ভারতের বিনোদন ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ নিয়ে অভিযোগের শেষ নেই। সেটা বলিউড, দক্ষিণী, মালায়লাম কিংবা বাংলা ইন্ডাস্ট্রি হোক। গত বছর প্রকাশিত হেমা কমিটির রিপোর্টে নারীশিল্পীদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার বিবরণ সবাইকে অবাক করেছে। এরপর কাস্টিং কাউচের শিকার অনেক অভিনেত্রী এ বিষয়ে কথা বলেছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কীর্তি কুলহারি।

তিনি সাফ জানিয়ে দিলেন, ‘কাস্টিং কাউচ-এ ভয় নেই, ওটা তো আমাদের ইন্ডাস্ট্রিতে ডালভাতের মত বিষয়!’

কীর্তি নিজেও এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। অভিনয় জীবনের একেবারে শুরুর দিকে একটি দক্ষিণী সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। সিনেমা নিয়ে প্রযোজকের সঙ্গে কথাও বলছেন। নানা কথার ফাঁকে আচমকাই প্রযোজক তাকে কুপ্রস্তাব দেন।

ইঙ্গিত দিয়ে বোঝান, সিনেমার বিনিময়ে প্রযোজকের সব প্রস্তাবে রাজি হতে হবে। সঙ্গে সঙ্গে অভিনেত্রী পাল্টা প্রশ্ন করেন, “একেই কি কাস্টিং কাউচ বলে? আমি কি কাস্টিং কাউচের শিকার?’ মজার বিষয়, প্রযোজক বিষয়টি স্বীকারও করেছেন।”

অভিনেত্রী জানান, তিনি নাকি ভেতরে ভেতরে হেসে ফেলেছিলেন। কোনও মতে হাসি চেপে জানিয়েছিলেন, তিনি একটুও অবাক হননি, ভয়ও পাননি। কারণ, তিনি ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই এই শব্দবন্ধের সঙ্গে ভীষণভাবে পরিচিত।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সরকারি গবেষণাপ্রতিষ্ঠানে নবম গ্রেডে চাকরির সুযোগ

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে নবম গ্রেডে চারজন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: গবেষণা কর্মকর্তা

পদসংখ্যা: ৪

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক (ইন্টারন্যাশনাল স্টাডিজ, স্ট্র্যাটেজিক স্টাডিজ ও গ্লোবাল স্টাডিজ–সম্পর্কিত বিষয়), পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান (গভর্নমেন্ট অ্যান্ড পলিটিকস, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি, গভর্ন্যান্স স্টাডিজ ইত্যাদি), অর্থনীতি, ইতিহাস, ভূগোল, উন্নয়ন অধ্যয়ন, পরিবেশবিজ্ঞান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিষয়ে অনার্স অথবা মাস্টার্স পর্যায়ে প্রথম শ্রেণি এবং অন্যান্য পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে। অভিজ্ঞ বা পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: ৮ এপ্রিল ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদপত্র, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, প্রথম শ্রেণির গেজেটেড অফিসারের দেওয়া চারিত্রিক সনদপত্রসহ আবেদনপত্র মহাপরিচালক, বিআইআইএসএস বরাবর সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা (অফেরতযোগ্য) পে-অর্ডার/ব্যাংক ড্রাফট বিআইআইএসএস, ঢাকা বরাবর জমা দিতে হবে। পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: উপপরিচালক (প্রশাসন), বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস), ১/৪৬, পুরাতন এলিফ্যান্ট রোড, রমনা, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ৮ এপ্রিল ২০২৫।

আরও পড়ুনপরিসংখ্যান ব্যুরোতে বড় নিয়োগ, পদ ২৬৬১৩ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ