লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্ব শুরু হয়েছে। যেখানে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি, ২০২৫) দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই।

লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে, ভেনেজুয়েলার অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে, আর্জেন্টিনা ২-১ গোলে চিলিকে পরাজিত করেছে। একই শহরের ব্রিগিদো স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল।

আরো পড়ুন:

নারী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার হুমকি

চারে ফিরলো চেলসি

 

আর্জেন্টিনা প্রথমার্ধেই গোল পায়। গোল দুটিই আসে রিভার প্লেটের দুই তরুণ ফুটবলারের পা থেকে। আলবিলেসেস্তাদের হয়ে ম্যাচের ৩৫ মিনিটে প্রথম গোলটি করেন ইয়ান সুবিয়াব্রে। ঠিক তার সাত মিনিট পর অগাস্তিন রুবের্তো জালের ঠিকানা খুঁজে পেলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। চিলির পক্ষে একমাত্র গোলটি করেন রোসেল (৬১ মিনিট)।

অন্যদিকে, ব্রাজিলের জয়টি ছিল বেশ চ্যালেঞ্জিং। ম্যাচের শেষ ৩৩ মিনিট সেলেসাওরা খেলেছে ১০ জন নিয়ে। ম্যাচের ৫৭ মিনিটে উরুগুয়ের রাইট উইঙ্গার আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ব্রাজিলের লেফটব্যাক আর্থুর দিয়াস, যার ফলে তাকে মাঠ ছাড়তে হয়।

এমন পরিস্থিতিতেও ব্রাজিল ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি পেয়ে যায়। ম্যাচের ৭৪ মিনিটে পেদ্রো তাদের হয়ে গোল করেন একটি অসাধারণ কাউন্টার-অ্যাটাক থেকে। ম্যাচ জয়ের জন্য এই গোলটাই যথেষ্ট ছিল।

লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মূলত ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবে অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বে ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতা করেছে, এবং প্রতিটি গ্রুপের শীর্ষ ৩টি দল ফাইনাল পর্বে উঠেছে।

ফাইনাল পর্বে গ্রুপ বিভাজন নেই। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্টের ভিত্তিতে সেরা ৪ দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে। আয়োজক দেশ চিলি, যদি ফাইনাল পর্বের শেষে সেরা ৪ দলের মধ্যে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারে, তবে পঞ্চম দলও বিশ্বকাপে কোয়ালিফাই করবে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ক প আম র ক স ট ব য ক চ কর র স য গ আর জ ন ট ন

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্যর থিঙ্ক বিগ স্কলারশিপ, টিউশন ফি–জীবনযাত্রার খরচসহ মিলবে নানা সুবিধা

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য হলো যুক্তরাজ্য। বিদেশি শিক্ষার্থীরা যে যে দেশে পড়তে যেতে চান, সেগুলোর মধ্য অন্যতম যুক্তরাজ্য। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বিদেশের শিক্ষার্থীদের জন্য দেয় নানা স্কলারশিপ। এমন স্কলারশিপে মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপের অধ্যয়নের সুযোগ দিচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির কেতাবি নাম ‘থিঙ্ক বিগ স্কলারশিপ’। অনলাইনে আবেদন করা যাবে।

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা০৩ মার্চ ২০২৫

ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের আওতায় সামাজিক বিজ্ঞান, আইন, কলা, প্রকৌশল, স্বাস্থ্যবিজ্ঞান, জীবনবিজ্ঞান ও বিজ্ঞান অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন শিক্ষার্থীরা। তবে মেডিসিন, ডেনটিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বিষয়ে স্কলারশিপ নেই। ‘থিঙ্ক বিগ স্কলারশিপে’ স্নাতকের মেয়াদ তিন বছর এবং স্নাতকোত্তরের মেয়াদ এক বছর। ‘থিঙ্ক বিগ‘ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি’র জন্য অনুদান দেওয়া হয়।

আরও পড়ুনকানাডায় পড়াশোনা: ট্রাম্পের শুল্কের প্রভাব পড়বে টিউশন ফি-চাকরিসহ যেসব খাতে০৫ মার্চ ২০২৫সুযোগ-সুবিধা—

স্নাতকোত্তরে সর্বোচ্চ ২৬ হাজার পাউন্ড দেবে

এ অর্থ শুধু টিউশন ফি’র জন্য ব্যবহার করা যাবে

জীবনযাত্রার খরচের জন্য ৩ হাজার পাউন্ড মিলবে

আবেদনের যোগ্যতা—

স্নাতকোত্তরে জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে

একাডেমিক ফলাফল ভালো হতে হবে

টিউশন ফি’র জন্য অন্য কোনো তহবিলের আবেদনকারী হওয়া যাবে না

ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে

আরও পড়ুনবাংলাদেশিদের জন্য ভারতের আইসিসিআর দিচ্ছে ৫০০ বৃত্তি, জেনে নিন বিস্তারিত০৪ মার্চ ২০২৫আবেদন প্রক্রিয়া—

আগ্রহী প্রার্থীরা আবেদনপদ্ধতিসহ যেকোনো বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

*আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ এপ্রিল ২০২৫, যুক্তরাজ্যর সময় সকাল ১০টা

আরও পড়ুনথাইল্যান্ডে বৃত্তি, আইইএলটিএস বা টোয়েফল ছাড়াই আবেদন ০৬ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • রোহিত ম্যাচসেরা, রাচিন সিরিজসেরা
  • একঝলক (৯ মার্চ ২০২৫)
  • ঈদ উপলক্ষে মাস শেষের আগেই বেতন পাবেন সরকারি কর্মচারীরা
  • আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী কৃতি শ্যানন
  • এইচএসসির ফরম পূরণ চলছে, শেষ ১০ মার্চ
  • যুক্তরাজ্যর থিঙ্ক বিগ স্কলারশিপ, টিউশন ফি–জীবনযাত্রার খরচসহ মিলবে নানা সুবিধা
  • আজ টিভিতে যা দেখবেন (৯ মার্চ ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (৮ মার্চ ২০২৫)
  • সফল উদ্যোক্তাদের পুরস্কার দেবে বিডা
  • আজ টিভিতে যা দেখবেন (৭ মার্চ ২০২৫)