নড়াইলে নিখোঁজের চার দিন নারীর মরদেহ উদ্ধার
Published: 5th, February 2025 GMT
নড়াইলে নিখোঁজের চার দিন পর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার একটি পুকুর থেকে সুরাইয়া শারমিন (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফকিরহাট থানা পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের একটি বাড়ির পেছনের পুকুর থেকে তার হাত-পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুরাইয়া শারমিন নড়াইল পৌর এলাকার আলাদাতপুর এলাকার মৃত আব্দুল কমির মোল্যার মেয়ে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে যশোরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শারমিন। অনেক খোঁজা-খুঁজির পর তাকে না পেয়ে রাতে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার মা সবেজান বেগম। নিখোঁজের চারদিন পর মঙ্গলবার বাগেরহাটের ফকিরহাট উপজেলার জয়পুর গ্রামের একটি বাড়ির পেছনের পুকুর থেকে সুরাইয়া শারমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
তিনি আরো জানান, মঙ্গলবার রাতেই সুরাইয়া শারমিনের দাফন সম্পন্ন হয়েছে। তবে হত্যায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে নড়াইল পুলিশ।
ঢাকা/শরিফুল/ইমন
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ট ব য ক চ কর র স য গ র মরদ হ
এছাড়াও পড়ুন:
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ বুধবার রাজধানীর বারিধারায় দেশটির দূতাবাসে এ বৈঠক হয়।
বিএনপির মিডিয়া সেলের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ঘণ্টাব্যাপী এ বৈঠক নিয়ে কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
তবে সূত্র জানায়, চলতি মাসের ২৫ ফেব্রুয়ারি ড. আব্দুল মঈন খান এর নেতৃত্বে বিএনপি এবং সমমনা দলগুলো সমন্বয়ে একটা টিম টিম চীন সফর করবেন। ধারণা করা হচ্ছে, এ ইস্যুতে তাদের মধ্যে কথা হয়েছে।