেষ ম্যাচটি রূপ নিয়েছিল সেমিফাইনালে। গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে দারুণ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা করে নেয়। দুর্বার রাজশাহীর পয়েন্ট সমান হলেও রান গড়ে এগিয়ে থাকার পুরস্কার পায় মেহেদী হাসান মিরাজের দল। রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনার এলিমিনেটর ম্যাচের পারফরম্যান্স টাটকা। এক দিন আগেই টুর্নামেন্টের অন্যতম সেরা দলকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালের জন্য দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করে।
একাদশ বিপিএলে ঢাকার ওপেনার তানজিদ হাসান তামিম লিগ পর্বে বিদায় নিলেও রান সংগ্রাহকের তালিকার শীর্ষেই ছিলেন। রংপুরের বিপক্ষে শেষ ম্যাচে হার না মানা ৪৮ রান করে তানজিদকে হটিয়ে শীর্ষস্থানের দখল নেন খুলনার ওপেনার নাঈম শেখ। টুর্নামেন্টজুড়েই ভালো ব্যাটিং করছেন জাতীয় দলের সাবেক এ ব্যাটার। মেহেদী হাসান মিরাজ, নাসুমদের সঙ্গে বিদেশি কোটায় শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডার যোগ দেওয়ায় খুলনা ভারসাম্য দল হয়ে উঠেছে।
সে তুলনায় চিটাগং একটু হলেও পিছিয়ে। প্রথম কোয়ালিফায়ার খেললেও বরিশালের বিপক্ষে লড়াই জমাতে পারেনি। শামীম পাটোয়ারি ছাড়া মেরে খেলার ব্যাটার কম। তবে কিংসের বোলিং বিভাগ দারুণ। শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, আরাফাত সানি, আলিস আল ইসলামের সঙ্গে বিনুরা ফার্নান্দো ভালো বোলিং করেন। শামীম হোসেনও স্পিন কাজে লাগাতে জানেন।
তাই আজকের হাইভোল্টেজ ম্যাচে যে দলের খেলোয়াড়রা চাপ নিয়ন্ত্রণ করে খেলতে পারবেন, জয়ের সম্ভাবনা বেশি তাদের। চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের চেয়ে মেহেদী মিরাজের আন্তর্জাতিক অভিজ্ঞতা বেশি। চাপ সামলে দল পরিচালনায়ও দক্ষ তিনি। তাই দ্বিতীয় কোয়ালিফায়ারে মিরাজদের দিকেই জয়ের পাল্লা ভারী।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
ফারহান-কেয়ার প্রেমের ‘বাজি’
ছোট পর্দার ব্যস্ত তারকা জুটি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। অনেক নাটক-টেলিফিল্মে একসঙ্গে দেখা গেছে তাদের। ঈদ উপলক্ষে ফের জুটি বাঁধলেন এই তারকা যুগল।
তৌফিকুল ইসলাম নির্মাণ করেছেন একক নাটক ‘বাজি’। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। এ নাটকে দেখা যাবে কেয়া-মুশফিককে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার নাটকে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন মীর রাব্বি।
‘বাজি’ নাটকের গল্প সাজানো হয়েছে মফস্বলের এক বাজিকরকে ঘিরে। যার নাম জালাল। যে সব বাজিতেই জেতে। যদিও একবার এক মুরগী ধরার বাজিতে গিয়ে ধরে ফেলে একই গ্রামের সুন্দরী শিক্ষার্থী আনিকার পা! বাজিকরের জীবনে আসে নতুন গল্প।
আরো পড়ুন:
মোশাররফ করিমকে নিয়ে আর এইচ সোহেলের ধারাবাহিক
স্পর্শিয়ার প্রেমে দুই ভাই!
নির্মাতা জানান, পুরো নাটকের গল্পই আবর্তিত হয়েছে বাজি ও বাজিকরের জীবন নিয়ে। এরমধ্যে অন্যতম অনুষঙ্গ আবার প্রেম। টিভি দর্শকরা এমন থ্রিলার জনরার গল্প সচরাচর নাটকে দেখতে পান না বলেও মনে করেন এই পরিচালক।
‘বাজি’ নাটকের প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবে ‘বাজি’সহ প্রায় ২০টি কনটেন্ট দর্শকদের জন্য নির্মাণ করা হয়েছে। সব কটি ধারাবাহিকভাবে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
ঢাকা/শান্ত