গাজীপুরে পিকআপ ভ্যান উল্টে নিহত ৩
Published: 5th, February 2025 GMT
গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। বুধবার সকালে গাজীপুর-আজমতপুর-ইটাখোলা মহাসড়কের হরিদেবপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাব নিহতের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, কিশোরগঞ্জ থেকে শশাভর্তি পিকআপ নিয়ে গাজীপুর যাওয়ার সময় হরিদেবপুর এলাকায় আসলে পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে যায়।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক সুশান্ত চন্দ্র সরকার জানান, পিকআপটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। কালীগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় খাদ থেকে নিহত ৩ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু তাদের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন প কআপ
এছাড়াও পড়ুন:
আমার সম্পত্তি যেভাবে ক্রোক করা হয়েছে, সেটাকে স্বাভাবিক মনে করি না: সাকিব
ক্রিকেটার ছাড়াও সাকিব আল হাসানের আরও পরিচয় আছে। রাজনীতিতে সংশ্লিষ্টতার পাশাপাশি তিনি ব্যবসায়ীও। গত বছর আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সাকিব দেশে আসতে পারেননি। তাঁর নামে বেশ কিছু মামলাও হয়েছে। সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলেছেন সাকিব।
ক্রিকেটের বাইরে বাংলাদেশে সাকিব কী কী ব্যবসার সঙ্গে জড়িত, তা জানাতে গিয়ে তিনি সাক্ষাৎকারে বলেছেন, ‘ক্রিকেট ছাড়া অন্য বিষয়ে তেমন মনোযোগ দিতে পারিনি, স্বাভাবিকভাবেই ব্যবসা ও লাভেও মনোযোগ ছিল না। আমি দুটি ব্যবসার সঙ্গে জড়িত; একটি আমার কাঁকড়ার খামার, আরেকটি শেয়ারবাজারের ব্যবসা।’
আরও পড়ুনরাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে আবার জিতব: সাকিব৩ ঘণ্টা আগেসাকিবের দাবি, করোনা মহামারির আগে কাঁকড়ার ব্যবসায় ভালোই করছিলেন। তখন ঋণ পরিশোধে কোনো বকেয়া জমা হয়নি। কিন্তু কোভিড মহামারির কারণে খামারটির কার্যক্রম থমকে যায় এবং পণ্যও ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রচুর লোকসান হয়। সাকিবের ভাষায়, ‘এখন হিসাবটি এমন, আমি খামারটির ৩৫ শতাংশের মালিক, বাকি ৬৫ শতাংশ অন্যদের। কিন্তু যে কারণেই হোক, লোকে শুধু সাকিব আল হাসানের নামই জানে। এই ব্যবসায় সংশ্লিষ্ট বাকিদের নাম উল্লেখ করা হয়নি।’
যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছেন সাকিব