লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্ব শুরু হয়েছে। যেখানে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি, ২০২৫) দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই।

লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে, ভেনেজুয়েলার অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে, আর্জেন্টিনা ২-১ গোলে চিলিকে পরাজিত করেছে। একই শহরের ব্রিগিদো স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল।

আরো পড়ুন:

নারী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার হুমকি

চারে ফিরলো চেলসি

 

আর্জেন্টিনা প্রথমার্ধেই গোল পায়। গোল দুটিই আসে রিভার প্লেটের দুই তরুণ ফুটবলারের পা থেকে। আলবিলেসেস্তাদের হয়ে ম্যাচের ৩৫ মিনিটে প্রথম গোলটি করেন ইয়ান সুবিয়াব্রে। ঠিক তার সাত মিনিট পর অগাস্তিন রুবের্তো জালের ঠিকানা খুঁজে পেলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। চিলির পক্ষে একমাত্র গোলটি করেন রোসেল (৬১ মিনিট)।

অন্যদিকে, ব্রাজিলের জয়টি ছিল বেশ চ্যালেঞ্জিং। ম্যাচের শেষ ৩৩ মিনিট সেলেসাওরা খেলেছে ১০ জন নিয়ে। ম্যাচের ৫৭ মিনিটে উরুগুয়ের রাইট উইঙ্গার আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ব্রাজিলের লেফটব্যাক আর্থুর দিয়াস, যার ফলে তাকে মাঠ ছাড়তে হয়।

এমন পরিস্থিতিতেও ব্রাজিল ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি পেয়ে যায়। ম্যাচের ৭৪ মিনিটে পেদ্রো তাদের হয়ে গোল করেন একটি অসাধারণ কাউন্টার-অ্যাটাক থেকে। ম্যাচ জয়ের জন্য এই গোলটাই যথেষ্ট ছিল।

লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মূলত ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবে অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বে ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতা করেছে, এবং প্রতিটি গ্রুপের শীর্ষ ৩টি দল ফাইনাল পর্বে উঠেছে।

ফাইনাল পর্বে গ্রুপ বিভাজন নেই। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্টের ভিত্তিতে সেরা ৪ দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে। আয়োজক দেশ চিলি, যদি ফাইনাল পর্বের শেষে সেরা ৪ দলের মধ্যে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারে, তবে পঞ্চম দলও বিশ্বকাপে কোয়ালিফাই করবে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ক প আম র ক স ট ব য ক চ কর র স য গ আর জ ন ট ন

এছাড়াও পড়ুন:

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৩.৯ শতাংশ

চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩ দশমিক ৯ শতাংশ বাড়বে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধির অনুমানের তুলনায়, যা অনেক কম। দক্ষিণ এশিয়ায় গড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এডিবি।

আজ বুধবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে এডিবি এশিয়ান দেশগুলোর প্রবৃদ্ধির ২০২৫ এবং ২০২৬ সালের পূর্বাভাস দিয়েছে। বাংলাদেশ আগামী অর্থবছরে (২০২৫-২৬) জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ১ শতাংশ হবে বলে অনুমান করেছে এডিবি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে গত অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ২ শতাংশ।

এডিবি দক্ষিণ এশিয়ার মধ্যে ২০২৫ সালে ভারতে ৬ দশমিক ৭ শতাংশ, মালদ্বীপে ৬ শতাংশ, ভুটানে ৮ দশমিক ৪ শতাংশ এবং পাকিস্তানে ২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাস দিয়েছে।

বাংলাদেশের ওপর আলাদা উপস্থাপনের জন্য এডিবির ঢাকা কার্যালয় আজ দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এডিবির মূল প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাকৃতিক দুর্যোগ, শ্রম অসন্তোষ ও উচ্চ মূল্যস্ফীতিকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছে।

এডিবি এশিয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক বৃদ্ধিকে বিবেচনায় নেয়নি। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি এশিয়ার ওপর কেমন প্রভাব ফেলবে তার ওপর আলাদা পর্যালোচনা রয়েছে এডিবির প্রতিবেদনে। 

সম্পর্কিত নিবন্ধ

  • একঝলক (৯ এপ্রিল ২০২৫)
  • আলিম পরীক্ষা ২০২৫–এর রুটিন প্রকাশ, শুরু ২৬ জুন
  • চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৩.৯ শতাংশ
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময় আবার বৃদ্ধি, ১০০ নম্বরের এমসিকিউ, মেধাতালিকা ২০০ নম্বরে
  • আজ টিভিতে যা দেখবেন (৯ এপ্রিল ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (৮ এপ্রিল ২০২৫)
  • ঢাকায় ৪ দিনের বিনিয়োগ সম্মেলন শুরু
  • চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা
  • এক্সিম ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
  • আজ টিভিতে যা দেখবেন (৭ এপ্রিল ২০২৫)