চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়ে না–ও খেলতে পারেন প্যাট কামিন্স। দলটি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন এই আশঙ্কার কথা। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্ট সিরিজে পারিবারিক কারণে খেলছেন না কামিন্স। সঙ্গে এ সময়েও অ্যাঙ্কলের চোটে ভুগছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্সের এ চোট পুরোনো, তবে বোর্ডার গাভাস্কার ট্রফির পর এটি আরও বেড়েছে।

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে কামিন্সের পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। কামিন্স যদি চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ পর্যন্ত না–ই খেলতে পারেন, তাহলে চ্যাম্পিয়নস ট্রফিতে নেতৃত্ব দিতে পারেন স্মিথ। নেতৃত্ব পাওয়ার দৌড়ে আছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেডও।

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে খেলছেন না, এমন যাঁরা চ্যাম্পিয়নস ট্রফির দলে আছেন, আগামীকাল তাঁদের শ্রীলঙ্কায় যাওয়ার কথা। সেখানে দুটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। ম্যাকডোনাল্ড জানিয়েছেন, তাদের মধ্যে কামিন্সের থাকার সম্ভাবনা কম। চোটের সঙ্গে লড়ছেন আরেক পেসার জশ হ্যাজলউডও।

প্যাটির খেলার সম্ভাবনা খুবই কম, যেটা আমাদের জন্য কিছুটা ক্ষতির। হ্যাজলউডও ফিট হওয়ার জন্য লড়াই করছে।অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড

সংবাদমাধ্যম এসইএনকে ম্যাকডোনাল্ড বলেছেন, ‘প্যাট কামিন্স কোনো ধরনের বোলিং এখনো শুরু করেনি। ওর খেলার সম্ভাবনা কম। তার মানে আমাদের একজন অধিনায়ক লাগবে। স্মিথ ও ট্রাভিস হেডের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। প্যাটকে ছাড়া আমরা আমাদের দলটাও তৈরি করছি। লিডারশিপের জন্য তাদের কথাই বিবেচনা করছি।’

আরও পড়ুনক্যালিসই সর্বকালের সেরা ক্রিকেটার, মনে করেন পন্টিং২৭ মিনিট আগে

কামিন্সের চোট নিয়ে ম্যাকডোনাল্ড বলেছেন, ‘প্যাটির খেলার সম্ভাবনা খুবই কম, যেটা আমাদের জন্য কিছুটা ক্ষতির। হ্যাজলউডও ফিট হওয়ার জন্য লড়াই করছে। আগামী দুই দিনের মধ্যে মেডিকেল ইনফরমেশন পাওয়া যাবে, তখনই আমরা বিস্তারিত জানতে পারব, সিদ্ধান্ত সম্পর্কে জানাতে পারব।’

চোটে ভুগছেন হ্যাজলউড.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৩

ফরিদপুরের সালথায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে উপজেলার সোনারপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে। পরে গতকাল রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের আওয়াল শিকদার (৬০), ফরিদ শিকদার (৩৩) ও সাকিব মাতুব্বার (২৩)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ফুকরা গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি বাবুল শিকদারকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর স্বজনেরা পুলিশের ওপর হামলা চালিয়ে বাবুলকে ছিনিয়ে নেন। বাবুল দ্রুত বিচার আইনের এক মামলায় পরোয়ানাভুক্ত আসামি।

এ বিষয়ে গতকাল রাতে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গত শনিবার বিকেলে ফুকরা গ্রামে গিয়ে পরোয়ানাভুক্ত আসামি বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেন পরিবারের সদস্যেরা। হামলায় একজন এসআই, একজন এএসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি আতাউর রহমান বলেন, আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ