পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ বিএনপির ৪৭ নেতা-কর্মীর সবাই খালাস পেয়েছেন।

বুধবার বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী কায়সার কামাল, জামিল আক্তার এলাহী, এ এইচ এম কামরুজ্জামান মামুন, গাজী তৌহিদুল ইসলাম, মো.

মাকসুদ উল্লাহ প্রমুখ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান।

এর আগে আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের ওপর গত ৩১ জানুয়ারি শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য আজকের দিন রাখেন। এর ধারাবাহিকতায় আজ রায় ঘোষণা করা হয়।

মামলায় ২০১৯ সালের ৩ জুলাই রায় দেন স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক ও পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলী। রায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা সবাই বিএনপি, ছাত্রদল ও যুবদলের সাবেক-বর্তমান নেতা-কর্মী।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নতুন রঙিন ছবি সংযোজনে জনপ্রশাস‌নের চি‌ঠি

সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতিতে নতুন রঙিন ছবি সংযোজনের অনুরোধ জানিয়ে চি‌ঠি দি‌য়ে‌ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রবিবার (৬ এপ্রিল) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব/সিনিয়র সচিব, বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতিতে (জিইএমএস) পিডিএস-এর সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার অনুরোধ করা হলো।

যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএস-এ পিডিএস-এর তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • গাজায় ইসরায়েলি হামলা, একই পরিবারের ৬ জনসহ নিহত ২৪
  • নতুন রঙিন ছবি সংযোজনে জনপ্রশাস‌নের চি‌ঠি