হলুদ জার্সি, লুঙ্গি আর জুতা পায়ে ঘর থেকে বের হয়েছিলেন আবুল হোসেন। ৫ আগস্ট আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে আবুল হোসেনের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা জানিয়েছিলেন, আবুল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় ভ্যানে তোলা হয়েছে। তার পর থেকে বিভিন্ন হাসপাতালের মর্গ, কারাগার, এমন কোনো জায়গা নেই যেখানে আবুল হোসেনকে খোঁজেননি তাঁর স্ত্রী লাকী আক্তার।

প্রথম আলোকে লাকী আক্তার বলেন, ‘প্রথমে ভাবছিলাম স্বামী বাঁইচ্যা আছে। তবে ঘটনার প্রায় ২৫ দিন পর আশুলিয়া থানার সামনে ভ্যানে লাশের একটা ভিডিও ভাইরাল হয়। ভ্যানে লাশের স্তূপে হলুদ জার্সি পরা একজনকে দেখি। আমি তো দেইখ্যাই চিন্না ফালাইছি। সেই দিন তো এই জার্সি গায়ে দিয়াই বাইর হইছিল।’

আবুল হোসেনের মতো কতজনের লাশ এখনো পরিবার পায়নি, তার কোনো পরিসংখ্যান নেই।

এরপর খোঁজ করতে করতে জানা যায়, আশুলিয়ায় এক জায়গায় দুজনকে কবর দেওয়া হয়েছিল। লাকী আক্তার কাপড় ও স্বামীর যে বর্ণনা দিয়েছেন, তার সঙ্গে একজনেরটা মিলে যায়। এর মধ্যে লাকী আক্তার থানায় স্বামী হত্যার বিচার চেয়ে মামলা করেন।

অবশেষে প্রায় ছয় মাস পর ১ ফেব্রুয়ারি আশুলিয়া থানা-পুলিশ বগাবাড়ির আমবাগান এলাকার কবরস্থান থেকে দুটি লাশ তোলে। এর মধ্যে একটি মরদেহ আবুল হোসেনের (৩৩) বলে দাবি করেছেন তাঁর স্ত্রী লাকী আক্তার। লাশের পরিচয় নিশ্চিত হতে কবর থেকে তোলা দুটি লাশের ডিএনএ পরীক্ষা করা হবে।

২০১২ সালে বিয়ের পর থেকেই লাকী স্বামীর সঙ্গে আশুলিয়ায় থাকতেন। আবুল হোসেন দিনমজুর ছিলেন। ১১ বছর ও ১২ মাস বয়সী দুই সন্তান নিয়ে একবার বাবার বাড়ি, আবার শ্বশুরবাড়ি গিয়ে থাকেন লাকী। ভিডিওতে সব স্পষ্ট থাকলেও স্বামীর লাশ পাওয়া না যাওয়ায় শহীদ হিসেবে গেজেটে নাম নেই আবুল হোসেনের। কোনো অনুদানও পাওয়া যায়নি। গত সেপ্টেম্বর মাসে মৃত্যুনিবন্ধন সনদে আবুল হোসেনের মৃত্যুর কারণের জায়গায় হত্যা কথাটি লেখা আছে।

আবুল হোসেনের মতো এমন কতজনের লাশ এখনো পরিবার পায়নি, তার কোনো পরিসংখ্যান নেই। আর পরিবার মামলা না করলে বা লাশের পরিচয় শনাক্তে আবেদন না করলে আদালতের নির্দেশে লাশ তোলা বা ডিএনএ পরীক্ষা করাও সম্ভব নয়।

আন্দোলনে নিহত ব্যক্তিদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করতে ‘গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেল’ গঠন করেছে সরকার। গত ১০ নভেম্বর এক গণবিজ্ঞপ্তিতে নিহত, নিখোঁজ, বেওয়ারিশ লাশ হিসেবে যাঁদের দাফন করা হয়েছে, তাঁদের পরিচয়–প্রমাণসহ স্বজনদের আবেদন করতে বলা হয়। এ সেলের সদস্য মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, পরিবারের কাছ থেকে এ ধরনের আবেদন তেমন একটা পাওয়া যায়নি।

নিখোঁজ বা বেওয়ারিশ লাশের তালিকা নেই

আবুল হোসেনের পরিবারের মতো মো.

হাসানকেও হন্যে হয়ে খুঁজছিল তাঁর পরিবার। ৫ আগস্ট মো. হাসান সাদা পায়জামা-পাঞ্জাবি গায়ে দিয়ে বাসা থেকে বের হন। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ ছিল না। হাসান ঢাকার কাপ্তানবাজারে বৈদ্যুতিক সরঞ্জামের একটি দোকানের কর্মী ছিলেন। থাকতেন যাত্রাবাড়ীর সুতি খালপাড় বালুর মাঠ এলাকায়। হাসানের বাবা ভোলায় কৃষিকাজ করেন। দুই ভাই–বোনের মধ্যে হাসান বড়।

হাসানের চাচা নূরে আলম ঢাকা মেডিকেল কলেজের মর্গে অসংখ্যবার খোঁজ নিয়েছেন। কিন্তু ভাতিজার কোনো হদিস পাননি। গত ১২ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেলের সহায়তায় হাসানের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে থাকা একটি লাশের মিল পান নূরে আলম।

এর আগে ১০ জানুয়ারি জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক বিশেষ এ সেল প্রথমে ঢাকা মেডিকেলের কলেজের মর্গে থাকা (শাহবাগ থানার অধীন) ৬ বেওয়ারিশ মরদেহের তথ্য সামনে আনে। তখনই যাত্রাবাড়ী থানার আরেকটি লাশ মর্গে আছে, এমন তথ্য পান এ সেলের সদস্যরা। আর এ লাশই হাসানের বলে ধারণা করা হচ্ছে।

নূরে আলম গত সোমবার প্রথম আলোকে বলেন, ডিএনএ টেস্টের জন্য সিআইডি ল্যাব থেকে হাসানের মা–বাবার ডিএনএ নমুনা নিয়েছে ২০ দিন আগে। এখনো ফলাফল জানা যায়নি। হাসানকে খুঁজে পেতে অনেক জায়গায় ঘুষ পর্যন্ত দিতে হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গঠিত জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম প্রথম আলোকে বলেন, আন্দোলনে গিয়ে কতজন নিখোঁজ হয়েছেন বা বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে, ছয় মাসেও তার পূর্ণাঙ্গ তালিকা না থাকার বিষয়টি গ্রহণযোগ্য নয়। সরকার চাইলে শহীদ ও আহত ব্যক্তিদের সঙ্গে নিখোঁজের তালিকাও করতে পারত।

মোহাম্মদ হৃদয়ের (২০) লাশও এখন পর্যন্ত খুঁজে পায়নি তাঁর পরিবার। গাজীপুরের কোনাবাড়ীর শরীফ জেনারেল হাসপাতালের সামনের এক রাস্তায় হৃদয়ের কাছে এসে পিঠে বন্দুক ঠেকিয়ে ট্রিগার টেনে দেন এক পুলিশ সদস্য। তারপর পুলিশ হৃদয়ের দেহ একটি গলির দিকে টেনেহিঁচড়ে নিচ্ছে, এমন ভিডিও দৃশ্যও আছে। তবে এর পরের আর কোনো ফুটেজ নেই। হৃদয়ের পরিবার ৫ আগস্টের পর থেকে তাঁর লাশ খুঁজছে।

সংসারের অভাব-অনটনের জন্য টাঙ্গাইলের হেমনগর ডিগ্রি কলেজে পড়াশোনার পাশাপাশি কোনাবাড়ীতে অটোরিকশা চালাতেন হৃদয়। ইন্টারন্যাশনাল ট্রুথ জাস্টিস প্রজেক্ট এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট হৃদয়ের ভিডিও ফুটেজের ফরেনসিক বিশ্লেষণ করে প্রামাণ্যচিত্র বানিয়েছে। সেই প্রামাণ্যচিত্রে হৃদয়কে গুলি করার সেই দৃশ্যও ছিল। মূলত তার পর থেকেই হৃদয়ের ঘটনা আবার আলোচনায় আসে।

লাশ পাওয়া যায়নি বলে জুলাই গণ-অভ্যুত্থানে মারা যাওয়া অন্য শহীদদের পরিবার বিভিন্ন অনুদান পেলেও হৃদয়ের পরিবার কোনো অনুদান পায়নি। শহীদের তালিকায়ও জায়গা পাননি হৃদয়। হৃদয়ের দুলাভাই মো. ইব্রাহিম বাদী হয়ে গত ২৬ আগস্ট কোনাবাড়ী থানায় হৃদয়কে গুলি করে হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা করেন।

হৃদয়ের বড় বোন মোছাম্মৎ জেসমিন টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ গুলি করে ভাইটারে মারছে, তার ভিডিও আছে। লাশ তো আর বাংলাদেশের বাইরে পাঠায় নাই। ভাইয়ের লাশ না পাইলেও শুধু ভাইয়ের হাড্ডি হইলেও ফেরত চাই।’

লাশ শনাক্তকরণের দাবি

সিটি করপোরেশন থেকে বেওয়ারিশ লাশ দাফনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম। রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ–সংলগ্ন কবরস্থানে বেওয়ারিশ লাশ দাফন করছে সংস্থাটি।

এ সংস্থার হিসাব বলছে, রায়েরবাজার কবরস্থানে জুলাই মাসে ৮০ এবং আগস্ট মাসে ৩৪ জনের বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। তবে বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া কতজন আন্দোলনে গিয়ে বা গুলিতে মারা গেছেন, তা বলা সম্ভব নয়।

স্বজনেরা আঞ্জুমান মুফিদুলে বেওয়ারিশ লাশের ছবি দেখে নিশ্চিত হওয়ার পর ছুটে যান রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ–সংলগ্ন কবরস্থানে। সেখানকার ৪ নম্বর ব্লকে একটু পরপর ছোট ছোট বাঁশ পুঁতে একজন করে ‘বেওয়ারিশ’ লাশের কবর চিহ্নিত করা আছে। এর বাইরে কোনটি কার কবর বা অন্য কোনো চিহ্ন নেই। এখানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে, এমন পরিবারের সদস্যরা ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশ শনাক্তকরণের দাবি জানিয়ে আসছেন।

নিখোঁজ ব্যক্তি ও অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি স্থায়ী কমিশন বা সেল গঠনের সুপারিশ করেছেন সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) ফরেনসিক ডিএনএ ল্যাবের প্রধান আহমাদ ফেরদৌস। তিনি বলেন, শুধু সিআইডি বা একক কোনো সংস্থার পক্ষে কাজটি করা কঠিন। প্রতিটি নিখোঁজ ব্যক্তি ও অজ্ঞাত লাশের একটি অনলাইন ডেটাবেজ থাকতে হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কবরস থ ন র পর থ ক র পর ব র য় র পর র কবর সদস য আগস ট

এছাড়াও পড়ুন:

যেদিন আমি মারা যাব

ইমাম আহমাদ ইবন হাম্বল (রহ.) অত্যাচারিত হয়ে একবার বলেছিলেন, ‘আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য প্রকাশ পাবে আমাদের জানাজায়।’ এখানে ‘তারা’ ছিলেন তার অত্যাচারীরা। তারা তার ওপর অকথ্য নির্যাতন চালিয়েছিল। ইমাম আহমাদ কথাটি বলেছিলেন এই ভেবে যে, অন্ধকার কারাগারেই তার মৃত্যু হবে এবং তারপর সত্য প্রকাশিত হলে বিপুল মানুষ তার জানাজায় আসবে, ফলে অত্যাচারী বিচারক আহমাদ ইবন আবি দুআদও শ্রদ্ধা নিবেদন করতে বাধ্য হবেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় ইমাম আহমাদ সেই যাত্রায় টিকে যান এবং অপরাধীর অপবাদ থেকে মুক্ত হন। জনগণের কাছে তিনি পুনরায় ব্যাপক সমাদর লাভ করেন। এবং সত্যি সত্যি তার যখন মৃত্যু হয়, আল্লাহ তাকে এমন সম্মানিত জানাজা দান করেন, যা আরব ইতিহাসের শ্রেষ্ঠতম ও বৃহৎ জানাজা হিসেবে পরিচিত। বিপরীতে, সেই বিচারক আহমাদ ইবন আবি দুআদ এতটা ঘৃণার পাত্র হন যে, তার জানাজায় কেউ আসে নি।

হ্যাঁ, কখনো কখনো সত্যিকারের ধার্মিকদেরও নিঃসঙ্গ মৃত্যু হয় এবং মন্দ লোকেরা পায় রাজকীয় বিদায়। যেমন তৃতীয় খলিফা উসমান ইবন আফফান (রা.)-এর জানাজা সম্পন্ন করতে হয় রাতের অন্ধকারে গোপনে, যেন উপস্থিত জনসমুদ্র হত্যাকারীর বিরুদ্ধে বিদ্রোহ করে পরিস্থিতি আরও জটিল করে না তোলে। হতে পারে ইমাম আহমাদের বেলায় আল্লাহ চেয়েছেন তাকে বিজয়ী দেখাতে, পৃথিবীতে তাকে অভাবনীয় সম্মান দিতে।

আরও পড়ুনযে কারণে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া হয়০৫ মার্চ ২০২৫

জনৈক জ্ঞানী ব্যক্তি একবার আমাকে বলেছিলেন, ‘তোমার জানাজা সামনে রেখে জীবন গঠন করো এবং সেভাবেই পথ চলার সিদ্ধান্ত নাও।’

যখন জীবনের যেই মুহূর্ত অতিবাহিত করি, মনে রাখতে হবে, শেষ দিনটি কেমন হবে, তা যেন আমাদের ভাবনা থেকে ছুটে না যায়। আমাদের যাবতীয় কাজ, আচরণ, সিদ্ধান্ত একটু একটু করে সেই জানাজার দিকে পরিচালিত করছে-যে জানাজা হবে হয় চিরস্থায়ী মুছিবতের নয় সুখের প্রতীক। মৃত্যু অবধি এক মহা সফরে চলেছি আমরা; যে-জীবন বয়ে যাব, শেষ ক্ষণটির সজ্জা হবে সেভাবেই। তারপর, মৃত্যুর পর অপেক্ষা করছে আরেক জীবন।

অনেক ধর্মপ্রাণ আছেন, মৃত্যুর আগে তার সামাজিক অবদানের কথা লোকজন জানতে পারে না, অনুভবও করতে পারে না যে, তিনি কতটা মহৎ ছিলেন। যেমন, ইমাম জাইনুল আবিদিন আলী ইবনে হোসেইন (রহ.)-এর কথা বলা যায়। তিনি ছিলেন মহানবীর (সা.) নাতি হোসাইন (রা.)-এর ছেলে। তার মৃত্যু হলে দেখা যায় কাঁধে একটা প্রচণ্ড চাপের দাগ। উদ্‌ঘাটিত হয় যে, এটা ব্যাগের চিহ্ন, যা তিনি রাতে অভাবীদের দরজায় রেখে আসতেন। কেউ তার এ-অবদানের কথা জানত না। পরে জানা যায়, মদিনার বহু লোকের জীবিকা নির্বাহ হতো তার দানের অর্থ দিয়ে; যদিও তারা জানত না, সেই দানের উৎস কোথায়।

আরও পড়ুনমহানবী (সা.) এবং এক ইহুদি ছেলের গল্প০৫ মার্চ ২০২৫

ভাবুন তো, আপনার মৃত্যুর পর কতজন আপনাকে মিস করবে, কতজনের জীবন আপনি আনন্দে ভরিয়ে দিয়েছিলেন? সেই মানুষ কতজন, যারা পরিত্যক্ত অবস্থায় আপনার বরাভয় পেয়েছিল? কতজন বঞ্চিত আপনার সাহায্যে ঘুরে দাঁড়িয়েছিল? কতজন অত্যাচরিতের পক্ষে দাঁড়িয়েছিলেন আপনি? পরিবারের সদস্যরা কি আপনার না-থাকা টের পাবে শুধু খালি বিছানা দেখে, নাকি তাদের হৃদয়ে গভীর শূন্যতাও অনুভব করবে তারা? তারা কি শুধু আপনার খরচের অভাব অনুভব করবে, নাকি আপনার হাসিও মিস করবে? তারা আপনার সেবা ও ত্যাগের অভাব বোধ করবে?

ইমাম জাইনুল আবিদিন (র.) চাইতেন না যে, প্রাপকেরা তার কথা জানুক। কারণ তিনি জানতেন, দানের প্রকৃত উৎস আল্লাহ। তিনি পার্থিব কৃতজ্ঞতা চাননি, চেয়েছেন শুধু পরকালে। তিনি এ-জগতের ক্ষণকালীন প্রশংসা নয়, পর জগতের চিরন্তন পুরস্কার চেয়েছিলেন। বুঝতে পেরেছিলেন, যদি পৃথিবীর মোহে বিভ্রান্ত হন, তাহলে অস্থায়ী পৃথিবীর একটি অংশ হবেন মাত্র। তার চেয়ে চিরায়ত ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়া ভালো। অস্থায়ী পৃথিবীর একটি অংশ হবেন মাত্র। তার চেয়ে চিরায়ত ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়া ভালো। দোয়া করুন, ‘আল্লাহ, আমার জীবনের শ্রেষ্ঠ সময় যেন শেষ সময় হয়, আমার সবচেয়ে ভালো কাজ যেন শেষ জীবনের কাজ, এবং সেরা দিন যেন হয় তোমার সঙ্গে সাক্ষাতের দিন (আল্লাহুম্মাজ‘আল খইরা যামানি আখিরহু, ওয়া খইরা আমালি খওয়াতিমাহু, ওয়া খাইরা আইয়্যামি ইয়াওমা আলক-কা)।

আরও পড়ুনমহানবী (সা.)-কে ভালোবাসার ৭টি নিদর্শন০৬ মার্চ ২০২৫

অনেক মানুষের মৃত্যুর পরে আমরা অযথা প্রশংসাবাক্যও শুনতে পাই। তিরমিজির এক বর্ণনায় নবীজি (সা.) বলেছেন, ‘কেউ মারা গেলে যদি লোকজন তার সম্পর্কে প্রশংসার বৃষ্টি ঝরায় এবং বলে, ‘কী মহান ব্যক্তি ছিল, কী সম্মানিত ছিলেন তিনি’ তাহলে তার জন্য দুজন ফেরেশতা নিয়োজিত হন, যারা তাকে তীব্র আঘাত করতে করতে বলেন, এটা কি সত্যিই তুমি?’

মানুষের প্রশংসার অপেক্ষা করবেন না। বরং যদি আপনি জীবনভর আল্লাহর প্রশংসা খোঁজেন, তাহলে প্রতিশ্রুত আমলগুলো কবরে আকাশের জ্বলজ্বলে তারার মতো আপনার অপেক্ষা করবে। হতে পারে সেই আমলগুলোর কথা কেউ জানে না, অথবা কয়েক জন মাত্র জানে, শুধু আল্লাহ আর আপনিই জানেন সবটা।

আল্লাহ আমাদের সকলের জীবনের সুন্দর সমাপ্তি এবং সর্বোত্তম পরিণতি দান করুন।

সূত্র: মুসলিম ম্যাটার্স

অনুবাদ: মনযূরুল হক

আরও পড়ুনযেভাবে ইস্তিগফার করা যায়০৬ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • যেদিন আমি মারা যাব